ত্বকের জন্য খুবই উপকারী অ্যালোভেরা। বাংলায় ঘৃতকুমারী। চিকিৎসা বিজ্ঞানেও এটি জরুরি উপাদান।
শীতকালে অ্যালোভেরার কার্যকরিতা
শীতকালে ত্বক খুবই শুষ্ক হয়ে যায় উত্তুরে হাওয়ার কারণে। এই সময় নিয়মিত অ্যালোভেরা জেল বা গাছ থেকে তোলা অ্যালোভেরার কাথ লাগালে এই সমস্যা দূর হয়।
লাগানোর নিময়
অ্যালোভেরা লাগিয়ে কিছুক্ষণ পরে তা জল দিয়ে ধুয়ে ফেলুন। তাহলেই উপকার পাবেন। লাগিয়ে বাইরে বার হবেন না।
ব্রণর সমস্যা
ব্রণর সমস্যা থেকে মুক্তি পেতে অ্যালোভেরা দারুণ কার্যকর। নিয়মিত অ্যালোভেরা ব্যবহার করলে এই সমস্যা দূর হবে।
কালচে দাগ
মুখে অনেকেরই কালচে দাগ প়়ে যায়।। বয়স হল পিগমেন্টেশনের কারণে এটি হয়। এই সমস্যা দূর করতে অ্যালোভেরা জেলার সঙ্গে পাতিলেবুর রস মিশিয়ে একটি প্যাক তৈরি করে তা মুখে এক ঘণ্টা লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। উপকার পাবেন।
অকাল বার্ধক্য
অকাল বার্ধক্য দূর করলে রাতের বেলা ভাল করে অ্যালোভেরা জেল মুখে মেখে শুয়ে পড়ুন। সকালে নিজেই তফাৎটা দেখতে পাবেন।
কাটা জায়গায় অ্যালোভেরা
সামান্য পরিমাণে কেটে গেলে বা ছড়ে গেলে অ্যালোভেরা জেল লাগিয়ে দিলে অস্বস্তি দূর হয়।
চুলের সমস্যা
শীতকালে চুলের সমস্যা সমাধানেও অ্যালোভেরা জেল দুর্দান্ত। চুলে লাগিয়ে কিছুক্ষণ রেখে ধুয়ে ফেললে চুল খুব নরম হয়। চুল পড়াও দূর হয়।
সাবধান
অ্যালোভেরা ব্যবহার করার আগে চিকিৎসকের পরামর্শ নিন। অনেকের অ্যালোভেরাতে অ্যালার্জি হয়। তাতে ফল হিতে বিপরীত হতে পারে।