How To Choose The Best Watermelon : গরমকাল শুরু হতেই তরমুজের বিক্রি বেড়ে যায়। যেখানেই তাকাবেন, সেখানেই তরমুজের দোকান। লোকেরাও দল বেঁধে কিনতে যায়। কিন্তু সব তরমুজ ভালো হয় না। ক্রেতাদের আকৃষ্ট করতে তরমুজকে বেশি লাল করে দেখানো হয়। এই সময় সতর্ক থাকা দরকার। সম্প্রতি কিছু দোকানে পরীক্ষায় দেখা গেছে, তরমুজে লাল সিরাপ ও রাসায়নিক মিশিয়ে লাল করা হয়েছে। এই পরিস্থিতিতে কীভাবে বুঝবেন? ভালো তরমুজ কেমন হয়, তা এখানে দেখুন।