করোনায় আক্রান্ত আলিপুর আদালতের ২ বিচারক, পরামর্শ নিতে হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি

  •  করোনায় আক্রান্ত হলেন আলিপুর আদালতের দুই বিচারক 
  •  বিষয়টি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে জানানো হয়েছে 
  • এমনিতে লকডাউনে নিম্ন আদালতের স্বাভাবিক কাজকর্ম হচ্ছে না 
  •  বিষয়টি হাইকোর্ট বিবেচনা করবে বলে মনে করছেন আইনজীবীরা 
     

Ritam Talukder | Published : Jun 6, 2020 7:30 AM IST

 করোনায় আক্রান্ত হলেন আলিপুর আদালতের দুই বিচারক।  বিষয়টি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে জানানো হয়েছে। এমনিতে লকডাউনে নিম্ন আদালতের স্বাভাবিক কাজকর্ম হচ্ছে না।  বিষয়টি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে জানানো হয়েছে। এই অবস্থায় নিম্ন আদালতের কাজ কী ভাবে চালানো হবে এ নিয়ে প্রধান বিচারপতির কাছে জানতে চেয়েছে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। 

আরও পড়ুন, বিমানবন্দর কর্তৃপক্ষের শীর্ষ কর্তার স্ত্রীর মৃত্যু, করোনা আক্রান্ত এবার সেখানের সাফাইকর্মী

 করোনায় আক্রান্ত হলেন আলিপুর আদালতের দুই বিচারক। ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মানসকুমার পাল বিষয়টি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে চিঠি দিয়ে ইতিমধ্য়েই জানিয়েছেন। এই অবস্থায় নিম্ন আদালতের কাজ কী ভাবে চালানো হবে, সেটাও প্রধান বিচারপতির কাছে জানতে চেয়েছে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। এমনিতে লকডাউনে নিম্ন আদালতের স্বাভাবিক কাজকর্ম হচ্ছে না। কীভাবে আবার কাজ শুরু করা যায়, এ নিয়ে আলোচনা চলছে। এই পরিস্থিতিতে বিচারকদের সংক্রমণের বিষয়টি হাইকোর্ট বিবেচনা করবে বলে মনে করছেন আইনজীবীরা। 

 আরও পড়ুন, পর্যাপ্ত কিট এলেই র‍্যানডম চলবে, আপাতত আক্রান্তের পাশের বাড়িতেও করোনা পরীক্ষা করবে পুরসভা


আদালত সূত্রের খবর, ওই ২ বিচারক আক্রান্ত হওয়ার পরে আইনজীবী ও কর্মীদের একাংশের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। আইনজীবীদের অনেকেেরই অনুমান, আদালতের স্বাভাবিক কাজকর্ম শুরুর আগে সুরক্ষাবিধি ও স্বাস্থ্য়বিধি নিয়ে বিষয়টি ভেবে দেখা প্রয়োজন।
 

 

 পিটিএসে নতুন করে আক্রান্ত আরও ৮, করোনা মুক্ত হয়ে কাজে ফিরলেন ১০০ পুলিশ কর্মী

বাংলাদেশ ফেরৎ ২ যাত্রী করোনা পজিটিভ, কোয়ারান্টিনের পর আক্রান্ত হওয়ায় চিন্তায় স্বাস্থ্য দফতর

 কলকাতা মেডিক্যালের ছাদের কার্নিশে বসে করোনা রোগী, সামলাতে গিয়ে নাজেহাল কর্তৃপক্ষ

করোনা মোকাবিলায় বড়সড় উদ্য়োগ, পরিষেবা বাড়াতে ৫০০ ডাক্তার-নার্স নিচ্ছে রাজ্য

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসিস্ট্যান্ট

Share this article
click me!