'পরের জন্মে প্রতিশোধ নেব', উমাকান্তের সুইসাইড নোট আজও মনে রেখেছেন কিছু বাগান সমর্থক

  • ১৯৭৫ সালের ২৯ সেপ্টেম্বর ছিল মযদানের কালোদিন
  • ইস্টবেঙ্গলের কাছে পাঁচ-শূন্য গোলে হেরেছিল মোহনবাগান
  • ক্লাবের বাইরে আগুন ধরিয়ে দেন উত্তেজিত বাগানসমর্থকরা
  • বাগান সমর্থক উমাকান্ত পালধি বিষ খেয়ে আত্মঘাতী হয়েছিলেন

খেলা আসে খেলা যায় আর তারই ফাঁকে ফিকে হয় সাউথ সিঁথির যুবক উমাকান্তের স্মৃতি১৯৭৫ সালের ২৯সেপ্টেম্বরপ্রিয় দল মোহনবাগান কিনা ইস্টবেঙ্গলের কাছে পাঁচ-শূন্য়ে হেরেছে! এ-ও কি মেনে নেওয়া যায়সেদিন ম্য়াচ শেষ হওয়ার বাইরে বেরিয়ে এসে অঝোরে কেঁদেছিলেন মোহনবাগান সমর্থক উমাকান্ত পালধিতারপর বাড়ি ফিরে কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছিলেনআর তারও পর, কালের সংক্ষিপ্ত নিয়মে বিস্মৃতির অতলে তলিয়ে গিয়েছিলেনআজ এই প্রজন্মের বাগান সমর্থকদের আশি শতাংশই শোনেননি উমাকান্তের নাম

 

Latest Videos

আজকে মিডিয়া অধ্য়ুষ্য়িত মধ্য়বিত্ত জীবনে উমাকান্তের মতো কেউ যদি প্রিয় দল হেরে যাওয়ায় বিষ থেয়ে মরতেন, তাহলে কত শত সহস্র লাইভ টেলিকাস্ট যে হত, উমাকান্তের বাড়ির সামনে ক-টা ওবি ভ্য়ান যে গিয়ে পড়ে রইত, তা আর বলার দরকার হয় নানিদেন পক্ষে দেখনদারির জন্য় হলেও ক্লাব কর্তারা মাঝেমধ্য়েই যেতেন সেই বাড়িতেহয়তো বা শিবপ্রসাদ-সৃজিতরা একটা আস্ত বায়োপিকই বানিয়ে ফেলতেন উমাকান্তের ওপরকিন্তু  সত্তর দশকের মাঝামাঝি সময়ে এমন মিডিয়া বিস্ফোরণ হয়নিউমাকান্তের ওপর বায়োপিক বানানোর কথা কল্পনাও করা যায়নি

 

তবু কোথাও কোনওভাবে স্মৃতি রয়ে যায় আমাদের যূথবব্ধ বেঁচেবর্তে থাকার মধ্য়ে দিয়ে  আজ থেকে ৪৫ বছর আগে, ১৯৭৫ সালে সাউথ সিঁথিতে নিজের বাড়িতে বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার আগে উমাকান্ত তাঁর সুইসাইড নোটে লিখে রেখেছিলেন, "পরের জন্মে আবার মোহনবাগান খেলোয়াড় হয়ে জন্মে প্রতিশোধ নিতে চাই এই হারের, লালহলুদের ডেরায় গিয়ে"

 

বাংলার ফুটবলের ইতিহাসে এমন বৃহত্তম জয় বা পাঁচ-শূন্য়ের ইতিহাস আর কখনও রচিত হয়নি ময়দানে আর কোনওদিন কোনও উমাকান্তকে এভাবে চোখের জলে আত্মঘাতী হতে হয়নি যদিও আজ আর কেউ খোঁজ রাখে না এই উমাকান্ত কে ছিলেন, কেমন আছেন তাঁর বাড়ির লোকজনতবু, ওই যে কিছু স্মৃতি রয়ে যায় তার জন্য়ই কেউ কেউ মনে রাখে  উমাকান্তকেতাই, কলকাতার ময়দানের এমন এক আত্মঘাতের ইতিহাসের রচনা করে যাওয়া মানুষটার স্মরণে এই প্রজাতন্ত্র দিবসের দিন কম্বল বিতরণ করলো 'তোমার আমার মোহনহাগান' নামে একটি হোয়াটসঅ্য়াপ গোষ্ঠীযার পৃষ্ঠপোষক অর্থোপেডিক ডা. সুমন্ত ঠাকুর বললেন, "দেখুন মোহনবাগান সমর্থক আমরা অনেকেইকিন্তু ক-জন আর মনে রেখেছি ওই মানুষটাকে আজকের বাগান সমর্থকদের প্রায় আশি শতাংশই জানেন না উমাকান্ত কে ছিলেনতাই আর কিছু পারি -না-পারি, বছরে অন্তত একটা দিন ওই মানুষটাকে তো স্মরণ করতে পারি" চালতাবাগান শ্রীরামকৃষ্ণ প্রেমবিহার প্রাঙ্গণে  ৫৫জন মানুষকে কম্বল দেওয়া হল  প্রায় ৪০ জন রোগীকে নিখরচয়া দেখা হল

 

তোমার আমার মোহনবাগানের তরুণ সদস্য়রা সামনের দিনে উমাকান্তকে স্মরণ করতে আরও কিছু কর্মসূচি নিয়েছেন।  সদস্য়দের মধ্য়ে রয়েছেন সুনন্দ ভৌমিক, সুকমোল দাস, অভিরূপ মল্লিক, সত্য়েন্দ বেরা, শুভদীপরাএঁরা চাইছেন খেলাটাকে যেন সমর্থকরা খেলা হিসেবেই নেনমাঠের লড়াই যেন মাঠেই থাকেহারজিতকে যাতে হারজিত হিসেবেই নিতে পারি আমরাকারণ, ১৯৭৫ সালের সেই দুঃস্মৃতি আজও তাড়া করে বেড়়ায় অনেক সমর্থককেসেদিন  খেলা শেষে মোহনবাগান মাঠের গাছে আগুন ধরিয়ে দেন সমর্থকরাকয়েকহাজার সমর্থক চোখের জল ফেলতে-ফেলতে মাঠ ছাড়়েন বেধড়ক লাঠিচার্জ করে পুলিশপ্রসূন বন্দ্য়োপাধ্য়ায় ও সুব্রত ভট্টাচার্যকে রীতিমতো ব্য়ারিকেড করে বের করে আনে পুলিশ

 

 

 

 

Share this article
click me!

Latest Videos

চমকে উঠবেন! কৃষ্ণনগর পক্সো আদালতের বড় সাজা ঘোষণা | Nadia Latest News
West Bengal-এ জঙ্গিযোগ নিয়ে Mamata Banerjee-কে চরম তুলোধোনা Agnimitra Paul-এর! দেখুন কী বললেন
জঙ্গি গ্রেফতারে কড়া বার্তা মিঠুনের | Mithun Chakraborty #shorts #mithunchakraborty #shortsvideo
শীতের রাতে যমুনার আতঙ্ক! একের পর এক জঙ্গল দাপিয়ে বেড়াচ্ছে বাঘিনী | Bandwan Tiger News
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari