প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় শুরু প্রস্তুতি, রুটম্যাপ তৈরি করতে ৬ মে বৈঠক নবান্নে

রাজ্যে ঝড়, বৃষ্টি ও বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ৬ মে নবান্ন সভাঘরে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে সূত্রের খবর। বৈঠকে বেশ কয়েকটি গুরত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। 

তীব্র গরমে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। তার সঙ্গে আবার বেশ কিছু জেলায় চলছে তাপপ্রবাহও। এদিকে এই পরিস্থিতির মধ্যে সামান্য স্বস্তি দিতে কলকাতা-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে শুক্র ও শনিবার হালকা বৃষ্টির দেখা পাওয়া গিয়েছে। তবে গরম খুব বেশি কমেনি। তাতে সাময়িক স্বস্তি পেয়েছেন দক্ষিণবঙ্গবাসী। রবিবার ও সোমবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে প্রতি বছরই গ্রীষ্ম ও বর্ষার দিকে রাজ্যে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে। আর তার জেরে ব্যাপক ক্ষতির মুখোমুখি হতে হয় রাজ্যকে। সেই পরিস্থিতি মোকাবিলায় এবার আগাম প্রস্তুতি শুরু করল নবান্ন।  

রাজ্যে ঝড়, বৃষ্টি ও বন্যা পরিস্থিতি নিয়ে বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। ৬ মে নবান্ন সভাঘরে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে সূত্রের খবর। বৈঠকে বেশ কয়েকটি গুরত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হবে। বিশেষ করে বৃষ্টির আগাম পূর্বাভাস এবং ঝড়ের আশঙ্কায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা নিয়ে প্রস্তুতি, উদ্ধারকাজ, ত্রাণ বিতরণ-সহ পুনর্গঠনের কাজ কীভাবে করা হবে তার রূপরেখা স্থির করা হবে বৈঠকে। মুখ্যসচিবের সঙ্গে এই বৈঠকে উপস্থিত থাকবেন সব জেলার জেলাশাসক থেকে শুরু করে বিপর্যয় মোকাবিলা দফতর, এনডিআরএফ-সহ বিদ্যুৎ দফতরের উচ্চপদস্থ আধিকারিকরা। দুর্যোগের পরে কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হবে তা নিয়ে আলোচনা করা হবে এই বৈঠকে। 

Latest Videos

আরও পড়ুন- কয়েক ঘণ্টার মধ্যেই ঝেঁপে বৃষ্টি আসছে একাধিক জেলায়, দক্ষিণবঙ্গজুড়ে জারি বৃষ্টির পূর্বাভাস

আসলে এর আগেও রাজ্যে একের পর এক ঘূর্ণিঝড় আছড়ে পড়েছিল। তার মধ্যে অন্যতম হল আমফান ও ইয়াস। সেগুলি থেকে শিক্ষা নিয়েই এবার অতিরিক্ত সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করার পরিকল্পনা রয়েছে নবান্নর। তার জেরেই ঝড়বৃষ্টি থেকে বন্যা পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবে সব রকমের ব্যবস্থা গ্রহণ করতেই এই বৈঠক ডাকা হয়েছে। সেই কারণেই বৈঠকে উপস্থছিত থাকতে বলা হয়েছে জেলাশাসকদেরও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই বৈঠকে ডাকা হয়েছে। দুর্যোগ মোকাবিলায় অঞ্চল বা জেলায় কী কী করণীয়, তা নিয়ে রিপোর্ট পেশ করার নির্দেশও দেওয়া হয়েছে। সেগুলি নিয়েই আলোচনা হবে বৈঠকে। 

আরও পড়ুন- অবশেষে কালবৈশাখীর বারিধারায় সান্ধ্যরাতে স্বস্তি পেল কলকাতা ও শহরতলি, দাবদাহে মিলল আরামের স্পর্শ

দুর্যোগ মোকাবিলায় এবার থেকে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার জেলায় আগাম পূর্বভাস ও সতর্কতার প্রয়োজনে সোশ্যাল মিডিয়ার সাহায্য নেওয়া হচ্ছে বলে খবর। ফলে ঝড়, বৃষ্টি বা বন্যা পরিস্থিতি, সমুদ্র ও নদীতে বিভিন্ন সতর্কতা থাকলে তা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সরাসরি সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে। এর জন্য আলিপুরদুয়ার জেলা প্রশাসন সবরকম আগাম সতর্কতা অবলম্বন করে প্রাকৃতিক দুর্যোগ নিয়ে যাবতীয় প্রস্তুতি নিতে শুরু করেছে বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন- মমতার 'স্বপ্নের তৃতীয় ফ্রন্ট' নিয়ে মন্তব্য প্রশান্ত কিশোরের, আই-প্যাকেই আস্থা তৃণমূল সুপ্রিমোর

Share this article
click me!

Latest Videos

ফিরহাদকে কড়া ডোজ দিলেন শুভেন্দু | Suvendu Adhikari #shorts #shortsvideo #suvenduadhikari #shortsfeed
PM Modi Live : কুয়েতে Gulf Spic-এর ভারতীয় কর্মীদের সঙ্গে আড্ডা মোদীর, দেখুন সরাসরি
‘West Bengal-এ জঙ্গিদের সরকারের মুখোশ Mamata Banerjee’ Suvendu Adhikari-র ঝাঁঝালো তোপ মমতাকে
অনলাইনে পুজোর দেওয়ার নামে প্রতারণা! ঘাড় ধরে নিয়ে গেল পুলিশ | Hooghly News Today
কেন চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার করেছিল? আসল কারন ফাঁস করলেন Suvendu Adhikari, শুনলে চমকে উঠবেন