রবিবার ফের চড়ল পারদ, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

 

  • রবিবার নতুন করে নিম্নচাপে পরিস্থিতি বদলাতে পারে 
  • কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত 
  • উত্তরবঙ্গে ৫ জেলায় রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির আশঙ্কা 
  • রবিবার সর্বোচ্চ তাপমাত্রা  ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস 

Ritam Talukder | Published : Sep 13, 2020 3:04 AM IST

রবিবার শহর ও শহরতলি আকাশ রবিবার সারাদিনই মেঘলা থাকবে। রাজ্য়ে ইতিমধ্যেই একাধিক জায়গায় বৃষ্টির পরিমাণ বেড়েছে। দিনভর কমবেশি কোথাও যাচ্ছে না বাদ। জল জমার আশঙ্কায় রয়েছে দক্ষিণ কলকাতা সহ উত্তর-দক্ষিণ দুই বঙ্গেরই বাসিন্দারা। এবং রবিবারই নিম্নচাপ সক্রিয় হতে পারে বলে সম্ভবনার কথা জানোন হয়েছিল।  বৃষ্টি নিয়ে এইমুহূর্তে কী বলছে হাওয়া অফিস, এবার জেনে নেওয়া যাক।

 

আরও পড়ুন, পাক গোয়েন্দাদের নির্দেশ, ফেসবুকে অ্যাকাউন্ট খুলে জওয়ানদের সঙ্গে বন্ধুত্ব পাতাতো জঙ্গি মেয়ে


আবহাওয়া সূত্রে খবর,  বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হতে পারে নিম্নচাপ। রবিবার থেকেই পরিস্থিতি বদলাবে। অন্ধ্রপ্রদেশের উপকূল বরাবর এই নিম্নচাপ তৈরি হবে অনুমান আবহবিদদের।এই মুহূর্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর রয়েছে ঘূর্ণাবর্তটি। উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস এবং দক্ষিণবঙ্গের ৪ জেলায় ভারী বৃষ্টিপাত হবে জানাল হাওয়া অফিস।হাওয়া অফিস জানাচ্ছে, রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে আর দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি হলেও উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 

 

 

আরও পড়ুন, রেশন দুনীর্তির পর এবার করোনা কিট-দুর্নীতি, কেনাকাটায় কারচুপির অভিযোগ

কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রপাতের আশঙ্কা। উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি। এই পাঁচ জেলায় রবিবার পর্যন্ত ভারী বৃষ্টিতে হলু সতর্কতা জারি। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে এই পাঁচ জেলাতে। মালদা ও উত্তর দক্ষিণ দিনাজপুরের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আর্দ্রতা জনিত অস্বস্তি থাকবে। দু-এক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সর্তকতা।  মৌসুমী অক্ষ রেখার অবস্থান দক্ষিণবঙ্গে। পুরুলিয়া, খড়গপুর এর ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে মৌসুমী অক্ষরেখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।  

আরও পড়ুন, রাজনীতির শিকার রিয়া চক্রবর্তী, বাংলার মেয়ের পাশে কংগ্রেস


 হাওয়া অফিস সূত্রে খবর, রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৫.০ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের ৩ ডিগ্রি উপরে।  সর্বনিম্ন তাপমাত্রা  ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস।  স্বাভাবিকের ১ ডিগ্রি উপরে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ- সর্বাধিক  ৯১ শতাংশ এবং ন্যুনতম ৬৫ শতাংশ।শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা  ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের ২ ডিগ্রি উপরে।  সর্বনিম্ন তাপমাত্রা  ২৭.৩ ডিগ্রি সেলসিয়াস।  স্বাভাবিকের ১ ডিগ্রি উপরে। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ- সর্বাধিক  ৯১ শতাংশ এবং ন্যুনতম ৬৫ শতাংশ। এবং রবিবার এই মুহূর্তে সকাল ৮ টা ১৫ মিনিটে শহরের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। 
 

        

 

চিকিৎসা সংক্রান্ত খরচ গোপন, কলকাতার ৬ হাসপাতালের বিরুদ্ধে মামলা স্বাস্থ্য কমিশনের

কোভিড আক্রান্তের ফ্ল্য়াটে ঝুলল তালা, বিপাকে পরিবার, রইল করোনা ক্রাইমের সাতকাহন

কোভিড রোগী ভর্তিতে ৫০ হাজার টাকার বেশি নেওয়া যাবে না, নয়া নির্দেশিকা জারি রাজ্যের

ভয় নেই করোনায়, মেডিক্য়ালের ৪ তলার কার্নিশে পা দোলাচ্ছে রোগী

ভুয়ো টেস্টের ফাঁদে পড়ে করোনায় মৃত্যু এক ব্য়াক্তির, গ্রেফতার প্রতারণা চক্রের ৩ জন

করোনায় ফের ১ এসবিআই কর্মীর মৃত্য়ু, মৃতের পরিবারকে চাকরি দেওযার দাবিতে ব্যাঙ্ক কর্মীরা

Share this article
click me!