Dilip Ghosh:'কমিউনিস্টরা কাউকে ওপরে উঠতে দেয়নি, বুদ্ধদেবকেও পদ্মশ্রী নিতে দিল না', বিস্ফোরক দিলীপ

' কমিউনিস্টরা কাউকে ওপরে উঠতে দেয়নি, বুদ্ধদেবকে পদ্মশ্রী নিতে দিল না', প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পদ্মসম্মান ফিরিয়ে দেওয়ার ইস্যুতে প্রতিক্রিয়া দিলেন এদিন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার নিউটাউনের ইকোপার্কে গিয়ে প্রাতঃভ্রমণ সেরে এদিন সাংবাদিকদের মুখোমুখী হয়ে একাধিক ইস্যুতে কথা বলেন দিলীপ ঘোষ।

 

' কমিউনিস্টরা কাউকে ওপরে উঠতে দেয়নি, বুদ্ধদেবকে পদ্মশ্রী নিতে দিল না', প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের পদ্মসম্মান ফিরিয়ে দেওয়ার ইস্যুতে প্রতিক্রিয়া দিলেন এদিন দিলীপ ঘোষ। বৃহস্পতিবার নিউটাউনের ইকোপার্কে (Newtown Ecopark) গিয়ে প্রাতঃভ্রমণ সেরে এদিন সাংবাদিকদের মুখোমুখী হয়ে একাধিক ইস্যুতে কথা বলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

' কমিউনিস্টরা কাউকে ওপরে উঠতে দেয়নি, জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে দেয়নি, বুদ্ধদেবকে পদ্মশ্রী নিতে দিল না'

Latest Videos

উল্লেখ্য, ভারতরত্ন ফিরিয়ে দিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্য়োতি বসু। আর এবার সেই পথেই এগিয়ে পদ্মসম্মান (Padma Awardas 2022) ফিরিয়ে দিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। এরপরেই এই বিষয় নিয়ে প্রতিক্রিয়া জানালেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। এদিন দিলীপ ঘোষ বলেছেন, ' কমিউনিস্টরা কাউকে ওপরে উঠতে দেয়নি। জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে দেয়নি। বুদ্ধদেবকে পদ্মশ্রী নিতে দিল না। উনি শুধু রাজনীতিবিদই নন, সাহিত্যিকও বটে। শুরুতেই দল বলে দিল, নেওয়া যাবে না। দলীয় অনুশাসন মেনে চলতেন। তাই উনি অস্বীকার করেছেন।'এরপর তিনি সোমনাথ চট্টোপাধ্যায়েরও প্রসঙ্গে টেনে দিলীপ ঘোষ। বলেন, 'সোমনাথবাবুও একই ঘটনার শিকার। তাঁকে দল থেকে বহিঃষ্কার করা হয়। সোমনাথ চট্টোপাধ্যায়েরর মৃত্যুর পর তাঁর মেয়ে দলের নেতাদের বাড়িতে ঢুকতে দেননি। এটা ভুলে যাবেন না।' পাশাপাশি   সন্ধ্যা মুখোপাধ্যায়  ইস্যু নিয়ে এদিন তিনি বলেন, 'ট্যাবলো নেই বলে অপমান নাকি পুরস্কার দেওয়া হল বলে অপমান। এরা আগে ঠিক করুন কোনটা মান আর কোনটা অপমান।' গুলাম নবি আজাদের প্রসঙ্গও তোলেন এদিন দিলীপ। তিনি বলেন, গুলাম নবি আজাদ সব দলের কাছে জনপ্রিয় । রাজনীতি করেন বলেই পুরস্কার দেওয়া যাবে না বলে প্রশ্ন তোলেন। প্রণব মুখোপাধ্যায় কেরিয়ারের শেষে রাষ্ট্রপতি হয়েছিলেন। তার আগে পর্যন্ত তিনি কংগ্রেসকেই সার্ভ করেছেন। তাকেও তো ভারত রত্ন দেওয়া হল। রাজনীতিকদেরও স্বীকৃতি দেওয়া উচিত। কিছু লোক অন্যের ভালো দেখতে পারেন না। আর মোদী বিরোধিতা করতে গিয়ে নিজের পায়ে কুড়ুল মারে।' 

