পারদ নেমে স্বস্তি ফিরল শহরে, সোমবার বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস

  • কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস  
  • মুষলধারার বৃষ্টি পারদ অনেকটাই নামিয়ে দিয়েছে  
  •  গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি  
  •  উত্তরবঙ্গে ভারী বৃষ্টি, রাজ্য়ে বৃষ্টি বাড়বে বুধবার থেকে 
     


সোমবার শহরের আকাশ আংশিক মেঘলা। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা। রাজ্যে বৃষ্টি বাড়বে বুধবার থেকে। হাওয়া অফিস জানিয়েছে, আগামী দিনে বর্ষার ঢুকে পড়বে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে।দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের অধিকাংশ এলাকা অতিক্রম করেছে।  পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এর বেশ কিছু এলাকায় ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। আগামী দু - দিনে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ঢুকে পড়বে বর্ষা। 

আরও পড়ুন, সোমবার থেকে খুলছে শহরের শপিং মল, শিশুদের প্রবেশে আপত্তি কর্তৃপক্ষের

Latest Videos

কলকাতায় আংশিক মেঘলা আকাশ । বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় আদ্রতা জনিত অস্বস্তি ভোগাবে। হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার  কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম।  এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৬.৬ ডিগ্রি সেলসিয়াস।  যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৬ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৪৪ শতাংশ। রবিবার  কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি।  এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.৭ ডিগ্রি সেলসিয়াস।  যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি বেশি। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৬ শতাংশ। আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ন্যূনতম ৪৪ শতাংশ। সেই তুলনায় রবিবার মুষলধারার বৃষ্টি পারদ অনেকটাই নামিয়ে দিয়েছে।  

আরও পড়ুন, ৮ জুন থেকে খুলছে কলকাতা মেডিক্যালের আউটডোর, কোভিড হাসপাতাল হওয়ায় সংক্রমণ রুখতে বৈঠক


আবহাওয়া দফতর সূত্রে খবর, গোটা কলকাতায় গতকাল এলাকাভিত্তিক বৃষ্টিপাতের পরিমাণ ছিল যথাক্রমে, মানিকতলায় ৪৫ মিমি, বেলগাছিয়া ৫৫ মিমি,ধাপা ৫৮ মিমি, তপসিয়া ৬৮ মিমি, ঠনঠনিয়া ৩৫ মিমি, বালিগঞ্জ ৭৭ মিমি, মোমিনপুর ৬৫ মিমি, চেতলা ৪০ মিমি, কালীঘাট ৬৫ মিমি, দত্তা বাগান ৩০ মিমি। সোমবার এই মুহূর্তে কলকাতার তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস। রবিবার বিকালে পাঁচ জেলায় জেলায় বজ্রবিদ্যুত সহ বৃষ্টির পূর্বাভাস দেয় আলিপুর আবহাওয়া দফতর। হাওড়া, হগলি মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াতে, নদীয়ায় বৃষ্টি হয়েছে।  কোনও কোনও জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝড়ো হওয়াও বয়ে যায়। 

আরও পড়ুন, ৮ জুন থেকে ১০০ শতাংশ কর্মীর উপস্থিতি বাধ্যতামূলক, বিজ্ঞপ্তি জারি কলকাতা পুরসভার
 

উত্তরবঙ্গে দার্জিলিং ,কালিম্পং জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার ও আলিপুরদুয়ারে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধবার রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা । সপ্তাহান্তে বৃষ্টি বাড়বে। বিহার উত্তরপ্রদেশের উপর রয়েছে ঘূর্ণাবর্ত। ঘূর্ণাবর্ত রয়েছে পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হবে সোমবার। বুধবার থেকে এর প্রভাবেই ওড়িশা বাংলায় বৃষ্টি বাড়বে। আগামী ৪৮ ঘন্টায় পূর্ব মধ্য় বঙ্গোপসাগরের উপর তৈরি হতে পারে একটি নিম্নচাপ। যার জেরে আগামী কয়েক দিনে বর্ষার ঢুকে পড়বে উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে।দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের অধিকাংশ এলাকা অতিক্রম করেছে।  পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এর বেশ কিছু এলাকায় ঢুকে পড়েছে মৌসুমী বায়ু। ১১ থেকে ১২ তারিখের মধ্য়েই সিকিম, উড়িষ্য়া, পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকে পড়বে।

 

 

করোনা আবহে সুরজিৎ কর পুরকায়স্থের প্রাক্তন স্ত্রী-শাশুড়ির দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

 পিটিএসে নতুন করে আক্রান্ত আরও ৮, করোনা মুক্ত হয়ে কাজে ফিরলেন ১০০ পুলিশ কর্মী

বাংলাদেশ ফেরৎ ২ যাত্রী করোনা পজিটিভ, কোয়ারান্টিনের পর আক্রান্ত হওয়ায় চিন্তায় স্বাস্থ্য দফতর

 কলকাতা মেডিক্যালের ছাদের কার্নিশে বসে করোনা রোগী, সামলাতে গিয়ে নাজেহাল কর্তৃপক্ষ

দেহ রাখার জায়গা না থাকায় ডিপ ফ্রিজ বসছে মেডিকেলের মর্গে, মৃতদেহ 'ম্যানেজমেন্ট'-এ নিয়োগ অ্যাসিস্ট্যান্ট

Share this article
click me!

Latest Videos

মাননীয়া জঙ্গিদের ঢুকতে দিচ্ছেন, কিন্তু চাকরি দিচ্ছেন না, শিল্প আনছেন না : Suvendu Adhikari
'জঙ্গিরা ধরা তো পড়ছে, তাহলে আর চিন্তার কি আছে?' হাসতে হাসতে উত্তর রচনার | Rachna Banerjee News
মমতা হারবে, DA ন্যায্য অধিকার, জয় আপনাদের দোরগোড়ায়, ঐক্যবদ্ধ থাকুন : শুভেন্দু | Suvendu Adhikari
'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari Live : নবান্নের সামনে সংগ্রামী যৌথ মঞ্চের ধর্না অবস্থান মঞ্চে শুভেন্দু