বঙ্গোপসাগরে সুনির্দিষ্ট নিম্নচাপ, ঘূর্ণীঝড় 'যশ'-র অবস্থান নিয়ে জরুরী বার্তা হাওয়া অফিসের

  • বাংলায়  প্রবল শক্তি নিয়ে আসছে ঘূর্ণীঝড় 'যশ'  
  • রবিবার সকালে গভীর নিম্নচাপই পরিণত হয়েছে 
  • ২৫ তারিখ দুই- মেদিনীপুর-২৪ পরগনায় বৃষ্টি হবে  
  • মৎসজীবিদের সমুদ্রে যেতে  নিষেধ করা হয়েছে'


  বঙ্গোপসাগরে সুনির্দিষ্ট হয়েছে নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা সঞ্জীব চট্টোপাধ্যায় জানিয়েছেন, ২২ তারিখ যেটি  পূর্ব মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে সেটি আজ সকালে গভীর নিম্নচাপই পরিণত হয়েছে । এখন অবস্থান বঙ্গোপসাগরের উপরে ৫৯০ কিমি দূরে রয়েছে। পারদীপ থেকে ও দীঘা থেকে ৬৭০ কিমি দূরে রয়েছে।  আগামীকাল সকালে এটি ঝড়ে পরিণত হবে। তারপর উত্তর পশ্চিমবঙ্গ দিকে এগিয়ে যাবে। ২৫ তারিখ এটি আরও শক্তি বাড়িয়ে উত্তর পশ্চিম দিকে এগিয়ে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গ বঙ্গের উপকূলে ঢুকবে।'

আরও দেখুন, আসছে সুপার সাইক্লোন 'যশ', পাম্পিং স্টেশন পরিদর্শনে নামল কলকাতা পুরসভা, দেখুন ছবি 

Latest Videos

 

 


তিনি আরও বলেছেন, 'পারদীপ ও সাগর দিয়ে ২৬ তারিখ সন্ধ্যে বেলায় পার করবে। এর ফলে ২৫ তারিখ দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনার, হাওড়া, হুগলিতে বৃষ্টি শুরু হবে। ২৬ তারিখ কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরঙ্গনাতে ভারী বৃষ্টি হবে। ২৭ তারিখ উত্তরবঙ্গে ভারী বৃষ্টি হবে। এছাড়াও পশ্চিমের জেলা গুলোতে ২৭ তারিখ ভারি বৃষ্টি হবে। ২৪ তারিখ বঙ্গোপসাগরে উপকূলে ৫০ থেকে ৬০ কিমি বেগে হাওয়া বইবে। ২৫ তারিখ আরও বাড়বে এবং ২৬ তারিখ এর গতি থাকবে ১১০ কিমি প্রতি ঘন্টা। যখন স্থলভাগে ঝড় ঢুকবে তখন গতি থাকবে ১৫০ কিমি প্রতি ঘন্টা। মৎসজীবিদের সমুদ্রে যেতে সম্পূর্ণভাবে নিষেধ করা হয়েছে।' 

আরও পড়ুন, ঘূর্ণীঝড় 'যশ' মোকাবিলায় লুধিয়ানা থেকে হাওড়ায় NDRF-র বিশেষ টিম, দেখুন ছবিতে-ছবিতে 

 

 

 ঘূর্ণীঝড়র ওই দিনগুলিতে কন্ট্রোলরুমে রাতভর নিজে থাকবেন মমতা। ১০৭০ এবং ০৩৩-২২১৪৩৫২৬ নম্বরে ফোন করে সেই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ করা যাবে। শনিবার বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট জেলাগুলির ডিএম এবং এসপি, কেন্দ্র ও রাজ্যের সমস্ত সিনিয়র অফিসারদের সঙ্গে ব্যাপক পর্যালোচনা করেছেন বলে আশ্বস্ত করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ।মমতা টুইটবার্তায় জানিয়েছেন, সমস্ত সরকারি কর্তাকে নিজেদের মধ্যে সমন্বয় সাধন করে ঘূর্ণিঝড় ও বন্যার আশ্রয়কেন্দ্রকে প্রস্তুত রাখা, অবিলম্বে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পরিচালনার জন্য এবং উপকূলীয় ও নদীর তীরবর্তী এলাকাগুলির মানুষদের নিরাপদ এলাকায় দ্রুত সরিয়ে নিয়ে যাওয়ার জন্য অগ্রিম পরিকল্পনা করার নির্দেশ দেওয়া হয়েছে। 

আরও পড়ুন, আজ বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি রাজ্যে, আসছে ঘূর্ণীঝড় 'যশ', কী বলছে মৌসম ভবন 

 

 


প্রসঙ্গত, সদ্য ঘূর্ণীঝড় তাউতে তাণ্ডবে তছনছ হয়ে গিয়েছে ভারতের পশ্চিম উপকূল। কেরালা, মহারাষ্ট্র, গুজরাটে ধ্বংসলীলা চালিয়েছে এই ভয়াবহ ঘূর্ণীঝড়।  আর তারই মাঝে এবার আমফানের বিভীষিকাময় স্মৃতি নিয়ে আসছে প্রবল শক্তিশালী ঝড় 'যশ'।  মৌসম ভবনের দেওয়া পূর্বভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গের উপকূলের দিকেই ধেয়ে আসছে ঘূর্ণীঝড় 'যশ'। ২৬ মে  ওড়িশা এবং পশ্চিমবঙ্গের উপকূলে সেই ঝড় আছড়ে পড়বে বলে জানা যাচ্ছে।  ঘূর্ণীঝড় 'যশ' এর শক্তিও হবে আমফানের মতোই।  


 

Share this article
click me!

Latest Videos

‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh
পুলিশের তৎপরতায় বানচাল ডাকাতির প্ল্যান! গ্রেফতার ২ অপরাধী, চাঞ্চল্য Birbhum-এ
'কুমিল্লা ছেড়ে চলে যা' কুমিল্লায় বৃদ্ধ মুক্তিযোদ্ধার গলায় জুতোর মালা! | Bangladesh News |
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News