বাংলায় লোকাল ট্রেন চালুর প্রস্তুতি তুঙ্গে, করোনা রুখতে সর্বোচ্চ যাত্রী সংখ্য়া বাধল রেল

  •  করোনা রুখতে এবার থেকে ট্রেনের প্রতি কামরায় যাত্রী সংখ্য়া নির্দিষ্ট 
  • প্রতিটি স্টেশনে ঢোকা-বেরনোর পথ আলাদা করার পরিকল্পনা রেলের 
  •  যাত্রীদের থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষার ব্যবস্থা থাকবে 
  • প্ল্যাটফর্মে যাত্রী ও রেলকর্মী ছাড়া আর কারও ঢোকায় অনুমতি নেই  

Ritam Talukder | Published : Jun 18, 2020 12:31 PM IST


লোকাল ট্রেন নিয়ে এবার সবভাবেই প্রস্তুতি তুঙ্গে। স্টেশনগুলিতে ভিড় নিয়ন্ত্রণের ব্যাপারে একাধিক পদক্ষেপের ভাবনা রেলের। করোনা রুখতে এবার থেকে ট্রেনের প্রতি কামরায় যাত্রী সংখ্য়া নির্দিষ্ট। প্রতিটি স্টেশনে ঢোকা-বেরনোর পথ আলাদা করার পরিকল্পনা রেলের। যাত্রীদের থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষার ব্যবস্থা থাকবে। প্ল্যাটফর্মে যাত্রী ও রেলকর্মী ছাড়া আর কারও ঢোকায় অনুমতি নেই। 

আরও পড়ুন, আইএসসি-আইসিএসই পরীক্ষা দিতে লাগবে করোনা নেগেটিভ সার্টিফিকেট, জানাল শহরের নামজাদা স্কুল


ইতিমধ্যেই ওয়েস্টার্ন ও সেন্ট্রাল রেল লোকাল ট্রেন পরিষেবা চালু করেছে। রেলের এই দুটো জোন স্টেশন ওস্টেশন সংলগ্ন এলাকায় ভীড় সামাল দিতে যে সব পদক্ষেপ করেছে, এবার সেই পদক্ষেপগুলি করার ভাবনায় বাকি জোনগুলিও।তবে রাজ্যে লোকাল ট্রেন চালু করার আগে কলকাতা ও শহরতলির রেল স্টেশনগুলি ও স্টেশন সংলগ্ন এলাকায় বেশ কিছু পরিবর্তনের ভাবনা ভাবনায় রেলমন্ত্রক। কোনওভাবেই স্টেশনে যাত্রী ও রেলকর্মী ছাড়া আর কেউ না থাকতে পারেন সেই ব্যবস্থা নিশ্চিত করার ভাবনা রেলের।

আরও পড়ুন, সুশান্তের রেশ না কাটতেই ফের অঘটন, একই দিনে মানসিক অবসাদে শহরে আত্মঘাতী ৭


অপরদিকে,  প্রতিটি স্টেশনে ঢোকা ও বেরনোর পথ আলাদা করার পরিকল্পনা রেলের। স্টেশন ঢুকলেই যাত্রীদের থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা পরীক্ষার ব্যবস্থা থাকবে। তবে করোনা রুখতে এবার থেকে ইএমইউ ট্রেনের প্রতি কামরায় যাত্রী সংখ্য়াও বেঁধে দেওয়ার পরিকল্পনা নিয়েছে রেল।

 

 

 করোনা আক্রান্ত বেলুড়ের এক মহারাজ, মঠ খোলার দিন আপাতত অনিশ্চিত

করোনা আক্রান্ত হয়ে ফের মৃত্যু এক কলকাতা পুলিশকর্মীর, উদ্বিগ্ন লালবাজার

করোনায় সুরক্ষাবিধি নিয়ে বিক্ষোভের জের, বদলি ১৩ পুলিশকর্মীর

করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস

করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

 পিটিএসে নতুন করে আক্রান্ত আরও ৮, করোনা মুক্ত হয়ে কাজে ফিরলেন ১০০ পুলিশ কর্মী

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসি

Share this article
click me!