Happy Merry Christmas: Live Updates- ক্রিসমাসে আনন্দে মেতে শহরের ক্ষুদেরা, সান্তা সেজে শীতবস্ত্র দান পুলিশের

সংক্ষিপ্ত

বাঙালির বছরের শেষ বড় উৎসব ক্রিসমাস। বাংলা এবং কলকাতার বুকে ক্রিসমাসের প্রচলন ব্রিটিশ আমল থেকে। সেক্ষেত্রে বাংলার বুকে ক্রিসমাসের বয়স নয় নয় করে ৩০০ বছরেরও বেশি। আর বাংলার বুকে ক্রিসমাসের জগতে এক রূপকথার জগত হিসাবে অমর হয়ে রয়েছে পার্কস্ট্রিট। ব্রিটিশ আমলে পার্ক স্ট্রিটের ক্রিসমাসের উৎসব মানে সারা দেশের চোখ টেনে থাকত সেখানে। কলকাতা বন্দরে এসে ভিড়ত বিদেশি নাবিকদের সব জাহাজ। ক্রিসমাসের দিনে এই সব নাবিকদের বক্ষলগ্না হতেন সব তাবড় তাবড় সুন্দরীদের দল। বলতে গেলে ডিসেম্বরের শেষ সপ্তাহটা কলকাতা যেন উৎসবের আড়ম্বরে এক আন্তর্জাতিক মিল মেলার স্থানে পরিণত হত। ক্রিসমাস এবং তার পিছুপিছু নিউ ইয়ারের সেলিব্রেশনের সেই চোখ ধাঁধানো চমক দেখতে ভিড় করতেন অসংখ্য মানুষ। কলকাতার বাবু সমাজের লোকজন তখন এই উৎসবের আড়ম্বরে যোগ দিতেন এবং ভেসে যেতেন এক রঙিন দুনিয়ার ঘেরাটোপে। সময় বয়েছে, ব্রিটিশদের রাজত্ব শেষ হয়েছে। পার্ক স্ট্রিটের ক্রিসমাস উৎসবের রঙ এখন অনেকটাই ফিকে। কিন্তু যেটুকু রয়েছে তাতেই সই বাঙালির। তাই ডিসেম্বরের শেষ কটা দিন মানে একটি সাহেবিয়ানার সেলিব্রেশনে মেতে ওঠা। 
 

06:19 PM (IST) Dec 25

ক্রিসমাসে মেতে বো-ব্যারাক

ক্রিসমাসে মেতে বো-ব্যারাক, সেখান ভিডিও পোস্ট সোশ্যাল মিডিয়ায়

 

06:12 PM (IST) Dec 25

নিউ ইয়র্কের রকফেলার সেন্টারে ক্রিসমাসের উৎসব

নিউ ইয়র্কের রকফেলার সেন্টারে ক্রিসমাসের অনুষ্ঠান

 

05:34 PM (IST) Dec 25

জলপাইগুড়ির তিস্তা পার্কে জিঙ্গল বেলের সঙ্গে শিশুদের ক্লাসিক্যাল নৃত্যশৈলী প্রদর্শন

জলপাইগুড়ির তিস্তা পার্কে চরের উপরে জিঙ্গল বেলের সঙ্গে শিশুদের ক্লাসিক্যাল নৃত্যশৈলী প্রদর্শন, জলপাইগুড়ি এলাকার স্বনামধন্য মণিপুরি নৃত্যশিল্পী সুস্মিতা ভূমি পরিচালনায় ২৫ ডিসেম্বর সকালে এই নৃত্য পরিবেশন করে শিশুদের দল..

 

05:13 PM (IST) Dec 25

ক্রিসমাসের শুভেচ্ছায় পরমব্রত

ক্রিসমাসের শুভেচ্ছা জানালেন পরমব্রত চট্টোপাধ্যায়, ফেসবুকে করলেন পোস্ট

 

04:38 PM (IST) Dec 25

ক্রিসমাসের সেলিব্রেশনে মেতে অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়

পরিবারের সঙ্গে ক্রিসমাসে মাতলেন অভিনেত্রী রিয়া গঙ্গোপাধ্যায়, ফেসবুকে সকলকে শুভেচ্ছা জানিয়েছে সেই ছবি পোস্টও করেছেন রিয়া। 

 

