২৭ মে থেকে রাস্তায় নামবে এবার অটো, সর্বোচ্চ যাত্রী ২, জানালেন মমতা

  •  রাজ্যে চালু হচ্ছে অটো পরিষেবা  
  •  ২৭ মে থেকে শুরু হবে এই পরিষেবা 
  •  প্রতিটি অটোয় দুই জন যাত্রী সর্বোচ্চ 
  • সোমবার নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী 
     

রাজ্য় ফিরতে শুরু করেছে চেনা ছন্দে।  সরকারি বাস, ট্যাক্সির পর এবার রাজ্যে চালু হচ্ছে অটো পরিষেবা৷ আগামী ২৭ মে থেকে রাজ্যে অটো পরিষেবা শুরু হবে সোমবার নবান্নে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷

আরও পড়ুন, শক্তি বাড়িয়ে বৃহৎ ঘূর্ণিঝড় পরিণত হয়েছে আমফান, অতি ভারী বৃষ্টির পূর্বাভাস কলকাতা সহ রাজ্য়ে
 
সোমবার নবান্নে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তবে প্রতিটি অটোয় দুই জনের বেশি যাত্রী নেওয়া যাবে না৷ তবে অটো পরিষেবা শুরুর আগে পুলিশের সঙ্গে বৈঠক করতে হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী৷ তিনি আরও জানিয়েছেন, রাজ্যের কন্টেইনমেন্ট জোনগুলিকে  তিন ভাগে ভাগ করা হচ্ছে৷ এ, বি এবং সি। তিনি আরও জানিয়েছেন, এই অরেঞ্জ, গ্রিন জোনের সঙ্গে বি এবং সি জোনেও অটো চলতে পারবে৷ এই জোনে বাসও চলতে পারবে৷

Latest Videos

আরও পড়ুন, টাকা চান অথচ হিসেব দেন না মুখ্য়মন্ত্রী, দিদিকে খোঁচা দিলীপের

অপরদিকে, এর আগে রাজ্য় সরকার ২০ জন যাত্রী নিয়ে বেসরকারি বাস চালানোর অনুমতি দিয়েছিল৷ কিন্তু কম যাত্রীর কারণ দেখিয়ে বেসরকারি বাস মালিকরা যে বাড়তি ভাড়া দাবি করেছে, তাতে রাজি হয়নি রাজ্য় সরকার৷ ফলে এখনও কলকাতায় বেসরকারি বাস বাস নামেনি৷ কলকাতায় অটোতে সাধারণত চারজন যাত্রী নেওয়া হয়৷ শহরতলিতে আরও বেশি যাত্রী তোলা হয়৷ সেক্ষেত্রে ভাড়া না বাড়িয়ে দুই জন যাত্রী নিয়ে অটো পরিষেবা শুরু নিয়েও সংশয় থাকছে৷

 

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসিস্ট্যান্ট

 রাজ্য়ে ২৪ ঘণ্টায় মৃত ৬, করোনায় আক্রান্ত বেড়ে ১০১

কোভিড হাসপাতালে স্বাভাবিক মৃত্য়ুতেও পরিবার চাইলে সৎকার করবে কলকাতা পৌরসভা, জানালেন ফিরহাদ

কোভিড পজিটিভ হয়ে মৃত্য়ু প্রখ্যাত ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেবনের

রোগী ফেলে পালাতে পারল না অ্যাম্বুল্যান্স, পিপিই পরা স্বাস্থ্য়কর্মীদেরকে তীব্র প্রতিবাদ নাকতলাবাসীর

Share this article
click me!

Latest Videos

'ইয়ে ডর মুঝে আচ্ছা লাগা' হিন্দুদের প্রতি সহানুভুতি, বাংলাদেশী জঙ্গিদের টার্গেট Suvendu Adhikari
Mamata Banerjee-র প্রশাসনকে বেলাগাম তুলোধোনা Agnimitra Paul-এর, দেখুন কী বললেন BJP নেত্রী
বাংলাদেশের হুমকি! হেসেই উড়িয়ে দিলেন প্রাক্তন বায়ুসেনা প্রধান অরূপ রাহা | Kolkata News |
Narendra Modi : বড়দিনের অনুষ্ঠানে মাতলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সকলকে জানালেন শুভেচ্ছা
২৬-এ Mamata Banerjee-কে বিদায়! মমতাকে প্রাক্তন মুখ্যমন্ত্রী বানানোর শপথ Suvendu Adhikari-র