সপ্তাহান্তে কলকাতা-সহ রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা, পাহাড়ি এলাকায় সতর্কতা জারি

 
  
 

  •  উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় শুক্রবার ভারী বৃষ্টির সতর্কতা 
  •  বাড়তে পারে উত্তরবঙ্গের নদীর জলস্তর, তবে বন্যার আশঙ্কা নেই  
  •  দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি 
  • শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস 

 কলকাতার আকাশ সারাদিনই মেঘলা ছিল। হাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। আগামী সপ্তাহে বাড়তে পারে উত্তরবঙ্গের নদীর জলস্তর। তবে আপাতত বন্যার আশঙ্কাও নেই। দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।  এই মুহূর্তে সন্ধে ৬ টা ১০ মিনিটে শহরের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস।  

আরও পড়ুন, অগ্নিমূল্য এবার ডিম, বাজারে আলুর দাম বেঁধে দিল নবান্ন

Latest Videos

শনিবার মৌসুমী অক্ষরেখা উত্তর দিকে সরবে। উত্তরপূর্ব ভারতের রাজ্যগুলি সহ উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে। এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে রাজস্থান মধ্যপ্রদেশ ছত্তিশগড় ও বঙ্গোপসাগরের উপর। মৌসুমী অক্ষরেখা জয়পুর থেকে ডালটনগঞ্জ, শান্তিনিকেতন হয়ে বাংলাদেশ ও আসামের ওপর দিয়ে মনিপুর পর্যন্ত বিস্তৃত। দার্জিলিং, কালিম্পং সহ উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় শুক্রবার ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের বাকি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আগামীকাল বৃষ্টির পরিমাণ বাড়বে উত্তরবঙ্গে। রবিবার দার্জিলিং ,কালিম্পং এ অতি ভারী বৃষ্টির সর্তকতা। ভারী বৃষ্টি হবে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও। 

উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত। রবিবার বৃষ্টি বাড়ার আশঙ্কা। রাজ্য জুড়ে বৃষ্টি রবি ও সোমবার। আসাম মেঘালয় সহ উত্তর-পূর্ব ভারতে ভারী বৃষ্টির প্রভাব। আগামী সপ্তাহে বাড়তে পারে উত্তরবঙ্গের নদীর জলস্তর। দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। রবিবার থেকে বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রবিবার ও সোমবার। 

আরও পড়ুন, কোভিড আক্রান্তের ফ্ল্য়াটে ঝুলল তালা, বিপাকে পরিবার, রইল করোনা ক্রাইমের সাতকাহন


 হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের ২ ডিগ্রি উপরে।  সর্বনিম্ন তাপমাত্রা  ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস।  আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ- সর্বাধিক  ৯৬ শতাংশ এবং ন্যুনতম ৬০ শতাংশ।বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩০.৭ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের ২ ডিগ্রি নীচে।  সর্বনিম্ন তাপমাত্রা  ২৬.১ ডিগ্রি সেলসিয়াস।  আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ- সর্বাধিক  ৯৭ শতাংশ এবং ন্যুনতম ৭৯ শতাংশ। শুক্রবার কলকাতায় আংশিক মেঘলা আকাশ , রয়েছে বৃষ্টির পূর্বাভাস। তবে বাতাসে জলীয় বাষ্প থাকায় আদ্রতা জনিত অস্বস্তি ছিল সারাদিন। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ১.৭ মিমি।

        

 

কোভিড রোগী ভর্তিতে ৫০ হাজার টাকার বেশি নেওয়া যাবে না, নয়া নির্দেশিকা জারি রাজ্যের

ভয় নেই করোনায়, মেডিক্য়ালের ৪ তলার কার্নিশে পা দোলাচ্ছে রোগী

ভুয়ো টেস্টের ফাঁদে পড়ে করোনায় মৃত্যু এক ব্য়াক্তির, গ্রেফতার প্রতারণা চক্রের ৩ জন

করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা

Share this article
click me!

Latest Videos

ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
'চুরি হবে অথচ তৃণমূলের নাম আসবে না তা হয় কখনও!' ট্যাব দুর্নীতিতে মমতাকে ধুয়ে দিলেন সুকান্ত!
Suvendu Adhikari: 'তৃণমূল বাচ্চাদের ট্যাবও খেয়ে ফেলছে' চরম কটাক্ষ শুভেন্দু অধিকারীর
'ট্যাব কেলেঙ্কারিতে মমতা ও আইপ্যাক যুক্ত' বিস্ফোরক দাবি শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
হতবাক সবাই! হাওড়া স্টেশন থেকে এ কী উদ্ধার হলো, দেখুন | Howrah News Today