নিয়োগ দুর্নীতি নিয়ে এইবার সরব বুদ্ধিজীবী গোষ্ঠী, সোমবার রাজপথে বামপন্থীদের মিছিলের ডাক

Published : Jul 30, 2022, 11:08 PM IST
নিয়োগ দুর্নীতি নিয়ে এইবার সরব বুদ্ধিজীবী গোষ্ঠী, সোমবার রাজপথে বামপন্থীদের মিছিলের ডাক

সংক্ষিপ্ত

পশ্চিমবঙ্গের সরকারী নিয়োগ সংক্রান্ত দুর্নীতির বিরুদ্ধে দলমত নির্বিশেষে সোমবার কলকাতায় প্রতিবাদ মিছিলের ডাক দিলেন বামপন্থী বুদ্ধিজীবীরা। শনিবার সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন প্রবীণ শিক্ষাবিদ তথা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার, চিত্র পরিচালক অনীক দত্ত, অভিনেতা ও লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেকে।

পশ্চিমবঙ্গের সরকারী নিয়োগ সংক্রান্ত দুর্নীতির বিরুদ্ধে দলমত নির্বিশেষে সোমবার কলকাতার রাজপথে আন্দোলন প্রতিবাদ মিছিলের ডাক দিলেন বামপন্থী বুদ্ধিজীবীরা।

শনিবার বিকেলে কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনের আয়োজন করে বক্তব্য রাখলেন বিশিষ্ট আইনজীবি তথা রাজ্য সভার গুরুত্বপূর্ণ সদস্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য। শনিবার বিকেলে সেই সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন প্রবীণ শিক্ষাবিদ তথা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য পবিত্র সরকার, চিত্র পরিচালক অনীক দত্ত, অভিনেতা ও লেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় সহ আরো অনেকে।

বিশিষ্টজনেরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, আগস্ট মাসের প্রথম দিন, অর্থাৎ আসন্ন সপ্তাহের সোমবার দুপুর তিনটেয় পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত নিয়োগ দুর্নীতি, গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি, টেটে নিয়োগের দুর্নীতি ও কোটি কোটি কালো টাকা উদ্ধারের ঘটনায় দোষীদের গ্রেফতারের দাবিতে পথে নামছেন বামপন্থী বুদ্ধিজীবিরা। শনিবার প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে একথা জানান বিশিষ্ট আইনজীবি বিকাশ ভট্টাচার্য। ওই দিন ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে শুরু হওয়া মহামিছিলে দলমত নির্বিশেষে সমস্ত মানুষকে আসার আহ্বান জানান বিকাশ রঞ্জন। পশ্চিমবঙ্গে নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে ভারতের কেন্দ্রীয় সরকার ও পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের কাছে দ্রুত ব্যবস্থা নেবার আবেদন জানালেন বামপন্থী বিদ্যজনেরা। শিক্ষক নিয়োগে দুর্নীতির যে ভয়াবহ চিত্র উঠে এসেছে তা উদ্বেগজনক বলে লিখিত বিবৃতিতে জানান তাঁরা। বিবৃতিতে স্বাক্ষর করেন বিকাশ ভট্টাচার্য, শিক্ষাবিদ পবিত্র সরকার, অভিনেতা অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, কমলেশ্বর মুখোপাধ্যায়, বিমল চক্রবর্তী, বিশিষ্ট চিকিৎসক ডাঃ ফুয়াদ হালিম, নাটক তথা চলচ্চিত্র অভিনেতা সুপ্রিয় দত্ত, লোক সংগীতকার শুভেন্দু মাইতি, সঙ্গীত পরিচালক এবং চলচ্চিত্র সুরকার দেবজ্যোতি মিশ্র, নাট্যকার চন্দন সেন, শিক্ষাবিদ মালিনী ভট্টাচার্য, অভিনেতা বাদশা মৈত্র, চিত্রপরিচালক অনীক দত্ত, সংগীত পরিচালক কল্যাণ সেন বরাট, অধ্যাপক শুভঙ্কর চক্রবর্তী, অভিনেতা অসিত বসু, চিত্র পরিচালক অনিন্দিতা সর্বাধিকারী সহ আরো অনেকে।

আর্থিক তছরুপ কাণ্ডে পরিচালক ও অভিনেত্রী অপর্ণা সেন ব্যতীত অন্যান্য বুদ্ধিজীবীদের চুপ থাকার প্রশ্নে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট ব্যক্তিদের অন্যায়ের প্রতিবাদে নিশ্চুপ হয়ে যাওয়াকেই সমর্থন করেন। সভা চলাকালীন বিজেপির ‘দালাল’ প্রসঙ্গে যথেষ্ট ক্ষিপ্ত হয়ে যান বিশিষ্ট পরিচালক অনীক দত্ত। পাশাপাশি, সমাজের পরিচিত এই বুদ্ধিজীবীরা প্রত্যেকেই রাজ্যের দোষী নেতা ও মন্ত্রীদের অবিলম্বে গ্রেফতারের দাবিও জানান।

‘মুখ্যমন্ত্রী বলুন অন্যায় হয়েছে’, সাংবাদিক বৈঠকে শাসকদলকে কড়া ভাষায় আক্রমণ মহম্মদ সেলিমের
'পার্থ চ্যাটার্জী দোষী হলে, ব্রাত্য বসু নয় কেন?' মন্তব্য মহঃ সেলিম-এর
তৃণমূলের সবাই চোর, বামপন্থী সংগঠনের মিছিলে প্রকাশ্যে জোরালো স্লোগান

PREV
click me!

Recommended Stories

পথ সুরক্ষায় কলকাতা পুলিশের উদ্যোগ, 'সেফ ড্রাইভ সেভ লাইফ' ম্যারাথনের আয়োজন
ভোটের আগে দলবদল করছেন শীতল-হিরণ? প্রধানমন্ত্রীর সফরের মাঝেই অকপট দিলীপ ঘোষ