আরও পড়ুন, 'জাতীয় পতাকার বদলে উঠল তৃণমূলের পতাকা, জাতীয় সঙ্গীতকেও অপমান', ভিডিও শেয়ার করে অভিযোগ শুভেন্দুর

'দিদিমণি ফিস ফ্রাই ডিপ্লোম্যাসি শুরু করেছিলেন, বাবুল ওই করে ফেঁসে গিয়েছে'

বুধবারই রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (BJP Leader Sukanta Majumder) বলেছেন, বুদ্ধদেব ভট্টাচার্যের সামাজিক ও প্রশাসনিক অবদানকে মাথায় রেখে কেন্দ্রীয় সরকার মনে করেছে পদ্মসম্মান দেওয়া উচিত। তাই দিয়েছে৷ প্রত্যাখ্যান তারাই করছেন, যারা এর মধ্যে রাজনীতি করছেন । এটা অনভিপ্রেত।  সুকান্ত আরও বলেছেন, প্রশাসনিক ও সামাজিক কাজের জন্য তাঁকে পদ্মভূষণ দেওয়া হচ্ছে। তাহলে মুখ্যমন্ত্রী যখন ছাঁদ দিয়ে জল পড়ার খোঁজ নেন, সেটাও কী সমর্থন। এটা সৌজন্য।  সংবিধান মেনে বুদ্ধবাবু, সুজনবাবু তাঁদের মতাদর্শে কাজ করছেন।  আমরা আমাদের মতাদর্শে করছি। এর উর্ধ্যে সরকার ও সৌজন্য।' তবে এত গেল পদ্ম সম্মান ইস্যু। এদিন শান্তনু ইস্যুতেও কথা বলেন দিলীপ ঘোষ। তিনি বলেন,'শান্তনুর পিকনিক । আমিও কাল পিকনিক করেছি। সবাই পিকনিক করছে। পিকনিকে সবাই একত্রিত হয় । তবে কি 'পিকনিক ডিপ্লোম্যাসি' বলে প্রশ্ন তোলেন দিলীপ। দিদিমণি ফিস ফ্রাই ডিপ্লোম্যাসি শুরু করেছিলেন। বাবুল ওই করে ফেঁসে গিয়েছিল। দুনিয়া পাল্টাচ্ছে। এই প্যাটার্ন ও পাল্টাচ্ছে। কাম টুগেদার । থিঙ্ক টুগেদার । '


'ভয়ের পরিবেশ কাটিয়ে মাস্ক পরে শিশুরা অবিলম্বে স্কুলে যাক'

অপরদিকে রাজ্যে ইতিমধ্যেই কোভিড সংক্রমণ অনেকটাই কমে এসেছে। তবে কোভিডের জেরে গত দুই বছর স্কুলই দেখতে পারেনি হাতেখড়ি দেওয়া ক্ষুদে থেকে কলেজ ছাত্রীরাও। এই ইস্যুতে এদিন দিলীপ ঘোষ বলেছেন,সব খুলেছে। ইমিডিয়েট স্কুল খোলা উচিত। বাচ্চারা বড়োদের সঙ্গে দিন কাটাচ্ছে। বিকাশ হচ্ছে না। পড়ার পরিবেশ থেকে শিশুরা বঞ্চিত হচ্ছে। ভ্যাকসিন হবে কিনা তা নিয়ে বলার জন্য বিজ্ঞানীরা আছেন। ১৮-এর নিচে ভ্যাকসিন চালু হয়েছে । কিন্তু ভয়ের পরিবেশ কাটিয়ে মাস্ক পরে শিশুরা অবিলম্বে স্কুলে যাক।' 

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'ভোট ব্যাঙ্কের জন্য Mamata রোহিঙ্গাদের হিন্দুদের জমি দিচ্ছে' বিস্ফোরক অভিযোগ Agnimitra-র
TMC ছেড়ে কেন BJP-তে শুভেন্দু! আজ নিজেই বলে দিলেন সব | Suvendu Adhikari | Bangla News
Bangladesh-এ হিন্দুনেতা চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার, মুক্তির দাবিতে Md Yunus-কে হুঁশিয়ারি শুভেন্দুর
'আমি বলছি, আমার নাম করে লিখে রাখুন' ঝাঁঝিয়ে উঠে যা বললেন শুভেন্দু | Suvendu Adhikari
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today