মেলেনি মার্কিন মুলুকের উড়ান, কলকাতায় আটকে প্রবাসীরা

Published : Jun 05, 2020, 10:26 AM ISTUpdated : Jun 05, 2020, 10:38 AM IST
মেলেনি মার্কিন মুলুকের উড়ান, কলকাতায় আটকে প্রবাসীরা

সংক্ষিপ্ত

কেন্দ্রের 'বন্দে ভারত' প্রকল্পের মাধ্যমে আন্তর্জাতিক উড়ান চালু  কিন্তু কলকাতা থেকে আমেরিকায় কোনও বিমান এখনও যায়নি  যার জেরে শহরে এখানে আটকে আছেন মার্কিন মুলুকের অনেকেই  ৩০ জুনের মধ্যে মার্কিন মুলুকের পাঁচটি ও কানাডার ৭৫টি উড়ান যাবে   

লকডাউনের মাঝেই কেন্দ্রের 'বন্দে ভারত' প্রকল্পের মাধ্যমে আন্তর্জাতিক উড়ান চালু শহরে। কিন্তু কলকাতা থেকে আমেরিকায় কোনও বিমান এখনও যায়নি। যার জেরে শহরে এখানে আটকে আছেন মার্কিন মুলুকের অনেকেই। উল্লেখ্য়, তবে এবার ৯ থেকে ৩০ জুনের মধ্যে মার্কিন মুলুকের পাঁচটি ও কানাডার ৭৫টি উড়ান যাবে।

আরও পড়ুন, বঙ্গ থেকে বেশি দূরে নেই বর্ষা, শুক্রবার ঝড়-বৃষ্টির পূর্বাভাস শহরে


কেন্দ্রের নিয়ম অনুযায়ী, যে শহর থেকে উড়ান আমেরিকায় যাচ্ছে, শুধু সেই শহরে আটকে পড়া প্রবাসীরাই ফিরতে পারবেন। তবে কলকাতা থেকে এখনও পর্যন্ত সরাসরি উড়ান তো দূর, দিল্লি বা মুম্বই ঘুরেও আমেরিকার কোনও উড়ান দেওয়া হয়নি। বিমানমন্ত্রী হরদীপ সিংহ পুরী জানিয়েছেন, ৯ থেকে ৩০ জুনের মধ্যে মার্কিন মুলুকের পাঁচটি ও কানাডার দুটি শহরে মোট ৭৫টি উড়ান যাবে। তবে দেশের কোন কোন শহর থেকে উড়ান ছাড়বে,সে বিষয়ে এখনও কিছু জানানো হয়নি। 

আরও পড়ুন, শ্যামাপ্রসাদের নামেই কলকাতা বন্দর, 'সমস্যা নেই' জানালেন মমতা

অপরদিকে,  ওই উড়ান চালাচ্ছে এয়ার ইন্ডিয়া। এয়ার ইন্ডিয়া সংস্থা সূত্রে খবর, কলকাতায় আটকে পড়া প্রবাসী ভারতীয়েরা চাইলে এ বার দিল্লি ও মুম্বই থেকে আমেরিকার উড়ান ধরতে পারবেন। ফিরতে পারবেন নিজের বাড়িতে, আপনজনের কাছে।
 

আরও পড়ুন, মেকওভারেই মিটছে ঘরবন্দির জ্বালা, পিপিই কিট -মাস্ক পরে পার্লারে বিউটিশিয়ানরা

 

 করোনা আক্রান্ত কলকাতার বেসরকারি হাসপাতালের ৭ স্বাস্থ্য কর্মী , না জেনেই যাতায়াত বাসে

বাংলাদেশ ফেরৎ ২ যাত্রী করোনা পজিটিভ, কোয়ারান্টিনের পর আক্রান্ত হওয়ায় চিন্তায় স্বাস্থ্য দফতর

 কলকাতা মেডিক্যালের ছাদের কার্নিশে বসে করোনা রোগী, সামলাতে গিয়ে নাজেহাল কর্তৃপক্ষ

করোনা মোকাবিলায় বড়সড় উদ্য়োগ, পরিষেবা বাড়াতে ৫০০ ডাক্তার-নার্স নিচ্ছে রাজ্য

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসিস্ট্যান্ট

কোভিড পজিটিভ হয়ে মৃত্য়ু প্রখ্যাত ইতিহাসবিদ হরিশঙ্কর বাসুদেবনের

PREV
click me!

Recommended Stories

বিধায়ক হয়ে আয় একধাক্কায় দ্বিগুণেরও বেশি! জমি-ফ্ল্যাট-গাড়ি নিয়ে মোট কত সম্পত্তি হুমায়ুন কবীরের?
'গীতাপাঠ হয়েছে, এবার কোরান পাঠ করাব' ফের হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবীর