চিকিৎসকের মৃত্য়ুতে ২৩ লক্ষ টাকার বিল, স্বাস্থ্য় ভবনে খবর যেতেই কমে গেল ৭ লক্ষ

  • করোনা চিকিৎসায়  ২৩ লক্ষ টাকার বিল দিল দমদমের এক নার্সিংহোম  
  • স্বাস্থ্য ভবনে খবর জানাতেই বিল কমে হয়ে যায় ১৬  লক্ষ টাকা 
  • কলকাতা মেডিক্য়ালে স্থানান্তরিত করার পর ওই চিকিৎসকের মৃত্যু হয়
  •  এদিকে বেসরকারি হাসপাতালের বিল দিতে গিয়ে পরিবার হল সর্বশান্ত 

Ritam Talukder | Published : Aug 2, 2020 11:22 AM IST


রাজ্য়ে বেসরকারি হাসপাতালের মোটা টাকার বিলের দৌরাত্ম বেড়েই চলেছে।  রোগীর কাছ থেকে নেওয়া যাবে না লাগাম ছাড়া বিল, বেসরকারি হাসপাতালগুলিকে সতর্ক করে ইতিমধ্য়েই অ্যাডভাইসরিজারি করেছে রাজ্য স্বাস্থ্য কমিশন। আর তার নাকের ডগায় করোনা চিকিৎসার জন্য  ২৩ লক্ষ টাকার বিল ধরিয়ে দিল দমদমের এক নার্সিংহোম। স্বাস্থ্য ভবনে কড়া নাড়তেই বিল কমে হল ১৬  লক্ষ টাকা। কিন্তু শেষ অবধি করোনা আক্রান্ত  ওই চিকিৎসককেও বাঁচানো গেল না। উপরন্তু পরিবার হল সর্বশান্ত। 

আরো পড়ুন, রোগীর কাছ থেকে নেওয়া যাবে না লাগাম ছাড়া বিল, বেসরকারি হাসপাতালকে সতর্ক করল কমিশন

সূত্রের খবর, করোনায় আক্রান্ত মৃত ওই চিকিৎসকের নাম  সীতাংশু শেখর পাঁজা। তিনি আগে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের স্ত্রীরোগ বিশেষজ্ঞ ছিলেন। বর্তমানে দমদমের একটি বেসরকারি হাসপাতালের সঙ্গেও যুক্ত ছিলেন তিনি। ২৬ জুন তাঁর শরীরে করোনার নানা উপসর্গ প্রকাশো পেতেই তিনি ভর্তি হন দমদমের ওই নার্সিংহোমে। কোভিড পরীক্ষার পর রিপোর্ট পজিটিভ আসে। আক্রান্ত হওয়ার পর সেখানেই তাঁর চিকিৎসা চলতে থাকে। বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, মাঝেমধ্যেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। তাই তাঁকে বারবার ভেন্টিলেশনে রাখা হয়। বাড়তে থাকে বিলের অঙ্কও। বিলের অঙ্ক বাড়তে বাড়তে সেটা নাকি গিয়ে দাড়ায় ২৩ লক্ষ টাকায়।

আরও পড়ুন, বঙ্গোপসাগরে নিম্নচাপের পূর্বাভাস, প্রবল বর্ষণে ভাসতে চলেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ


অপরদিকে, পরিবারের লোকজন ওই মোটা অঙ্কের বিল মেটাতে পারছিলেন না। করোনার চিকিৎসা করাতে গিয়ে প্রায় নিঃস্ব হয়ে যান তাঁরা। বাধ্য হয়ে স্বাস্থ্যদপ্তরকে গোটা বিষয়টি জানায় চিকিৎসকের পরিবার। নার্সিংহোমের বিল একধাক্কায় ১০ লক্ষ কমে ১৬ লক্ষ টাকায় দাড়ায়। তবে সেই টাকার পরিমাণও মুখের কথা নয়। সেই বিল মেটাতে গিয়ে  সর্বশান্ত হয় চিকিৎসকের পরিবার।  এরপর ওই চিকিৎসককে গত ২৪ জুলাই কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। শনিবারই চির ঘুমের দেশে পাড়ি দেন চিকিৎসক সীতাংশু শেখর পাঁজা।

 

 

 

ভুয়ো টেস্টের ফাঁদে পড়ে করোনায় মৃত্যু এক ব্য়াক্তির, গ্রেফতার প্রতারণা চক্রের ৩ জন

করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা

   পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে

  মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'

  অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের

Share this article
click me!