করোনা রুখতে দেশ জুড়ে শুরু হতে চলেছে পঞ্চম পর্যায়ের লকডাউন। তবে এই দফায় লকডাউনে বেশকিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। ৭১ দিন বন্ধের পর সোমবার থেকে ফের চালু মেল- এক্সপ্রেস ট্রেন পরিষেবা। তবে এখনই লোকাল ট্রেন ও মেট্রো চালাতে সম্মতি নেই রাজ্যের।
আরও পড়ুন, আমফানে বিকল ধাপার চুল্লি, রবিবারে সারিয়ে দাহকাজ শুরুর আশ্বাস কলকাতা পুরসভার
তবে এখনই লোকাল ট্রেন চালানোয় সায় নেই কেন্দ্রের। লোকাল ট্রেন ও মেট্রো চালাতে সম্মতি নেই রাজ্যেরও। তবে দূরপাল্লার ট্রেনে চড়তে গেলে অবশ্যই মানতে হবে কেন্দ্রীয় গাইডলাইন। ৯০ মিনিট আগে স্টেশনে যেতে হবে যাত্রীদের। কনফার্ম টিকিট ছাড়া স্টেশনে প্রবেশ করা যাবে না। যাত্রীদের মাস্ক পরা বাধ্যতামূলক। তবে যাত্রীরা ট্রেনের প্যান্ট্রি কার থেকে খাবারের সুবিধা পাবেন।
আরও পড়ুন, রবিবার থেকেই বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি বাংলায়, প্রবল দুর্যোগের আশঙ্কা সপ্তাহ জুড়েই
স্টেশন ও ট্রেনের এন্ট্রি ও এক্সিট পয়েন্টে স্যানিটাইজার ব্যবহার করতে হবে। যে যাত্রীদের মধ্যে করোনা উপসর্গ নেই কেবল তাঁদের যাত্রা করতে দেওয়া হবে৷ সমস্ত যাত্রীদের স্ক্রিনিং করা হবে ৷ সমস্ত যাত্রীদের সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে৷ যাত্রা করার আগে যাত্রীদের আরোগ্য সেতু অ্যাপ ডাউনলোড করা বাধ্যতামূলক ৷
রাজ্য়ে করোনা আক্রান্তের সংখ্য়া ছাড়াল ৫০০০, একদিনে আক্রান্ত ৩১৭
করোনা মোকাবিলায় বড়সড় উদ্য়োগ, পরিষেবা বাড়াতে ৫০০ ডাক্তার-নার্স নিচ্ছে রাজ্য
করোনা আক্রান্ত বেলেঘাটা থানার আধিকারিক সহ পরিবারের ৬ সদস্য, আইডিতে এখন চিকিৎসধীন
কোভিড পজিটিভ হয়ে মৃত্য়ু প্রখ্যাত ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেবনের