করোনা সঙ্কটে শহরের একাধিক সংস্থার কর্মীদের বেতনে কোপ, বৃহত্তর আন্দোলনে সামিল কর্মী-সংগঠন

  • করোনা সঙ্কটে, কর্মীদের বেতন থেকে বঞ্চিত না করার আবেদন জানিয়েছিল সরকার 
  • এদিকে সেই সরকারি আবেদনকে গ্রাহ্য় না করেই কর্মীদের মাইনেতে কোপ বসাল সংস্থারা 
  • বিগবাজার সহ আরও বহু সংস্থার অনেক কর্মীর অভিযোগ তারা কেউ মাইনে পাননি  
  • শেষ পর্যন্ত প্রতিবাদে নেমেছে তারা, সঙ্গ দিচ্ছে সিটু, 'রিটেল ওয়ার্কাস ফোরাম অফ ইন্ডিয়া' 

করোনা রুখতে দীর্ঘ লকডাউন চলছে। তারই সঙ্গে টলমল অর্থনীতি। তবু এমন সময়ে এমন সময়ে কর্মীদের বেতন থেকে বঞ্চিত না করার আবেদন জানিয়েছিল সরকার। এদিকে সেই সরকারি আবেদনকে গ্রাহ্য় না করেই কর্মীদের মাইনেতে কোপ বসাল সংস্থারা। বিগবাজার সহ আরও বহু সংস্থার অনেক কর্মীর অভিযোগ তারা কেউ এক মাস কেউ বা গত দু মাসের মাইনে পাননি। শেষ পর্যন্ত প্রতিবাদে নেমেছে তারা। তাঁদের সঙ্গ দিচ্ছে সিটু, 'রিটেল ওয়ার্কাস ফোরাম অফ ইন্ডিয়া'।

আরও পড়ুন, এসবিআই কলকাতার সদর দফতরের সমৃদ্ধি ভবনে আতঙ্ক, করোনা আক্রান্ত মুখ্য় আধিকারিক

Latest Videos


  বুধবার সোশ্যাল মিডিয়ায় বিগবাজারের কর্মীদের বেতন না মেলার খবর ছড়িয়ে পড়ে। এরপরেই শপিং মলের কর্মীদের সংগঠন  'রিটেল ওয়ার্কাস ফোরাম অফ ইন্ডিয়া'-এর পক্ষ থেকে কর্মীদের বেতন দাবি করে ফিউচার গ্রুপকে চিঠি লিখে পাঠানো হয়েছে। সংগঠনের পক্ষে থেকে জানানো হয়েছে দু দিনের মধ্যে বেতন না মিটিয়ে দিলে বৃহত্তর আন্দোলনের পথে যাওয়া হবে। একই কথা জানানো হয়েছে রাজ্যের শ্রম কমিশনারকেও। 'রিটেল ওয়ার্কাস ফোরাম অফ ইন্ডিয়া'-এর পক্ষে ইন্দ্রজিৎ ঘোষ জানিয়েছেন, 'শপারস স্টপ, ব্র্যান্ড ফ্যাক্টরি, প্যান্টালুন্স, বিগবাজার, স্পেন্সসরসের কর্মীদের কারও একমাস, কারও দুমাসের বেতন হয়নি। আমরা এঁদের বেতনের দাবীতে লড়াই চালিয়ে যাবো।বিভিন্ন সংস্থায় তা নিয়েও আমরা আন্দোলনে নামবো।' 

আরও পড়ুন, করোনা পজিটিভ এবার পার্ক স্ট্রিট থানার পুলিশ, কলকাতা পুলিশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৯

 

অপরদিকে, বিগ বাজারের ঘটনা নিয়ে হাওড়ার অভনী মলের এক বিগবাজার কর্মী জানাচ্ছেন , 'মাসের ৭ তারিখ হয়ে গেলেও এখনও কোনও কর্মীকে বেতন দেয়নি বিগবাজার। সাধারণত মাসের ৩১ তারিখ বা পরের মাসের ১ তারিখ বেতন দেয় বিগবাজার। এবার ৭ তারিখ হয়ে গেলেও বেতন দেওয়া হয়নি কর্তৃপক্ষকে জানালেও কোনও আশ্বাস দিচ্ছে না কেউ। বেতন না পেয়ে আমরা সমস্যায় পড়ে গিয়েছি।' অবশ্য ইতিমধ্যেই বিক্ষোভে সামিল হয়েছেন বিগ বাজারের বহু কর্মী। হাতে পোস্টার দিয়ে ফেসবুকে ছবি দিয়ে এবং ফেসবুক লাইভ করে বিক্ষোভে সামিল হয়েছেন তাঁরা।

 

রাজ্য়ে করোনা আক্রান্তের অর্ধেকের বেশি কলকাতার,৭০০ থেকে একদিনে ৭৫৪

করোনার থাবায় বন্ধ বাঘাযতীনের এক নার্সিংহোম, স্যানিটাইজেশনে বাঘাযতীন হাসপাতাল

শুধু কলকাতাতেই করোনা আক্রান্ত ৭০০, মহানগরকে ঘিরে ঘুম ছুটছে রাজ্য়বাসীর

করোনা উপসর্গ সহ মিজোরামের বাসিন্দার মৃত্য়ু হল কলকাতায়, ক্যানসারের জন্য় তিনি ছিলেন চিকিৎসাধীন

রাজ্যে করোনায় মৃত্যুর হারে দেশের শীর্ষে পশ্চিমবঙ্গ, বলছে কেন্দ্রের টিম

রোগী ফেলে পালাতে পারল না অ্যাম্বুল্যান্স, পিপিই পরা স্বাস্থ্য়কর্মীদেরকে তীব্র প্রতিবাদ নাকতলাবাসীর

 

 

Share this article
click me!

Latest Videos

দেবের সামনেই! ঘাটালে TMC-র শত্রু TMC! Dev ও শঙ্কর অনুগামীদের মধ্যে হাতাহাতি | Ghatal | Dev |
২৬ এর নির্বাচনে কী থাকবেন ফিরহাদ হাকিম? বাতলে দিলেন শমীক ভট্টাচার্য #shorts #shortsfeed #bjp #tmc
হাড়োয়ায় তৃণমূল জিততেই বিজেপি প্রার্থীর জমি তচনচ, ক্ষোভ উগরে যা বললেন Samik Bhattacharya
Sukhendu Sekhar কী বিজেপিতে যোগ দিচ্ছে? জল্পনা উস্কে যা বললেন Agnimitra Paul
তন্ত্রযোগ? নাকি বৌমা ও ছেলেকে শিক্ষা দিতেই...আটক দাদু, ঠাকুমা ও জেঠিমা | Hooghly News Today