নিউটাউনের বৃদ্ধাশ্রমে এবার সংক্রমণ, কোভিডে আক্রান্তে বছর ৭০-র বৃদ্ধ

Published : Jul 23, 2020, 03:00 PM IST
নিউটাউনের বৃদ্ধাশ্রমে এবার সংক্রমণ, কোভিডে আক্রান্তে  বছর ৭০-র বৃদ্ধ

সংক্ষিপ্ত

   নিউটাউনের বৃদ্ধাআশ্রম 'স্নেহাদিত্য়'-তে করোনা রুখতে সতর্কতা জারি   সেখানের ৭০ বছর বয়সি একজন বৃদ্ধের করোনা উপসর্গ দেখা যায়  যদিও একই ঘরে থেকেও তাঁর স্ত্রী-র করোনা নেগেটেভ রিপোর্ট এসেছে স্থানীয় বাজারে গিয়েই আক্রান্ত হয়েছেন বলে অনুমান রক্ষণাবেক্ষণকারীর 

 নিউটাউনের বৃদ্ধাআশ্রম স্নেহাদিত্য়-তে করোনা সংক্রমণের পরপর সতর্কতা জারি করা হয়েছে। কেউ যাতে বাড়ির আত্মীয় বা বাইরের কারো সঙ্গে দেখা না করে , সংক্রমণ রুখতে তাই বারংবার সাবধান করে দেওয়া হয়েছে  'স্নেহাদিত্য়'-এর স্নেহের বাসিন্দাদেরকে। 

আরও পড়ুন, এনআরএসে চিকিৎসক, নার্স সহ আক্রান্ত ১৪২, কোথায় মিলবে এত বেড, উদ্বিগ্ন কর্তৃপক্ষ


জানা গিয়েছে, সেখানের ৭০ বছর বয়সি একজন বৃদ্ধের করোনা উপসর্গ দেখা যায়। জ্বর সহ শ্বাসকষ্ট দেখা দিতেই তাঁর নমুনা পরীক্ষা করা হয়। এরপর রিপোর্টে করোনা পজিটিভ আসে। এদিকে বৃদ্ধাবাসে তাঁর স্ত্রীও একই সঙ্গে থেকেছেন। তাঁর নমুনা পরীক্ষায় করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে। যদিও করোনা আক্রান্ত ওই বৃ্দ্ধের সংস্পর্শে এসেছেন যারা, তাঁদেরকে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন, করোনা-আমফান নিয়ে প্রশ্নে জর্জরিত দল, ২১-র গদিতে ফিরতে আজ তড়িঘড়ি বৈঠক মমতার

আবাসন ও পরিকাঠামো উন্নয়ন কর্পোরেশনের (হিডকো) আধিকারিক তথা বাড়ির রক্ষণাবেক্ষণকারী জানিয়েছেন, ' ৭০ বছর বয়েসের ওই বৃদ্ধ প্রায়শই স্থানীয় বাজারে যেতেন। সম্ভবত সেখান থেকেই সংক্রমিত হয়ছেন তিনি।যদিও এই মুহূর্তে তাঁর অবস্থা স্থিতিশীল।' প্রসঙ্গত নিউটাউন এলাকায় আগে থেকেই সংক্রমণের মাত্রা বাড়ায়, নতুন করে লকডাউন শুরুর আগে একাদিক বাজার এবং এলাকা লক করে দেওয়া হয়েছিল।  

 

 

করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা

   পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে

  মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'

  অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের

PREV
click me!

Recommended Stories

শনিবার রাতেই প্রবল বুকে ব্যথা! হাসপাতালে ভর্তি নচিকেতা চক্রবর্তী, কেমন আছেন গায়ক?
বিধানসভা ভোটের আগে বঙ্গে হিন্দু অস্ত্রে শান, ব্রিগেড ময়দানে শুরু লক্ষ কন্ঠে গীতাপাঠ