04:00 PM (IST) Dec 25

অভূতপূর্ব সৃষ্টিতে নজর কাড়লেন শিল্পী

সমুদ্র কিনারে বালিরাশি দিয়ে তৈরী সান্তা। অভূতপূর্ব সৃষ্টিতে নজর কাড়লেন শিল্পী।

 

03:45 PM (IST) Dec 25

বাবার সঙ্গে ক্রিসমাস পালন গেইলের

জামাইকায় নিজের বাবার সঙ্গে ক্রিসমাস পালন করার ছবি শেয়ার করছেন ক্রিস গেইল। 

03:40 PM (IST) Dec 25

সপরিবারে ক্রিসমাস পালন রোনাল্ডোর

ক্রিসমাস উপলক্ষে বাড়িতেই বান্ধবী ও সন্তানদের সঙ্গে পার্টিতে মেতেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।

02:09 PM (IST) Dec 25

ইছামতি পাড়ে ক্রিসমাস পালন

দীর্ঘদিনের লকডাউনের বন্দি দশা কাটিয়ে অবশেষে মুক্তির স্বাদ পেতে বড়দিনে টাকিতে ইছামতি নদীর পাড়ে ভিড় জমাচ্ছেন রাজ্যের বিভিন্ন প্রান্তের পর্যটকরা। সকাল থেকেই বাস-ট্রেন ও প্রাইভেট গাড়িতে করে হাজার হাজার পর্যটক পিকনিক করতে কেউবা ইচ্ছা মতো ইছামতিকে চাক্ষুষ করতে তাকে পেয়েছে উপস্থিত হচ্ছেন বসিরহাট মহকুমার ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী টাকি পর্যটন কেন্দ্রে। 

01:14 PM (IST) Dec 25

বড় দিনে ডায়মন্ড হারবারে ভিড় পর্যটকদের

বড় দিনে ডায়মন্ড হারবার কেল্লার মাঠে পিকনিক করতে ভিড় পর্যটকদের। জেলাসহ রাজ্যের বিস্তীর্ণ এলাকা থেকে পর্যটকরা ভিড় জমাচ্ছেন কেল্লার মাঠে। হুগলি নদীর তীরে  মনোরম পরিবেশে গা ভাসাচ্ছে পর্যটকেরা।

11:35 AM (IST) Dec 25

ঘাটালে গভীর রাতে ফুটপাত বাসীদের জন্য কেক ও কম্বল নিয়ে মহকুমাশাসক

ঘাটালে গভীর রাতে ফুটপাত বাসীদের জন্য কেক ও কম্বল নিয়ে মহকুমাশাসক, মেদিনীপুর শহরে পথচারী বাসযাত্রীদের কেক চকলেট বিলি খুদে শান্তাদের

10:46 AM (IST) Dec 25

বড় দিনে ৩০ হাজার দুস্থ শিশুদের মুখে খাওয়ার তুলে দিল কেকেআরের বেগুনী সান্তা

বড়দিন উপলক্ষ্যে শহরের ৩০ হাজার দুস্থ শিশুদের মুখে খাওয়ার তুলে দিল কলকাতা নাইট রাইডার্স। একইসঙ্গে লাল রঙ নয়, কেকেআরের বেগুনী রঙের পোষাকে সান্তা ক্লজ সকলের হাতে তুলে দিলেন পুরষ্কারও। শহরের বিভিন্ন জায়গাতেও আজ দেখা মিলবে এই বেগুনী সান্তার।

 

 

 

09:36 AM (IST) Dec 25

বড়দিনে উপহার পেল বনগাঁর ভবঘুরেরা

বড়দিন উপলক্ষে বনগাঁ শহরের রাস্তায় এবং বনগাঁ স্টেশন যে সমস্ত ভবঘুরেরা রয়েছেন তাদেরকে বড়দিনের উপহার স্বরূপ কম্বল ও কেক দিল বনগাঁর শক্তিগড়ের বাসিন্দা স্বপ্না সাহা মণ্ডল। খ্রিষ্টধর্মের প্রধান উৎসব ক্রিসমাস ডে তে  খ্রিস্ট ধর্ম অবলম্বী মানুষ ছাড়াও উৎসবে মেতে ওঠে উৎসব প্রিয় সকল বাঙালি। বাঙালির বারো মাসে তেরো পার্বণ এর মধ্যে এই বড়দিনের উৎসব অন্যতম।
 

07:44 AM (IST) Dec 25

সান্তা সেজে দুঃস্থদের কেক ও শীতবস্ত্র বিলি করলেন পুলিশকর্মীরা

এসডিপিও ক্যানিং দিবাকর দাস ও আইসি ক্যানিং আতিবুর রহমানের নেতৃত্বে কয়েকজন পুলিশকর্মী হাজির হয়েছিলেন ক্যানিং স্টেশান চত্বরে। নিজেরাই সান্তা সেজে অসহায়, দুঃস্থ, গৃহহীনদের হাতে বড়দিনের উপহার তুলে দিলেন। শুধু ক্যানিং স্টেশন নয়, আশপাশের বাজার এলাকা, রাস্তা ঘাটের বিভিন্ন প্রান্তে যে সমস্ত ভবঘুরে, দুঃস্থ অসহায় মানুষের দেখা পেয়েছেন যারা শীতে কষ্ট পাচ্ছেন তাঁদের কাছে এভাবেই সান্তা সেজে কম্বল, চাদর ও কেক নিয়ে হাজির হয়েছেন পুলিশকর্মীরা। 

07:15 AM (IST) Dec 25

ক্রিসমাসে পার্কস্ট্রিটে ৭ ফুটের সান্তাকে ঘিরে উৎসাহ তুঙ্গে শহরের কচিকাচাদের

ক্রিসমাসে পার্কস্ট্রিটে ৭ ফুটের সান্তাকে ঘিরে উৎসাহ তুঙ্গে শহরের কচিকাচাদের। পাশেই রয়েছে ৭ ফুটের এক লম্বা পরীও।

06:14 AM (IST) Dec 25

উৎসবে সিসিটিভির মাধ্যমে নজরদারি সারা শহরে

 সিসিটিভির মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে। নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে পার্ক স্ট্রিট মোড়ের কাছে থাকছে  পুলিশের অস্থায়ী কন্ট্রোল রুম।

05:29 AM (IST) Dec 25

পার্ক স্ট্রিটে নিরাপত্তার দায়িত্বে প্রায় ৩ হাজার পুলিশ কর্মী

ক্রিসমাস উপলক্ষ্য়ে পার্ক স্ট্রিট ও সংলগ্ন এলাকায় নিরাপত্তার দায়িত্বে রয়েছেন প্রায় ৩ হাজার পুলিশ কর্মী।

05:10 AM (IST) Dec 25

রাতভর পার্কস্ট্রিটে মানুষের ঢল

রাতভর পার্কস্ট্রিটে মানুষের ঢল। কোভিড বিধি শিথিল থাকায়, রাতভর কলকাতার পার্কস্ট্রিটে অসংখ্য মানুষ। আলোর রোশনাইয়ে সেজে উঠেছে সারা শহর।   সান্তাদের উপহারে এযেনও এক অন্য কলকাতা।

12:28 AM (IST) Dec 25

ক্রিসমাসে খোশ মেজাজে মনিকা বাত্রা

ক্রিসমাসে খোশ মেজাজে দারুন সাজে ভারতীয় টেবিল টেনিস প্লেয়ার মনিকা বাত্রা। টুইট করে নিজেই ছবি শেয়ার করলেন।

 

 

11:09 PM (IST) Dec 24

সেন্ট পল ক্যাথিড্রালে মুখ্যমন্ত্রী

সেন্ট পল ক্যাথিড্রাল চার্চের গেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্বাগত জানান আর্চ বিশপ

 

11:07 PM (IST) Dec 24

সেন্ট পল ক্যাথিড্রাল-এর ক্রিসমাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

সেন্ট পল ক্যাথিড্রাল-এর ক্রিসমাস অনুষ্ঠানে প্রতিবারের মতো এবারও হাজির থাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দেখুন ভিডিও

 

11:00 PM (IST) Dec 24

বেলুড়মঠে যিশু পূজো

বেলুড়মঠে যিশু পূজো।  প্রতি বছরের মতো  এই বছরেও  করোনা আবহে সাধারণ দর্শনার্থীদের বাদ দিয়েই  সাড়ম্বরে পালিত হল বেলুড়মঠে প্রভু যীশুর পূজা। বেলুড় মঠের শাস্ত্র মতে  বড়দিনের আগের দিনে বেলুড় মঠের মূল মন্দিরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের সামনেই অনুষ্ঠিত হয় যীশু পূজো।

