আগামী ২২ সে অক্টোবর হতে চলেছে কমিউনিস্ট পার্টি অফ চায়নার নির্বাচনী প্রক্রিয়া। সেই কারণেই পার্টির তরফ থেকে ২০ তম সম্মেলন আয়োজন করা হয় বেজিংয়ে।কি হল সেই সম্মেলনে জেনে নিন ।
চীনের রাষ্ট্রপতি জিংপিং তার তৃতীয় বারের মতো রাষ্ট্রপতি পদের লড়াইয়ে প্রস্তুতি নিচ্ছেন এখন থেকেই। আগামী ২২ সে অক্টোবর হতে চলেছে কমিউনিস্ট পার্টি অফ চায়নার নির্বাচনী প্রক্রিয়া। সেই কারণেই পার্টির তরফ থেকে ২০ তম সম্মেলন আয়োজন করা হয় বেজিংয়ে। সম্মেলনটি বিশেষত রাজনৈতিক মতাদর্শ নিয়ে নানান আলোচনা ও বিগত বছরগুলিতে সমাজ পরিবর্তন করতে যারা বিশেষ ভূমিকা পালন করেছেন তাদের চিহ্নিত করার উদেশ্যেই সংঘটিত হয়েছিল। এই সম্মেলনে উপস্থিত ছিলেন চীনের প্রাক্তন রাষ্ট্রপতি হু জিনতাও ও প্রাক্তন প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও , ১০৫ বছর বয়সি সং পিং সহ অন্যান্য অনেক রাজনৈতিক ব্যক্তিত্ব। তবে সম্মেলনের লাইম লাইট কেড়ে নিলেন চীনের বর্তমান রাষ্ট্রপতি শি জিং পিং। রাষ্ট্রপতি শি জিং পিং পার্টির প্রবীণ নেতা ও পলিটব্যুরোর স্থায়ী সদস্য কমিটির সঙ্গে মঞ্চে আসন গ্রহণের পর পার্টির স্বেচ্ছাসেবকদের মার্চ এবং তারপর চীন জাতীয় সংগীত গেয়ে দেশের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেই শুরু হয় এই সম্মেলন।
রাষ্ট্রপতি জিং পিং বক্তৃতা দিতে উঠে একটি কর্ম প্রতিবেদন উপস্থাপন করেন সকলের সামনে। গত পাঁচ বছরে চীনের উন্নয়নের তাগিদে যে যে সিদ্ধান্ত নিয়েছেন তিনি এবং আগামী ৫ বছরেও চীনের রূপরেখা বদলানোর জন্য যে যে পরিকল্পনা করেছেন তিনি। সেই সমস্ত বিষয়গুলি পুঙ্খানুপুঙ্খভাবে উল্লেখ করেছেন তিনি তার এই প্রতিবেদনে।সূত্রের খবর এই প্রতিবেদনটি বিশ্লেষণ করেই আগামী প্রতিনিধি নির্বাচন করবেন পার্টি সদস্যরা। উদ্বোধনী অনুষ্ঠানে, শি জিনপিং এক ঘণ্টা ৪৫ মিনিটের একটি ভাষণ দেন যা প্রধানত তার এই প্রতিবেদনেরই সারাংশ। পাঁচ বছর আগে এরকমই রাষ্ট্রপতি নির্বাচনের এক সমাবেশে তিনি সাড়ে তিন ঘণ্টার বক্তব্য রেখেছিলেন।তবে এবার কি তার উল্লেখযোগ্য ভালো কার্যক্রমের সংখ্যা কমে গেলো -প্রশ্ন তুলছেন বিশ্লেষকরা। ২০১৭ তেও দ্বিতীয়বারের জন্য যখন পদপ্রার্থী হয়েছিলেন জিং পিং সেবারেও তিনি নিজের কাজের একটি প্রতিবেদন সাবমিট করেছিলেন পার্টির সদদ্যদের কাছে। সেই প্রতিবেদনটি ছিল ৩২০০০ শব্দের। কিন্তু এবারের প্রতিবেদনটি মাত্র ১৪,৪০০ শব্দের। এই প্রতিবেদন ভালো করে পরেই আগামী সপ্তাহান্তে ৩০০ জনের বেশি পূর্ণ এবং বিকল্প সদদ্যের একটি তালিকা প্রকাশ করা হবে। যারা এই নির্বাচনী প্রক্রিয়ায় অংশ নেবেন। এই নতুন কেন্দ্রীয় কমিটি ,পলিটব্যুরো এবং পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির লাইন আপ নিশ্চিত করার জন্য ২৩ সে অক্টোবর প্রথম পার্টির তরফে পূর্ণ সমাবেশ হবে।
চীনের কমিউনিস্ট পার্টি (সিপিসি) বিশ্বের বৃহত্তম দলগুলির মধ্যে একটি, ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পরেই এটি দ্বিতীয়।আর এই ২০ তম সিপিসি সম্মেলন বেইজিংয়ে ১৬ ই অক্টোবর থেকে ২২ শে অক্টোবর পর্যন্ত একটি সপ্তাহব্যাপী চলবে। ৯৬,০০০ ,মিলিয়ন সদস্যের পাশাপাশি ,এই সম্মেলনে পার্টির সদস্যদের প্রতিনিধিত্ব করার জন্য মোট ২,২৯৬ জন প্রতিনিধিকে বাছাই করা হয়েছে। সাংগঠনিক বিভাগের তত্ববধানে , গণতন্ত্রে ব্যবহৃত বিশেষ নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে নির্বাচন করা হবে। এবং যারা এই নির্বাচনে অংশ নেবেন তাদের প্রদেশ, রাষ্ট্রীয় মালিকানাধীন সংস্থা , কেন্দ্রীয় আর্থিক খাত এবং কেন্দ্রীয় কর্তৃপক্ষের প্রতিনিধিত্বকারী প্রায় ৩৮ টি নির্বাচনী ইউনিট থেকে নির্বাচিত করা হবে।
আরও পড়ুন তাইওয়ানে বহিরাগত হস্তক্ষেপ বরদাস্ত নয়- সিসিপিতে কড়া বার্তা শি জিনপিংয়ের