পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক-কলকাতা মেডিকেল, করোনা রুখতে প্রস্তুতি তুঙ্গে

  • দেশজুড়ে করোনা আক্রান্তদের চিকিৎসায় প্লাজমা থেরাপির ট্রায়াল শুরু 
  •  কলকাতাতেও করোনা আক্রান্তদের শরীরে প্লাজমা প্রয়োগ করা হয়েছে 
  •  পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক হতে চলেছে কলকাতা মেডিকেল 
  • ইতিমধ্য়েই  প্লাজমা থেরাপিতে আক্রান্তরা করোনা মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন 

Ritam Talukder | Published : Jul 6, 2020 12:20 PM IST


করোনা রুখতে পূর্ব ভারতের প্রথম সরকারি প্লাজমা ব্যাঙ্ক হতে চলেছে কলকাতা মেডিকেল।  এ বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হয়ে গিয়েছে স্বাস্থ্যভবনে। রবিবার কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালকে এই বিষয়ে চূড়ান্ত ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেওয়া হয়েছে।

আরও পড়ুন, 'সিরিয়ালের গল্পে বাড়াতে হবে কোভিড সচেতনতা', শিল্পীদের চিকিৎসা সহ একাধিক ঘোষণা মমতার

প্রসঙ্গত দেশজুড়ে করোনা আক্রান্তদের চিকিৎসায় প্লাজমা থেরাপির ট্রায়াল শুরু হয়ে গিয়েছে। দেশের মধ্যে প্রথম কলকাতাতেই ভেন্টিলেশন সাপোর্টে থাকা করোনা আক্রান্তদের শরীরে ট্রায়াল হিসেবে প্লাজমা প্রয়োগ করা হয়েছে। জুনর শেষ সপ্তাহে কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে 'ইনস্টিটিউট অফ হেমাটলজি অ্যান্ড ব্লাড ট্রান্সফিউশন' বিভাগে প্রথমে করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠা রোগীর শরীর থেকে প্লাজমা সংগ্রহ করা হয়। তারপর ৪ ব্যক্তির শরীর থেকে প্লাজমা সংগ্রহ করা হয়। এরা প্রত্যেকেই করোনা আক্রান্ত ছিলেন এবং সংক্রমণ থেকে সুস্থ হয়ে উঠে বাড়ি ফিরেছেন।

আরও পড়ুন, 'অসংলগ্ন কথা বলা'ও করোনার লক্ষণ, নতুন ৬ উপসর্গের কথা জানাল স্বাস্থ্য মন্ত্রক

অপরদিকে,   করোনার সংক্রমণ ক্রমাগত বৃদ্ধির ফলে উদ্বিগ্ন কেন্দ্র ও রাজ্য উভয়ই। রবিবারের রিপোর্ট অনুযায়ী রাজ্যে একদিনে আক্রান্ত হয়েছেন এখনও পর্যন্ত সর্বাধিক ৮৯৫ জন। আক্রান্তের নিরিখে বিশ্বে এখন তৃতীয় স্থানে রয়েছে ভারত। এই পরিস্থিতিতে প্লাজমা থেরাপিতে সাফল্য আনতে আগে থেকেই তার আগাম প্রস্তুতি নিয়ে রাখতে চাইছে স্বাস্থ্যভবন।

 

 

সব রেকর্ড ব্রেক, রাজ্য়ে একদিনে করোনা আক্রান্ত ৮৯৫

করোনায় আক্রান্ত বিধাননগরের ডিসি ট্রাফিক, উপসর্গ না থাকায় সপরিবার হোম কোয়ারেন্টাইনে

  মৃত্যুর পর ২ দিন বাড়ির ফ্রিজে করোনা দেহ, অভিযোগ 'সাহায্য মেলেনি স্বাস্থ্য দফতর-পুরসভার'

 করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু এক সেনা কর্তার, ফোর্ট উইলিয়ামের শোকের ছায়া

  অঙ্গপ্রত্যঙ্গ বিকলের পরও কোভিড জয়ী ৫৪-র দুধ ব্যবসায়ী, শহরকে দিলেন এক সমুদ্র আত্মবিশ্বাস

কোভিড রোগী ফেরালেই লাইসেন্স বাতিল, হাসপাতালগুলিকে হুঁশিয়ারি রাজ্য়ের

 কলকাতায় একদিনে চিহ্নিত প্রায় ২০০ বাড়ি, কনটেইনমেন্ট জোন বৃদ্ধির কারণ বললেন মুখ্যসচিব

Share this article
click me!