আচমকা এটিএমে গুলি, ঘোর কাটতেই নিজের রক্তাক্ত পা দেখলেন নিরাপত্তারক্ষী

Published : Jun 24, 2020, 04:07 PM IST
আচমকা এটিএমে গুলি, ঘোর কাটতেই নিজের রক্তাক্ত পা দেখলেন নিরাপত্তারক্ষী

সংক্ষিপ্ত

 নিজের বন্দুক থেকে গুলি বেরিয়ে আহত এটিএমের নিরাপত্তারক্ষী   এটিএমে টাকা ভরতে এসেই আচমকাই এই মর্মান্টিক ঘটনাটি ঘটে  রক্তাক্ত অবস্থায় কিছুক্ষন পড়ে থাকার পর,পুলিশ আসে ঘটনাস্থলে  এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে শহরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারে 

 নিজের বন্দুক থেকে গুলি বেরিয়ে আহত এটিএমের এক নিরাপত্তারক্ষী। এটিএমে টাকা ভরতে এসেই আচমকাই ঘটনাটি ঘটে। উত্তেজনা ছড়িয়ে পড়ে শহরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারে।  শেখ আলাউদ্দিন নামে বছর পঞ্চান্নর ঐ নিরাপত্তারক্ষীকে নিয়ে যাওয়া হয় একটি বেসরকারি হাসপাতালে। 

আরও পড়ুন, ফুলবাগান কাণ্ডে নয়া মোড়, খুনের আগে রিভলবার নিয়ে রীতিমত পড়াশোনা করেন অমিত

বুধবার দুপুরে এই ঘটনার জেরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে শহরের প্রাণকেন্দ্র সিটিসেন্টারে। বুধবার দুপুর একটা নাগাদ   বেঙ্গল সৃষ্টি কমপ্লেক্সে থাকা একটি বেসরকারী ব্যাঙ্কের এটিএমে টাকা ভরতে এসেছিল বেসরকারী এক এজেন্সী। আর সঙ্গে ছিল দুই বন্দুকধারী নিরাপত্তারক্ষী। আচমকাই শেখ আলাউদ্দিনের নিজের বন্দুক থেকে অসাবধানতাবশত গুলি ছিটকে গিয়ে তার পায়ে লাগে। রক্তাক্ত অবস্থায় কিছুক্ষন পড়ে থাকার পর তড়িঘড়ি পুলিশ আসে ঘটনাস্থলে। নিয়ে যাওয়া হয় গান্ধীমোড়ের কাছে বেসরকারী এক হাসপাতালে। গোটা ঘটনায় ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।  জানা গেছে,  শেখ আলাউদ্দিন নামে ঐ নিরাপত্তারক্ষীর বাড়ী পূর্ব বর্ধমানের আউশগ্রামে।

আরও পড়ুন, 'নেশাগ্রস্ত' অবস্থায় রেড রোডে ঘুরছেন অর্ধনগ্ন তরুণী, চরম অস্বস্তির মুখে কলকাতা পুলিশ

অপরদিকে, বাপ্পাদিত্য অধিকারী নামে এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, এই ঘটনা দেখার পর তারা পুলিশকে ফোন করেন। এরপর পুলিশ এসে শেখ আলাউদ্দিনকে হাসপাতাল পাঠানোর ব্যবস্থা করে। তবে ঠিক কী কারণে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। 


আরও পড়ুন, রেলের তরফে প্রস্তুতি তুঙ্গে, রাজ্যের সম্মতি পেলেই জুলাই থেকেই শুরু লোকাল ট্রেন

 

 

 কলকাতায় একদিনে চিহ্নিত প্রায় ২০০ বাড়ি, কনটেইনমেন্ট জোন বৃদ্ধির কারণ বললেন মুখ্যসচিব

 করোনা আক্রান্ত বেলুড়ের এক মহারাজ, মঠ খোলার দিন আপাতত অনিশ্চিত

করোনায় সুরক্ষাবিধি নিয়ে বিক্ষোভের জের, বদলি ১৩ পুলিশকর্মীর

করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস

করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসি

PREV
click me!

Recommended Stories

Gulshan Colony Fire: SIR আবহের মাঝে এবার গুলশন কলোনিতে আগুন, আতঙ্কে গোটা এলাকা
“এরা চক্রান্ত করে আমাকে খুন করিয়ে দিতে পারে”! মমতার দিকে নিশানা হুমায়ুন কবীরের?