Durga Puja: আয়ুর্বেদিক উপায় পুজোর আগে ত্বকে আনুন জেল্লা, রইল ১০টি বিশেষ প্যাকের হদিশ

ঢাকে কাঠি পড়ল বলে। হাতে মাত্র কয়েকটা দিন। এই সময় ত্বকে জেল্লা আনতে সকলে ব্যস্ত। রইল বিশেষ টিপস। এবার আয়ুর্বেদিক উপায় পুজোর আগে ত্বকে আনুন জেল্লা, রইল বিশেষ কয়টি প্যাকের হদিশ।

Sayanita Chakraborty | Published : Oct 4, 2023 3:44 PM / Updated: Oct 04 2023, 03:49 PM IST
110

কমলা খোসা গুঁড়ো দিয়ে বানিয়ে ফেলুন ফেসপ্যাক। একটি পাত্রে ১ টেবিল চামচ কমলার খোসা গুঁড়ো দিন। তাতে মেশান ২ টেবিল চামচ দই। ভালো করে মিশিয়ে প্যাক মুখে লাগান। মিলবে জেল্লা।

210

পুজোর আগে ব্রণ দূর করতে চন্দন ও হলুদের প্যাক লাগান। চন্দন বাটার সঙ্গে মেশান হলুদ বাটা। ভালো করে মিশিয়ে প্যাক লাগান। ব্রণর ওপর লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন।

310

জাফরান ও অ্যালোভেরার গুণে ত্বকে পান জেল্লা। অ্যালোভেরা গাছের পাতে কেটে জেল বের করে নিন। তা ব্লেন্ড করে নিন। তার সঙ্গে মেশান জাফরান। মিশ্রণটি মুখে লাগান। ২০ মিনিট পর ধুয়ে নিন। মিলবে উপকার।

410

ক্যামোমাইল চা ও মধুর গুণে মিলবে উপকার। ১ কাপ ক্যামোমাইল চা-র সঙ্গে মেশান মধু। ভালো করে প্যাক বানিয়ে মুখে লাগান। মিলবে উপকার। ত্বকে আসবে জেল্লা।

510

তুলসী পাতার গুণে ত্বকে আনুন জেল্লা। তুলসী পাতা প্রথমে পেস্ট করে নিন। তাতে মেশান পরিমাণ মতো দুধ। এবার প্যাক বানান। তা মুখে লাগান। ২০ মিনিট পর ধুয়ে নিন। একবার ব্যবহারেই তফাত দেখতে পাবেন।

610

বলিরেখা দূর করতে গরুর দুধে তৈরি ঘি দিয়ে মুখে হালকা হাতে মাসাজ করুন। ১০ মিনিট ম্যাসাজ করুন। তারপর ধুয়ে নিন। মিলবে উপকার।

710

মেথির ব্যবহারে দূর হবে বলিরেখা। একটি পাত্রে জল নিন। তাতে মেথি দিয়ে সারা রাত ভিজিয়ে রাখুন। সকালে বেটে নিন। এবার এই মিশ্রণ মুখে লাগান। ৩০ মিনিট পর ধুয়ে নিন। এতে মিলবে উপকার।

810

পিগমেন্টেশনের সমস্যা দূর করতে ভরসা রাখতে পারেন আলুর ওপর। আলুর খোসা ছাড়িয়ে তা কেটে নিন। ব্লেন্ড করে নিন। এই রস তুলোয় করে পুরো মুখে লাগান। সারা রাত রেখে দিন। সকালে ধুয়ে নিন। মিলবে উপকার।

910

চন্দন ও দই দিয়ে তৈরি প্যাক ব্যবহার করে পুজোর আগে ত্বকে আনুন জেল্লা। একটি পাত্রে চন্দন বাটা নিন। তাতে পরিমাণ মতো দই মেশান। ভালো করে মিশিয়ে প্যাক বানান। পুরো মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। মিলবে উপকার।

1010

ছোলার আটা দিয়ে তৈরি প্যাক ব্যবহার করে পুজোর আগে দূর করুন ডার্ক স্পট। আটার সঙ্গে মেশান লেবুর রস ও সামান্য দুধ। প্যাক তৈরি করে তা মুখের ডার্ক স্পটের ওপর লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। মিলবে উপকার।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos