বিমান সফর করলেন করোনা পজিটিভ দুই বিমান যাত্রী। কলকাতা বিমানবন্দর সূত্রের খবর, ওই যুবকদের শরীরে সংক্রমণের কোনও লক্ষণ ছিল না। কলকাতা বিমানবন্দরেও তাঁদের তাপমাত্রা মেপে দেখা যায়, তা স্বাভাবিক। এদিকে তার জেরেই কোয়রান্টিনে যাচ্ছেন দুই পাইলট ও চার বিমানসেবিকা।
আরও পড়ুন, স্কুল ফি নিয়ে ফের বিক্ষোভ, হাইকোর্টের হুঁশিয়ারি দিলেন তারাতলার বিড়লা ভারতীর অভিভাবকরা
জানা গিয়েছে, চেন্নাইয়ের চিঙ্গলপুটের একটি সংস্থায় কর্মরত ছিলেন পূর্ব মেদিনীপুরের নয় বাসিন্দা। সংস্থার এক কর্মী করোনায় আক্রান্ত হওয়ায় পূর্ব মেদিনীপুরের দুই জন করোনা পরীক্ষা করিয়েছিলেন। ১৩ জুন তাঁদের রিপোর্ট পজ়িটিভ আসে। তারপরেই আক্রান্ত ওই দুই জন-সহ নয় জন ১৪ জুন রাতে চেন্নাই থেকে বিমানে কলকাতা পৌঁছন। গাড়িতে করে তাঁরা চলে যান পাঁশকুড়ার বড়মা করোনা হাসপাতালে। ওই বেসরকারি বিমান সংস্থা সূত্রের খবর, সংক্রমিতদের সংস্পর্শে আসা চার বিমানসেবিকা ও দুই পাইলটকে কোয়রান্টিনে পাঠানো হচ্ছে। আক্রান্তদের বসার সারি, সামনের ও পিছনের তিনটি করে সারির মোট ৪২ জন যাত্রী সম্পর্কে তথ্য রাজ্য সরকারকে জানানো হয়েছে।
অপরদিকে, বড়মা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দুই আক্রান্তের অবস্থা এখন স্থিতিশীল। হাসপাতালের টেকনিক্যাল অফিসার দেবোপম হাজরা জানিয়েছেন, 'প্রথম পরীক্ষার দিন থেকে সাত দিন পরে ফের তাঁদের পরীক্ষা করা হবে।' পূর্ব মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক নিতাইচন্দ্র মণ্ডল বলেছেন, 'বাকি সাত জনকে চিহ্নিত করা গিয়েছে। সকলেই কোয়রান্টিন কেন্দ্রে রয়েছেন। তাঁদেরকেও পরীক্ষা করা হচ্ছে।'
আরও পড়ুন, মৌসুমি বায়ু আরও সক্রিয়, দুই বঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস
আরও পড়ুন, করোনা আক্রান্ত বেলুড়ের এক মহারাজ, মঠ খোলার দিন আপাতত অনিশ্চিত
করোনা আক্রান্ত হয়ে ফের মৃত্যু এক কলকাতা পুলিশকর্মীর, উদ্বিগ্ন লালবাজার
করোনায় সুরক্ষাবিধি নিয়ে বিক্ষোভের জের, বদলি ১৩ পুলিশকর্মীর
করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস
করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
পিটিএসে নতুন করে আক্রান্ত আরও ৮, করোনা মুক্ত হয়ে কাজে ফিরলেন ১০০ পুলিশ কর্মী
দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসি