ইজি নয় ই-পাস, যাত্রীর অভাবে ভুগছে কলকাতা মেট্রো

Published : Sep 16, 2020, 12:56 PM ISTUpdated : Sep 16, 2020, 01:00 PM IST
ইজি নয় ই-পাস, যাত্রীর অভাবে ভুগছে কলকাতা মেট্রো

সংক্ষিপ্ত

  শহরে ইতিমধ্য়েই ২ দিন পার করেছে কলকাতা মেট্রো    যাত্রী সুরক্ষা দিয়ে পরিষেবা চালাতে তৎপর কলকাতা মেট্রো   কিন্তু সমস্যা তৈরি করছে ই-পাস, অনেকেই ব্যবহার জানেন না  আবার অনেকেই বুকিং করে অপেক্ষার জন্য চলে যাচ্ছেন 

শহরে ইতিমধ্য়েই ২ দিন পার করেছে কলকাতা মেট্রো। এদিকে সেদিক থেকে দেখতে গেলে করোনাআবহে সবদিক থেকে যাত্রী সুরক্ষা দিয়ে পরিষেবা চালাতে তৎপর কলকাতা মেট্রো। কিন্তু সমস্যা তৈরি হচ্ছে ই-পাস নিয়ে।

 

 

আরও পড়ুন, কলকাতার কাছেই 'হাওয়া বদল'-র সেরা ঠিকানা, মনের মানুষের সঙ্গে কাটান অন্যতম মুহূর্ত

সূত্রের খবর, অনেকেক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকেই মেট্রোয় চলতে চাইলেও ই-পাস বুঝতে না পেরে ফিরে যাচ্ছেন। স্মার্ট ফোন থাকতেও সুবিধা নিতে পারছেন না। আবার  অনেক ই-পাস বুকিং করে মেট্রো আদৌ চড়ছেন না। কারণ অনেকটা সময় অপেক্ষা করার কথা ভাবতেই চলে যাচ্ছেন বাস ধরে বা অন্য কোনও উপায়ে। নির্দিষ্ট সময়ে বুক করেও তাঁরা মেট্রো চড়ছেন না। এতে মেট্রোয় যাত্রী সংখ্যা ভীষণ ভাবেই কমেছে। যা চিন্তা বাড়াচ্ছে মেট্রো রেল কর্তৃপক্ষের।

 

 

আরও পড়ুন, আজই বেরিয়ে পড়ুন, মন ভাল করে ফিরুন, রইল কলকাতার সেরা রেস্তোরার হদিশ

মেট্রো রেল সূত্রে খবর, দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর মেট্রোর যাত্রা শুরু দিন সোমবার ই-পাসের বুকিং হয় ৫০ হাজার। এদিকে ৫০ হাজার ই-পাস বুক হলেও মেট্রোয় যাত্রা করেছিলেন ২০ হাজার যাত্রী। আবার মঙ্গলবার বুকিং-এর পর দেখা গেল সংখ্য়া বেড়ে ৫২ হাজার। তবে যেই তিমিরে সেই তিমিরেই। মঙ্গলবারও বুকিং-এর চেয়ে অনেক কম সংখ্যায় সারাদিনে মোট ২৭,১০০ জন যাত্রী মেট্রো সফর করলেন। তবে এসবের থেকেও সঙ্কটে, ১০০ যাত্রী সংখ্যাও পেরোতে পারেনি ইস্ট-ওয়েস্ট মেট্রো। । সোমবার ৮৩ এবং মঙ্গলবার যাত্রী ওঠে ৯৯ জন।

আরও পড়ুন, আশায় আশায় ২ মাস পার, পুজোর আগে পরিবারকে প্রিয়জনের খোঁজ দিল কলকাতা মেডিক্য়ালের মর্গ  
 

        

 

চিকিৎসা সংক্রান্ত খরচ গোপন, কলকাতার ৬ হাসপাতালের বিরুদ্ধে মামলা স্বাস্থ্য কমিশনের

কোভিড আক্রান্তের ফ্ল্য়াটে ঝুলল তালা, বিপাকে পরিবার, রইল করোনা ক্রাইমের সাতকাহন

কোভিড রোগী ভর্তিতে ৫০ হাজার টাকার বেশি নেওয়া যাবে না, নয়া নির্দেশিকা জারি রাজ্যের

ভয় নেই করোনায়, মেডিক্য়ালের ৪ তলার কার্নিশে পা দোলাচ্ছে রোগী

ভুয়ো টেস্টের ফাঁদে পড়ে করোনায় মৃত্যু এক ব্য়াক্তির, গ্রেফতার প্রতারণা চক্রের ৩ জন

করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা

PREV
click me!

Recommended Stories

স্বামী প্রান্তিককে সঙ্গে নিয়ে 'ফুল' বদল রাজন্যার! ভোটের আগে কোথায় যাচ্ছেন তৃণমূলের বহিস্কৃত নেত্রী?
Today Live News: নেহরুর পথেই রাহুল গান্ধী! 'বন্দে মাতরম' আলোচনায় অংশ না নেওয়ায় তুলোধনা মোদীর