করোনা যুদ্ধের সামনের সারিতে দাঁড়িয়ে লড়ছেন কলকাতা সহ রাজের পুলিশ। নতুন করে কলকাতা পুলিশে ১০ জনের মধ্যে সংক্রমণের আশঙ্কা করা হচ্ছে। অপরদিকে শিবপুর ও বটানিক্যাল গার্ডেন থানার পরে করোনায় আক্রান্ত হলেন সাঁতরাগাছি থানার দুই পুলিশকর্মী। আক্রান্তদের সংস্পর্শে আসায় হাওড়া সিটি পুলিশের অনেক কর্মী ও আধিকারিককে কোয়রান্টিনে পাঠানো হয়েছে।
আরও পড়ুন, ট্রপিক্যালে আরও ২ জনের শরীরে মিলল করোনার জীবাণু, কোয়ারেন্টিনে ৪০ স্বাস্থ্যকর্মী
সূত্রের খবর, এখনও পর্যন্ত কলকাতা পুলিশে ৫০ জনেরও বেশি আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। গত ৭ তারিখ থেকে ৯ মে-এই তিন দিনের মধ্যে ৯ জন পুলিসকর্মী অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের মধ্যে বালিগঞ্জ থানার এসডিও, মানিকতলা থানার সাব ইন্সপেক্টর, ইস্টার্ন সাবার্বান ডিভিশনের ডিআরও, ময়দান থানার কনস্টেবল আর কয়েকজন হোমগার্ড, সিভিক ভলেন্টিয়ার রয়েছেন। এদিকে, জোড়াবাগান ট্রাফিক গার্ডও সংক্রামিত হওয়ার আশঙ্কা রয়েছে। জোড়াবাগান থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, কয়েকজন কনস্টেবলের মধ্যে উপসর্গ রয়েছে। এছাড়াও কলকাতা পুলিশের আরও অনেককেই হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।
আরও পড়ুন, প্রস্তুতি নিচ্ছে কলকাতা মেট্রো, স্বাস্থ্য় বিধি মেনেই পরিষেবা
অপরদিকে, পুলিশ সূত্রের খবর, বেশ কয়েক দিন ধরেই সর্দি,কাশি,জ্বরে ভুগছিলেন সাঁতরাগাছি থানার দুই পুলিশকর্মী। হাওড়া পুরসভার স্বাস্থ্যকর্মীদের তরফে তাঁদের লালারস সংগ্রহ করে পরীক্ষায় পাঠিনো হয়। এরপর দুই জনেরই করোনা রিপোর্ট পজ়িটিভ আসে। এরপর দুই পুলিশকর্মীকে হাওড়ার দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। যার দরুন ফের আতঙ্ক ছড়িয়েছে হাওড়া সিটি পুলিশে। ওই দুই পুলিশকর্মীর সংস্পর্শে কারা কারা এসেছিলেন, তা খতিয়ে দেখছেন পুলিশকর্তারা। উল্লেখ্য়, করোনা যুদ্ধে এখন পর্যন্ত সারাদেশে আক্রান্ত হয়েছেন অন্তত ৯১৪ জন পুলিশ।
আরও পড়ুন, মুগ-মুসুরের পরিবর্তে শুধু ছোলা-অড়হর ডাল পাঠানোর সিদ্ধান্ত, অভিযোগ জানালেন খাদ্যমন্ত্রী
কোভিড হাসপাতালে স্বাভাবিক মৃত্য়ুতেও পরিবার চাইলে সৎকার করবে কলকাতা পৌরসভা, জানালেন ফিরহাদ
করোনা আক্রান্ত প্রাণ হারালেন এবার রাজ্যের এক আইনজীবী, এদিকে আইসোলেশনে তাঁর স্ত্রী
কোভিড পজিটিভ হয়ে মৃত্য়ু প্রখ্যাত ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেবনের
বেহালা হাসপাতালের প্রসুতির শরীরে মিলল এবার করোনার জীবাণু, কেপিসি-র ৩ রোগীর রিপোর্টও পজিটিভ
রোগী ফেলে পালাতে পারল না অ্যাম্বুল্যান্স, পিপিই পরা স্বাস্থ্য়কর্মীদেরকে তীব্র প্রতিবাদ নাকতলাবাসীর