সংক্ষিপ্ত

  • রাজ্য়ে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা 
  • তাই এবার করোনা পরীক্ষায় নয়া উদ্যোগ পুরসভার 
  • আক্রান্তের পাশের বাড়িতেও  করোনা পরীক্ষা করবে পুরকর্মীরা 
  • বিশ্ব সংক্রমণের নিরিখে ভারত রয়েছে সপ্তম স্থানে 

লকডাউন শিথিল হওয়ায় বেড়ে রাস্তাঘাটে ভিড়। খুলে গিয়েছে অধিকাংশ অফিস। সবাইকেই প্রায় বেরোতে হচ্ছে। এমন অবস্থায় রাজ্য়ে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। তাই এবার করোনা পরীক্ষায় নয়া উদ্যোগ কলকাতা পুরসভার। আক্রান্তের আশপাশের বাড়িতেও সকলের করোনা পরীক্ষা করবে পুরকর্মীরা। 

আরও পড়ুন, করোনা-আমফানে পাড়ার পুজোয় বাজেটে ছাঁট, প্রবাসে বেশি ডাক সপরিবার উমার


কলকাতা পুরসভার তরফে জানানো হয়েছে, কিটের অভাবে র‍্যানডম পরীক্ষা এখনই করা হবে না। পর্যাপ্ত কিট এলেই র‍্যানডম পরীক্ষা বাড়বে। তথ্য সংগ্রহের জন্য় স্বেচ্ছাসেবকদের কাজে লাগানো হবে । তাঁরা স্বাস্থ্য সংক্রান্ত তথ্য দেবেন। করোনা পরিস্থিতি নিয়ে স্বেচ্ছাসেবকদের সঙ্গে সাপ্তাহিক বৈঠক হবে। রাজ্যজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।  বৃহস্পতিবার, স্বাস্থ্য ভবনের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পশ্চিমবঙ্গে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৬৮ জন।

আরও পড়ুন, বিশ্ব পরিবেশ দিবসে আমফানে বাংলার ক্ষতি মাপতে সফর কেন্দ্রীয় দলের, টুইটে কী বললেন মমতা


লকডাউনের দু মাস অতিক্রান্ত হওয়ার পরেও দেশজুড়ে করোনা আক্রান্তের সংখ্যা কমেনি। ক্রমশ বেড়েই চলেছে মৃত্যুর সংখ্যাও। স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৯,৮৫১ জন।   বর্তমানে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২ লক্ষ ২৬ হাজার ৭৭০ জনে। অপরদিকে এশিয়ার মধ্যে করোনা আক্রান্তের সংখ্যার হিসেবে শীর্ষস্থানে ভারত। বিশ্ব সংক্রমণের নিরিখে ভারত রয়েছে সপ্তম স্থানে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ২৭৩ জনের। এর জেরে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬,৩৪৮। এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ১ লক্ষ ৯ হাজার ৪৬১। 
 

 

 পিটিএসে নতুন করে আক্রান্ত আরও ৮, করোনা মুক্ত হয়ে কাজে ফিরলেন ১০০ পুলিশ কর্মী

বাংলাদেশ ফেরৎ ২ যাত্রী করোনা পজিটিভ, কোয়ারান্টিনের পর আক্রান্ত হওয়ায় চিন্তায় স্বাস্থ্য দফতর

 কলকাতা মেডিক্যালের ছাদের কার্নিশে বসে করোনা রোগী, সামলাতে গিয়ে নাজেহাল কর্তৃপক্ষ

করোনা মোকাবিলায় বড়সড় উদ্য়োগ, পরিষেবা বাড়াতে ৫০০ ডাক্তার-নার্স নিচ্ছে রাজ্য

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসিস্ট্যান্ট