Chhath puja 2021: এসে গিয়েছে ছটপুজোর মহালগ্ন, বিস্তারিত জেনে নিন ছটপুজোর মন্ত্র-পাঠ প্রসঙ্গে

দীপাবলি (Diwali) শেষ হওয়ার সাথে সাথে শুরু হয়ে যায় ছটপুজোর (Chhath Puja) প্রস্তুতি। কার্তিক শুক্লা চতুর্থী থেকে কার্তিক সপ্তমী পর্যন্ত চারদিন ধরে চলে ছটপুজো (Chhath Puja)। বিস্তারিত জানুন এই পুজো প্রসঙ্গে।

Sayanita Chakraborty | Published : Nov 10, 2021 6:30 AM IST / Updated: Nov 10 2021, 12:01 PM IST

দুর্গাপুজো থেকে শুরু হয়েছে উৎসবের (Festival) মরশুম। তা শরৎ শেষে হেমন্ততেও জারি আছে। কদিন আগেই দেশজুড়ে পালিত হল দিওয়ালি। দিওয়ালি শেষ হতেই শুরু হয়েছে ছট পুজোর প্রস্তুতি। চারদিন ব্যাপি ছটপুজো (Chhath Puja) নিয়ে ভক্তদের মধ্যে উন্মাদনা কিছু কম নেই। গত বছর করোনার প্রকোপে সেভাবে ছটপুজো পালিত হয়নি। কিন্তু, এবারের চিত্রটা একেবারে আলাদা। কার্তিক শুক্লা চতুর্থী থেকে কার্তিক সপ্তমী পর্যন্ত চারদিন ধরে চলে ছটপুজো (Chhath Puja)। বুধবার সূর্যাস্ত দিয়ে হবে ছটের প্রথম অর্ঘ্য, বৃহস্পতিবার সকালে সূর্যোদয় দিয়ে সম্পন্ন হবে ছট পুজো। এই পুজোর প্রস্তুতি চলছে গোটা রাজ্য জুড়ে। 
হিন্দু পুরান অনুসারে, ছটপুজো (Chhath Puja) হল সূর্য পত্নী ছঠি মাইয়ার (Chhathi maiya) পুজো। ছট মাতাকে উষা মা বলে সম্বোধন করা হয়। এই পুজোয় কোনও মূর্তি পুজো স্থাপন করা হয় না। ছট পুজোর মাধ্যমে সূর্য দেবতা ও সূর্য পত্নী ছঠি মাইয়ার পুজোর করা হয়। ডুবিত এবং উদিত সূর্যকে পুজো করা হয় এই উৎসবে। তবে, আজকাল অনেক ঘাটে সূর্য ও উষার মায়ের মূর্তি প্রতিষ্ঠা করে থাকছেন। পঞ্জিকা মতে, চলতি বছর ১০ নভেম্বর ছটপুজো (Chhath Puja)। ছটপুজোয় ৩৬ ঘন্টা কঠোর ব্রত পালন করতে হয়। তারপর মন্ত্র ও আরতি করে ছঠি মাইয়ার পুজো করা হয়ে থাকে। ছটের থালায় বিভিন্ন কাঁচা সবজি (Vegetables) সাজিয়ে অর্ঘ্য দেন ছটব্রতীরা। জেনে নিন ছটপুজোয় কী মন্ত্র পাঠ করা হয়। 

আরও পড়ুন: Chhath Puja 2021- ছট পুজো নিয়ে প্রস্তুতি তুঙ্গে শহরে, ১৭০ ঘাটে এলাহি ব্যবস্থা পুরসভার

Latest Videos

ছট পুজোর মন্ত্র- 
জয় ছটি মাইয়া ও জে কওয়া জে ফারেলা খবত সে , আহ পর সুগা মদরাএ।
মারভো রে সুগবা ধনুখ সে, সুগা গিরে মুরভাএ। জয়।।
ও জে সুগনী জে রোএলী বিয়োগ সে, অদিতি হোই না সহায়। 
ও জে নারিওর জে ফরেলা খবদ সে, আয়ে পর সুগা মদরাএ। জয়।।
মরভো রে সুগবা ধনুখ সে, সুগা গিরে মুরঝাএ। 
ও জে সুগানী জে রৌএলী বিয়োগ সে, আদিত হোই সহায়। জয়।। 
আমরূতবা জে ফরোলা খবদ সে, আহ পর সুগা মদরাএ।
মারভো রে সুগবা ধনুস সে, সুগা গিরে মুরধাএ। জয়।।
ও জে সুহনী জে রোএলী বিয়োগ সে, আদিল হোয়ে না সহায়। 
শরীফবা জে ফলোরা সবত সে, আও পর সুগা মদরাএ। জয়।।
মারভো রে সুগবা ধনুখ সে, সুগা গিরে মুরঞ্জাএ। 
ও জে সুগনী জে রেএলী বিয়োগ সে, আদিত হোয়ে না সহায়। জয়।।
ও জে সৌববা জে ফলেরা খবদ সে, আও পর সুগা মদরাএ। 
মারভৌ রে সুগববা ধনুখ সে, সুগা  গিরে মুরঞ্জাএ। জয়।
ও জে সুগনী জে রোএলী বিয়োগ সে, আদিত  হোয়ে না সহায়। 
সভৌ ফলবা জে ফরেলা খবদ সে, আও পর সুগা মদরাএ। জয়। 
মারভী রে সুগবা ধনুখ সে, সুগা গিরে মুরঞ্জাএ। 
ও জে সুগনী জে রোএলী বিয়োগ সে, আদিত হোএ না সহায়। জয়।।  

আরও পড়ুন: Gold Price Today - ছটপুজোর দিন দারুণ সস্তা হল সোনা ও রূপো, মুখে হাসি মধ্যবিত্তের

এ রাজ্য ছাড়াও উত্তরপ্রদেশ (Uttar Pradesh), বিহার (Bihar) এবং ঝাড়খন্ডের (Jharkhand) বিভিন্ন জায়গায় এই উৎসব (Festival) পালিত হয়। ছট পুজোয় (Chhath Puja) সূর্যাস্তের সময় পুজো নিবেদন করেন উপবাসে থাকা মহিলারা। পরের দিন সূর্য ওঠার সময়ও অর্ঘ্য নিবেদন করা হয়। পারিবারিক সুখ-সমৃদ্ধির জন্য নারী-পুরুষ নির্বিশেষে এই পুজোর ব্রত পালন করেন। 

Share this article
click me!

Latest Videos

'ওদের টার্গেট মহিলা আর হিন্দু' তৃণমূল বিধায়কদের উপর হামলার কড়া প্রতিক্রিয়া শুভেন্দুর
মহিলাদের সুরক্ষায় ‘অভয়া প্লাস’! রাজ্যপালের ২ বছর পূর্তিতে ৯টি প্রকল্পের সুভারম্ভ | CV Anand Bose
'চোর-চোর' তৃণমূলের পতাকা দেখেই জ্বলে উঠলেন শুভেন্দু! কি হল দেখুন | Suvendu Adhikari on TMC |
RG Kar কাণ্ডে আবারও একাধিক কর্মসূচির ডাক জুনিয়র ডাক্তারদের! আসন্ন মিছিলে অংশগ্রহনের আবেদন | RG Kar
মাদারিহাট উপনির্বাচনের প্রচারে ঝড় তুললেন শুভেন্দু অধিকারী | Suvendu Adhikari | Madarihat | BJP