মঙ্গলবার থেকেই ৭৫ শতাংশ যাত্রী নিয়ে চলবে লোকাল ট্রেন-মেট্রো, বড় ঘোষণা রাজ্য সরকারের

ট্রেন ও মেট্রো যাত্রীদের জন্য সুখবর ঘোষণা রাজ্য সরকারের। নবান্নের তরফে জানানো হয়েছে, এবার থেকে আরও বেশি সংখ্যক যাত্রী নিয়ে চলাচল করবে লোকাল ট্রেন এবং কলকাতা মেট্রো। 

ট্রেন ও মেট্রো যাত্রীদের জন্য সুখবর ঘোষণা রাজ্য সরকারের। নবান্নের তরফে জানানো হয়েছে, এবার থেকে আরও বেশি সংখ্যক যাত্রী নিয়ে চলাচল করবে লোকাল ট্রেন এবং কলকাতা মেট্রো ( Local trains and Kolkata Metro ) । এবার থেকে ৭৫ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করবে লোকাল ট্রেন এবং মেট্রো। সোমবার এমনটাই বড় ঘোষণা করল রাজ্য সরকার(West Bengal Government)। 

নবান্নের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার পয়লা ফেব্রুয়ারি থেকে ৭৫ শতাংশ যাত্রী নিয়ে চলাচল করবে লোকাল ট্রেন এবং কলকাতা মেট্রো। স্বাভাবিকভাবেই এই ঘোষণা স্বস্তি ফেরাবে সাধারণ মানুষকে। মূলত, একুশের বর্ষশেষ থেকেই আচমকাই কোভিড সংক্রমণ বেড়ে যায়। এবং নতুন বছরে বাধ্য হয়ে কড়া বিধি নিষেধ জারি করা হয়। এদিকে কোভিডের কামড় থেকে বাদ যায় না রেলও। বহু স্টাফ কোভিডের শিকার হয়। যার জেরে কড়া বিধি নিষেধ লোকল ট্রেন এবং মেট্রোর ওপর গিয়েও পড়ে। যেহেতু রাজ্যের সংখ্যা গরিষ্ঠ সাধারণ মানুষ ট্রেনেই বেশি সফর করে , তাই সংক্রমণ বাড়ার আশঙ্কাও বেড়ে যায়। তাই  এরপরেই ট্রেন পরিষেবার পুরোপুরি বন্ধ না করে ৫০ শতাংশ যাত্রী নিয়ে রাত ১০ টা অবধি লোকাল ট্রেন পরিষেবা চালু রাখার নির্দেশ দেয় রাজ্য সরকার। এদিকে দিন আনা দিন খাওয়া মানুষগুলির পরিবহণের অন্যতম মাধ্যমই লোকাল ট্রেন। পাশাপাশি শহর কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চল মেট্রোর উপর নির্ভরশীল। এদিকে কড়া বিধি নিষেধ এবং কনটেইনমেন্ট জোনের জেরে ধীরে ধীরে কোভিড সংক্রমণও কমে এসেছে। আর তারপরেই এই বড় ঘোষণা করল রাজ্য সরকার।

Latest Videos

আরও পড়ুন, মমতা 'ব্লক' করার পরই পরপর দুটি টুইট রাজ্যপালের, ট্যাগ করেননি কাউকেই

সোমবার নবান্নে সাংবাদিক সম্মেলন করে  আবারও বিধি নিষেধে (WB New Restrictions) কিছুটা ছাড় দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণীর জন্য খুলছে স্কুল। পঞ্চম থেকে সপ্তম শ্রেণির জন্য পাড়ায় শিক্ষালয়। এবার থেকে রাত ১১ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত চলবে নাইট কার্ফু। এমনটাই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়। তবে আগেই বিউটি পার্লার, স্পা সেন্টার, সেলুন, শপিংমল খোলার অনুমতি দিয়েছে রাজ্য সরকার। যদিও প্রত্য়েকটাই শর্ত মেনে খোলা কথা বলা হয়েছে। তবে কোভিড সংক্রমণ ধীরে ধীরে আরও কমে যাওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে। পরিবহণ ব্যবস্থাও আরও সহজ হবে বলে অনুমান বিশেষজ্ঞদের।

Share this article
click me!

Latest Videos

'উল্টো ধুয়ে সোজা করব' রুদ্রমূর্তিতে শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari
‘কী সাহস! বলছে রাম মন্দির ভাঙবে!’ মহারাষ্ট্রের মাটিতে বিস্ফোরক শুভেন্দু! | Suvendu Adhikari News
বিয়ের মঞ্চে নববধূর এমন কাণ্ডে হতবাক সকলে! ছুটে গেলেন বিজেপির শমীক | BJP West Bengal
‘তৃণমূলের সবকটাই হাঙর’ দিলীপের চরম কটাক্ষ তৃণমূলকে | Dilip Ghosh News Today
মুম্বাই সফরে শুভেন্দু অধিকারী! পুজো করলেন সিদ্ধি বিনায়ক মন্দিরে, দেখুন সেই ভিডিও | Suvendu Adhikari