বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের পূর্বাভাস, অঝোর ধারায় বৃষ্টিতে ভিজে একাকার কলকাতা

Published : Jun 07, 2020, 06:14 PM IST
বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের পূর্বাভাস,  অঝোর ধারায় বৃষ্টিতে ভিজে একাকার কলকাতা

সংক্ষিপ্ত

 গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি   উত্তরবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে   বুধবার থেকে এর প্রভাবেই ওড়িশা-বাংলায় বৃষ্টি বাড়বে   


রবিবার বিকেল ভরে কলকাতায়  বৃষ্টি হল। এখনও কোথাও কোথাও চলছে। কোথাও আবার মেঘ গর্জনের সঙ্গে বিদ্য়ুৎ চমকাচ্ছে। হাওয়া অফিস জানিয়েছে, পূর্ব মধ্য় বঙ্গোপসাগরের আগামী ৪৮ ঘন্টায় তৈরি হতে পারে একটি নিম্নচাপ।

আরও পড়ুন, ৮ জুন থেকে খুলছে কলকাতা মেডিক্যালের আউটডোর, কোভিড হাসপাতাল হওয়ায় সংক্রমণ রুখতে বৈঠক

 

 আবহাওয়া দফতর সূত্রে খবর, গোটা কলকাতায় এলাকাভিত্তিক বৃষ্টিপাতের পরিমাণ যথাক্রমে, মানিকতলায় ৪৫ মিমি, বেলগাছিয়া ৫৫ মিমি,ধাপা ৫৮ মিমি, তপসিয়া ৬৮ মিমি, ঠনঠনিয়া ৩৫ মিমি, বালিগঞ্জ ৭৭ মিমি, মোমিনপুর ৬৫ মিমি, চেতলা ৪০ মিমি, কালীঘাট ৬৫ মিমি, দত্তা বাগান ৩০ মিমি। অপরদিকে, পূর্ব মধ্য় বঙ্গোপসাগরের আগামী ৪৮ ঘন্টায় তৈরি হতে পারে একটি নিম্নচাপ। যার জেরে আগামী কয়েক দিনে বর্ষার ঢুকে পড়বে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে।দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের অধিকাংশ এলাকা অতিক্রম করেছে।  পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এর বেশ কিছু এলাকায় ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। ১১ থেকে ১২ তারিখের মধ্য়েই সিকিম, উড়িষ্য়া, পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকে পড়বে।

আরও পড়ুন, করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

 
শহরে এক টানা বৃষ্টির পর এই মুহূর্তে কলকাতায় তাপমাত্রা অনেকটাই নেমে এসেছে। যেখানে বৃষ্টি হবার আগে ৩৫ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছিল। এখন সেই তাপমাত্রা একধাক্কায় নেমে গিয়ে এখন ২৬ ডিগ্রি সেলসিয়াসে এসে দাড়িয়েছে। 

 

 

 পিটিএসে নতুন করে আক্রান্ত আরও ৮, করোনা মুক্ত হয়ে কাজে ফিরলেন ১০০ পুলিশ কর্মী

বাংলাদেশ ফেরৎ ২ যাত্রী করোনা পজিটিভ, কোয়ারান্টিনের পর আক্রান্ত হওয়ায় চিন্তায় স্বাস্থ্য দফতর

 কলকাতা মেডিক্যালের ছাদের কার্নিশে বসে করোনা রোগী, সামলাতে গিয়ে নাজেহাল কর্তৃপক্ষ

করোনা মোকাবিলায় বড়সড় উদ্য়োগ, পরিষেবা বাড়াতে ৫০০ ডাক্তার-নার্স নিচ্ছে রাজ্য

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসিস্ট্যান্ট

PREV
click me!

Recommended Stories

'গীতাপাঠ হয়েছে, এবার কোরান পাঠ করাব' ফের হুঁশিয়ারি দিলেন হুমায়ুন কবীর
Nabanna Holiday: জানুয়ারিতে পরপর ১০ দিন ছুটি সরকারি কর্মীদের! দুর্দান্ত ঘোষণা নবান্নের