করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ফলতার তৃণমূল বিধায়ক তমোনাশ ঘোষের। বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে তিনি ভর্তি ছিলেন। গত তিনদিন ধরে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। বুধবার সকালে ওই বেসরকারি হাসপাতালেই তাঁর মৃত্যু হয়েছে। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।
আরও পড়ুন, রেলের তরফে প্রস্তুতি তুঙ্গে, রাজ্যের সম্মতি পেলেই জুলাই থেকেই শুরু লোকাল ট্রেন
রাজ্যে এই প্রথম করোনা আক্রান্ত হয়ে কোনও বিধায়কের মৃত্যু হল। করোনা আক্রান্তে হয়ে ২৪ মে থেকে তমোনাশ ঘোষ ভর্তি ছিলেন হাসপাতালে৷ গত তিনদিন ধরে আশঙ্কাজনক অবস্থায় ছিলেন ওই বিধায়ক৷ বুধবার সকালে কার্ডিয়াক অ্যাটাক হয় তাঁর৷ মাল্টি অর্গান ফেলিওরের ফলে মৃত্যু হয় তাঁর৷ বর্ষীয়ান রাজনীতিকের মৃত্যুতে শোকস্তব্ধ বাংলা। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, 'তমোনাশের মৃত্যু আমার কাছে একটা দুঃসংবাদ। ওর সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয় ছিল। এবং দাদা-ভাইয়ের সম্পর্ক ছিল। আমি শুনেছিলাম ও করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে। কিন্তু করোনা বিধি-নিষেধ অনুযায়ী কোনও রোগীর সঙ্গে দেখা করা যায় না। তাই ইচ্ছা থাকলেও দেখা করতে পারিনি। এরপর আজ সকালে ওর মৃত্যু সংবাদ শুনে মনটা খারাপ হল।'
আরও পড়ুন, 'নেশাগ্রস্ত' অবস্থায় রেড রোডে ঘুরছেন অর্ধনগ্ন তরুণী, চরম অস্বস্তির মুখে কলকাতা পুলিশ
তমোনাশ ঘোষ সম্পর্কে সোমেন মিত্র আরও বলেন,'তমোনাশকে আমি চিনি, জানি। ও একজন কর্মঠ-নিষ্ঠাবান রাজনৈতিক কর্মী ছিল। ও আগে কংগ্রেস করত। সেখান থেকে তৃণমূলে গিয়েছে। কিন্তু যে দলেই থাকুক না কেন, ও নিজের দক্ষতা-যোগ্যতা প্রমাণ করেছে।' শোকজ্ঞাপন করে প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, 'ওর মৃত্যুর বয়স হয়নি। ওর মৃত্যুতে দলের তো ক্ষতি হলই। ওর পরিবারেরও ক্ষতি হল। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, তমোনাশের পরিবার এই শোকের দিনগুলি যেন ঈশ্বরের আশীর্বাদ নিয়ে কাটিয়ে উঠতে পারে। তমোনাশ যেখানেই থাকুক, শান্তিতে থাকুক। ভালো থাকুক।'
আরও পড়ুন, বর্ষায় বাড়ছে ডেঙ্গুর আশঙ্কা, সংক্রমণ রুখতে লিফলেটে প্রচার-জোরকদমে কাজ শুরু বিধাননগরে
কলকাতায় একদিনে চিহ্নিত প্রায় ২০০ বাড়ি, কনটেইনমেন্ট জোন বৃদ্ধির কারণ বললেন মুখ্যসচিব
করোনা আক্রান্ত বেলুড়ের এক মহারাজ, মঠ খোলার দিন আপাতত অনিশ্চিত
করোনায় সুরক্ষাবিধি নিয়ে বিক্ষোভের জের, বদলি ১৩ পুলিশকর্মীর
করোনা আক্রান্ত নিজাম প্যালেসের এক সিবিআই আধিকারিক, স্যানিটাইজ করা হল পুরো অফিস
করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ
দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসি