বাজ পড়লেই নষ্ট হতে পারে টিভি, ফ্রিজ, মোবাইল! কীভাবে ঠিক রাখবেন বৈদ্যুতিক সামগ্রী? জেনে নিন

Published : May 10, 2024, 10:40 AM IST
TV fridge mobile can be damaged by lightning How do you maintain electrical appliances

সংক্ষিপ্ত

রইল বেশ কিছু উপায় যা বজ্রপাতের সময় মানলে নিজের বৈদ্যুতিক জিনিস ঠিক রাখতে পারবেন-

বেশ কিছুদিন প্রবল তাপপ্রবাহের পরে অবশেষে স্বস্তির নিশ্বাস বঙ্গ জুড়ে। শুরু হয়েছে কাল বৈশাখী। তীব্র গরমের থেকে যেন হাঁফ ছেড়ে বেঁচেছে মানুষ। তবে কালবৈশাখী মানেই তীব্র বজ্রপাতের সম্ভাবনা।

বাজ পড়লে ভয়ে হাড় হিম হয়ে যায় অনেকেরই। মৃত্যু ভয় ছাড়াও বাজার কারণে নষ্ট হয়ে যায় বহু ইলেকট্রনিক্স সামগ্রী। এক্ষেত্রে বাজ পড়লে নিজের ইলেকট্রনিক্স সামগ্রী কীভাবে ঠিক রাখবেন? তা হয়ত জানেন না অনেকেই।

রইল বেশ কিছু উপায় যা বজ্রপাতের সময় মানলে নিজের বৈদ্যুতিক জিনিস ঠিক রাখতে পারবেন-

১) প্রথমে সমস্ত বৈদ্যুতিক যন্ত্রের বিদ্যুৎ সংযোগ ছিন্ন করতে হবে। আকাশ মেঘলা হয়ে এলেই সঙ্গে সঙ্গে যন্ত্রপাতির সুইচ বন্ধ করে রাখা উচিত।

২) আর্থিং করা থাকলেই বৈদ্যুতিক যন্ত্র ঠিক থাকবে এই ধারণা একেবারেই ভুল। তাই আর্থিং করা থাকলেও বজ্রবিদ্যুতের কারণে জিনিসপত্র নষ্ট হতে পারে। তাই ঝুঁকি না নিয়ে বাজ পড়লেই বৈদ্যুতিক সংযোগ ছিন্ন করতে হবে।

৩) শুধু ফ্রিজ কিংবা টিভি নয়। বজ্রপাতের সময় ওয়াইফাই চালান থাকলেও তা বন্ধ করতে হবে নইলে রাউটার খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।

৪) মোবাইল ফোন চার্জে বসানো থাকলে অবশ্যই তা খুলে নিতে হবে।

৫) বজ্রবিদ্যুৎ পড়ার সময়ে যদি ঘরে ল্যাপটপ চালাতে হয় তবে তাতে কখনই বিদ্যুৎ সংযোগ করবেন না। এতে ল্যাপটপ খারাপ হয়ে যেতে পারে।

PREV
click me!

Recommended Stories

LIVE NEWS UPDATE: India vs South Africa T20 - দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ওপেন করবেন শুভমান গিল?
অক্সফোর্ডের বর্ষসেরা শব্দ ‘রেজ বেইট’, আর কোন কোন শব্দ পেল সেরা স্থান? জানুন এক ঝলকে