এনআরএসে নার্স সহ করোনা আক্রান্ত ৮, মুহূর্তেই পাঠানো হল কোভিড হাসপাতালে

  • ফের করোনার থাবা এনআরএসে 
  •  ১ নার্স সহ ৮ জন করোনা পজিটিভ  
  • উল্লেখ্য, আগেও আক্রান্ত হয় এক প্রসূতি 
  •  বন্ধ করা হয়েছিল গাইনি ওয়ার্ড -লেবার রুম 

Ritam Talukder | Published : Jul 5, 2020 6:25 AM IST

ফের করোনার থাবা এনআরএসে। এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৮ জন। ওই করোনা আক্রান্তদের ইতিমধ্যেই কোভিড শহরের হাসপাতাল গুলিতে ভর্তি করা হয়েছে৷ উল্লেখ্য, এর আগেও এনআরএস হাসপাতালে করোনা আক্রান্ত এক প্রসূতি৷

আরও পড়ুুন, ক্য়ানিং স্ট্রিটের বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, দাউ দাউ করে জ্বলছে বিল্ডিং

Latest Videos


 সূত্রের খবর, এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ১ জন নার্স সহ ৮ জন করোনা পজিটিভ। আক্রান্তদেরকে সাগর দত্ত, এম আর বাঙ্গুর, বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয়েছে৷ প্রসঙ্গত এর আগেও এনআরএস হাসপাতালে করোনা আক্রান্ত এক প্রসূতি৷ তারপরই বন্ধ করে দেওয়া হয়েছিল এনআরএস হাসপাতালের গাইনি ওয়ার্ড ও লেবার রুম৷ আইসোলেশনে পাঠানো হয়েছিল ওই প্রসূতির সংস্পর্শে আসা অন্য রোগীদের৷ জানা গিয়েছিল, এনআরএস হাসপাতালের ওই প্রসূতিকে ১৩ এপ্রিল লেবার রুমে নিয়ে আসা হয়েছিল৷ সেখানেই সন্তান প্রসব করেন তিনি৷ তারপরই জানা যায় তিনি করোনা আক্রান্ত৷ তার নমুনা রিপোর্ট পজিটিভ আসে৷

আরও পড়ুন, রবিবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, ভাসতে চলেছে উত্তরবঙ্গ

অপরদিকে, এরপরই সদ্যোজাত ও প্রসূতিকে পাঠানো হয়েছিল এমআর বাঙ্গুর হাসপাতালে৷ বন্ধ করে দেওয়া হয়েছে এনআরএস হাসপাতালের গাইনি ওয়ার্ড ও লেবার রুম৷ জীবাণুমুক্ত করা হয়েছে ওই গাইনি ওয়ার্ড ও লেবার রুম৷ তবে অতীতে জেনারেল ওয়ার্ডে করোনা আক্রান্ত ঘটনায় অসংখ্য চিকিৎসক সহ স্বাস্থ্য় কর্মীকে পাঠানো হয়েছিল কোয়ারেন্টিনে। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার  আর সেই ভূল ফিরে আসেনি। দ্রুতই তাই আক্রান্তদের কোভিড হাসপাতালে পাঠানো হয়েছে।

 

 

  মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'

 করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু এক সেনা কর্তার, ফোর্ট উইলিয়ামের শোকের ছায়া

  অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের

 কলকাতায় একদিনে চিহ্নিত প্রায় ২০০ বাড়ি, কনটেইনমেন্ট জোন বৃদ্ধির কারণ বললেন মুখ্যসচিব

করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস

করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

Share this article
click me!

Latest Videos

Siliguri-র Bidhan Market-এ বিধ্বংসী আগুন! ছাইয়ে পরিণত হল একাধিক দোকান | Siliguri News Today
সে কে? যার নাম শুনতেই ক্ষমা চাইলেন মীনাক্ষী, দেখুন | Minakshi Mukherjee Speech Today | Flood
নার্সদের জুতোর বাড়ি! ঝাঁঝিয়ে উঠলেন কিঞ্জল, তুলকালাম সাগর দত্ত মেডিক্যাল | Sagar Dutta Medical
BJP LIVE: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য, কী অভিযোগ, দেখুন সরাসরি
Daily Horoscope Live: ২৮ সেপ্টেম্বর শুক্রবার সঙ্গীর সঙ্গে কোনও বিবাদ হতে পারে, দেখুন জ্যোতিষ কথা