করোনা আবহে রাজ্য়ের প্রাক্তন মুখ্য়মন্ত্রীর বাড়ির কাছে দেহ উদ্ধার, চাঞ্চল্য পাম এভিনিউতে

  • প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বাড়ির কাছে দেহ উদ্ধার
  •  সেটাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পাম এভিনিউ এলাকায়
  •  জানা গেছে বছর ৩৫-র ওই ব্যক্তি পুর সাভার সাফাই কর্মী 
  •   কী কারণে এই মৃত্যু বিস্তারিতভাবে খুঁটিয়ে দেখছে পুলিশ 

Ritam Talukder | Published : Jun 17, 2020 10:23 AM IST / Updated: Jun 17 2020, 03:56 PM IST


রাজ্য়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বাড়ির কাছে মৃতদেহ উদ্ধার। সেটাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পাম এভিনিউ এলাকায়। জানা গেছে বছর ৩৫-র ওই ব্যক্তি পুর সাভার সাফাই কর্মী। ঠিক কী কারণে এই মৃত্যু বিস্তারিতভাবে খুঁটিয়ে দেখছে পুলিশ।

আরও পড়ুন, সাগর দত্তকে কোভিড হাসপাতাল করায় বিক্ষোভ, পুলিশের ব্য়পক লাঠিচার্জ


সাতসকালে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য বাড়ির কাছে একটি মৃত্যুদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গেল পাম এভিনিউ এলাকায়। জানা গেছে ওই ব্যক্তি পুর সাভার সাফাই কর্মী।  বছর পয়ত্রিশের ওই মৃতি ব্য়ক্তির নাম লাল চাঁদ হেলা। ঘটনাস্থলে যায় করায়া থানার পুলিশ। কি কারণে মৃত্যু খুঁটিয়ে দেখছে পুলিশ। গত কাল রাত থেকে এই পাম এভিনিউ এলাকায় তাঁকে পড়ে দেখা যায়। কিন্তু কেউ তাকে লক্ষ্য করেনি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।

আরও পড়ুন, স্কুল ফি নিয়ে ফের বিক্ষোভ, হাইকোর্টের হুঁশিয়ারি দিলেন তারাতলার বিড়লা ভারতীর অভিভাবকরা


প্রসঙ্গত, করোনা আবহে এই মুহূর্তে পুর চিকিৎসকের মতে শহরে ৭০ শতাংশ মানুষেরই উপসর্গ বিহীন করোনা হচ্ছে। এদিকে আনলক ওয়ানের পর ব্য়পক চলাচল শুরু আন্তঃরাজ্য়েও। ইতিমধ্য়েই গত ২৪ ঘন্টায় সারাদেশে করোনায় আক্রান্তে মত্য়ুর সংখ্য়া ২০০০ ছাড়িয়েছে। এমন পরিস্থিতিতে পাম এভিনিউ এলাকায়  মৃত্যুদেহ উদ্ধার ঘিরে স্বভাবতই উদ্বেগ তৈরি হয়েছে। যদিও ঠিক কী কারণে এই মৃত্যু তা জানা যায়নি। বিস্তারিতভাবে খুঁটিয়ে দেখছে পুলিশ।
 

আরও পড়ুন, করোনা আক্রান্তদের বিমান-সফর, কোয়ারেন্টিনে ২ পাইলট সহ ৪ সেবিকা

 

আরও পড়ুন, করোনা আক্রান্ত বেলুড়ের এক মহারাজ, মঠ খোলার দিন আপাতত অনিশ্চিত

করোনা আক্রান্ত হয়ে ফের মৃত্যু এক কলকাতা পুলিশকর্মীর, উদ্বিগ্ন লালবাজার

করোনায় সুরক্ষাবিধি নিয়ে বিক্ষোভের জের, বদলি ১৩ পুলিশকর্মীর

করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস

করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

 পিটিএসে নতুন করে আক্রান্ত আরও ৮, করোনা মুক্ত হয়ে কাজে ফিরলেন ১০০ পুলিশ কর্মী

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসি

Share this article
click me!