বুধবারই রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস, এক ধাক্কায় অনেকটা বাড়বে তাপমাত্রা

বৃহস্পতিবার থেকেই আবারও বৃষ্টিতে ভিজবে বাংলা। সেই সঙ্গে বাড়বে রাতের তাপমাত্রাও। তবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। 

আগের থেকে এখন রাজ্যে তাপমাত্রার (Temperature) পারদ কিছুটা হলেও চড়েছে। তবে তা হলেও বজায় রয়েছে শীতের আমেজ (Winter Weather)। অবশ্য বেশিদিন এই শীতের আমেজ আর থাকবে না। বৃহস্পতিবার থেকেই আবারও বৃষ্টিতে (Rain Forecast) ভিজবে বাংলা। সেই সঙ্গে বাড়বে রাতের তাপমাত্রাও (Night Temperature)। তবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department)। এই সময় আবহাওয়া (Weather Update) শুষ্কই থাকবে। 

উত্তরবঙ্গের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গের (North Bengal Weather) ক্ষেত্রে আগামী চার দিন উপরের যে পাঁচটি জেলা আছে সেখানে হালকা বৃষ্টির (Light Rain) সম্ভাবনা আছে। ১০ ফেব্রুয়ারি বাড়বে বৃষ্টির পরিমাণ। আগামী তিন দিন রাতের তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। 

Latest Videos

আরও পড়ুন- শিলিগুড়ি পুরভোটের মুখে উত্তরবঙ্গ সফরে মোহন ভাগবত, জানুন আরএসএস প্রধানের কর্মসূচি

দক্ষিণবঙ্গের আবহাওয়া
দক্ষিণবঙ্গের ক্ষেত্রে ৯ ফেব্রুয়ারি বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। কিন্তু ১০ তারিখে দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। ১১ তারিখে আবহাওয়া শুষ্ক থাকবে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রেও রাতের তাপমাত্রা আগামী তিন দিনে দুই থেকে তিন ডিগ্রি বাড়বে। উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে আগামী ২৪ ঘণ্টায় ঘন কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৯ ডিগ্রি সেলিসয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। সর্বোচ্চ তাপমাত্রা ২৪.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৭ শতাংশ। আগামীকাল তাপমাত্রা বাড়লেও বিশেষ হেরফের হবে না। সকালের দিকে ঘন কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আর পশ্চিমী ঝঞ্ঝার দাপটে বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। 

আরও পড়ুন, 'লুঠ হওয়ার আগেই ভোট দিয়ে আসুন', শিলিগুড়ি পুরভোটের প্রচারে এসে বার্তা অর্জুনের

পশ্চিমী ঝঞ্ঝার জেরে কয়েকদিন আগেই বৃষ্টি হয়েছে রাজ্যে
গত শুক্রবারই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ভারী থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। শুক্রবার বিকালের দিকে সাংবাদিক বৈঠক করে আলিপুর আবহাওয়া দফতরের কর্তারা জানিয়ে দিয়েছিলেন, শনিবার দক্ষিণবঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা নেই। শুষ্ক আবহাওয়া থাকবে। তবে দক্ষিণ বঙ্গের তিন জেলা বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। সেটাও বিক্ষিপ্ত ভাবে হবে। সেটাই হয়েছিল। আর বৃষ্টি কমার পর থেকেই নামতে শুরু করে পারদ। দু'দিনে প্রায় ৬ ডিগ্রি তাপমাত্রা নেমে গিয়েছিল। রাজ্যে বেশ ভালোই শীতের আমেজ অনুভূত হচ্ছিল। কিন্তু, তার মধ্যেই আবার রাজ্যে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস।

আরও পড়ুন, 'ওর হাতে রক্ত লেগে', মমতাকে নাম না করে তোপ, উত্তরপ্রদেশবাসীকে সতর্ক করলেন শুভেন্দু

চলতি মরশুমে বারবার পশ্চিমী ঝঞ্ঝার কোপে সেভাবে শীতের দেখা পাওয়া যায়নি। কয়েকদিন শীতের আমেজ পাওয়া গেলেও তারপরই আবার পশ্চিমী ঝঞ্ঝার দাপটে দেখা মিলেছে বৃষ্টির। আবহবিদরা বলছেন, যেভাবে ক্রমেই ঘন ঘন বদলাচ্ছে বঙ্গের আবহাওয়া তাতে সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে জলবায়ু। যার প্রভাব পড়ছে চাষে। অকাল বৃষ্টির জেরে পচে গিয়েছে বহু সবজি। আর তার প্রভাব পড়ছে বাজার দরের উপর। এরপর সবজির দাম আগুন হওয়ার আশঙ্কা রয়েছে।

Share this article
click me!

Latest Videos

অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
ইসকনের পাশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কড়া বার্তা দিলেন বাংলাদেশকে? Narendra Modi
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today
পুলিশি অভিযানে বড়সড় সাফল্য! উত্তেজনা রানাঘাটে, দেখুন | Ranaghat News Today
Live: সাংবাদিক সম্মেলনে শমীক ভট্টাচার্য ও শিশির বাজোরিয়া, কী বলছেন, দেখুন সরাসরি