10:55 PM (IST) Dec 24

সেজে উঠেছে সেন্ট পল ক্যাথিড্রাল চার্চ

কলকাতা শহরের বুকে গথিক নির্মাণের নির্দশনে ভরা চার্চের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হল সেন্ট পল ক্যাথিড্রাল, এর বিশাল নির্মাণ, স্থাপত্য়শৈলী ব্রিটেনের বুকে থাকা চার্চগুলোর স্থাপত্যকে খেয়াল করিয়ে দেয়, ক্রিসমাস মানেই সেন্ট পল ক্যাথিড্রাল সকলের কাছে এক আকর্ষণের জায়গা। 

 

09:14 PM (IST) Dec 24

দিল্লিকে কড়া কোভিড সতর্কতা

দিল্লিতে কোভিড সতর্কতা আরও কড়া হয়েছে বড়দিন উপলক্ষ্যে। বন্ধ করে দেওয়া হয়েছে একাধিক চার্চ। 

 

09:07 PM (IST) Dec 24

নদিয়ায় বড়দিনের ছোঁয়া

২৫ শে ডিসেম্বর অর্থাৎ বড়দিনের (Christmas) প্রাক মুহূর্তে নদিয়ার কৃষ্ণ নগরের ক্যাথলিক চার্চেও (Catholic Church) উৎসবের আমেজ।  সেজে উঠেছে চার্চ।  খ্রিস্টমাস আগত মানেই নতুন ইংরিজি বর্ষ অর্থাৎ ২০২২ আমাদের দরজায় করা নাড়ছে । কিন্তু বড়ো দিন কি ? কেনো খ্রিস্টান রা এই দিনটিকে এত আড়ম্বরের সাথে পালন করেন ? আরও জানতে ক্লিক করুন এখানে

Christmas: জেনে নিন বড়দিনের এক অন্য আখ্যান, কৃষ্ণনগর চার্চে সাজ সাজ রব

07:59 PM (IST) Dec 24

ওমিক্রন নিয়ে সতর্ক করল কেন্দ্র

উল্লেখযোগ্যভাবেই গোটা বিশ্ব জুড়েই বৃদ্ধি পাচ্ছে করোনাভাইরাসের (Coronavirus) নতুন রূপ ওমিক্রন (Omicron) আক্রান্তের সংখ্যা। যা বিশ্বে কোভিড -১৯ (Covid-19)-এর চতুর্থ তরঙ্গে ডেকে আনকে পারে বলেও মনে করেছেন বিশেষজ্ঞরা। এই অবস্থায় পিছিয়ে নেই ভারত। এদেশেও বাড়ছে কোভিড ১৯ আক্রান্তের সংখ্যা। শুক্রবার দেশে ওমিক্রন আক্রান্তের পরিসংখ্যন ৩৫৮। বছরের শেষে উৎসবের সময় যাতে নতুন করে সংক্রমণ আরও বেশি না ছড়ায় সেদিকে বিশেষ নজর দেওযার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকার। Omicron Alert: করোনার চতুর্থ তরঙ্গে সাক্ষী হতে চলেছে বিশ্ব, উৎসবের দিনে ওমিক্রন নিয়ে সতর্ক করল কেন্দ্র

05:47 PM (IST) Dec 24

পার্ক স্ট্রিটের ট্র্যাফিক রুট ২৪ ও ২৫-এ কেমন থাকবে

২৪ ডিসেম্বর সন্ধ্যার পর থেকে এবং ২৫ ডিসেম্বর পার্ক স্ট্রিটের ট্র্যাফিকের রুট কেমন থাকবে, এক নজরে দেখে নিন

 

05:43 PM (IST) Dec 24

পার্ক স্ট্রিটের আরও সাজ, দেখুন ভিডিও

পার্ক স্ট্রিটে ক্রিসমাস সেলিব্রেশনে মানুষের ঢল, নিয়নের আলোয় মুখ ঢেকেছে পথ-ঘাট, পার্ক স্ট্রিটের এমন রূপ তুলে ধরলেন এক তরুণী। 

 

05:39 PM (IST) Dec 24

ক্রিসমাস উপলক্ষে অপরূপ সাজে পার্ক স্ট্রিট

ক্রিসমাস উপলক্ষে অপরূপ সাজে সেজে উঠেছে পার্ক স্ট্রিট, সেই ছবি ধরা পড়ল ক্যামেরায়, সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন এক তরুণী

 

05:34 PM (IST) Dec 24

আসছে সান্তা

আসছে সান্তা, এমনই ছবি টুইটারে পোস্ট করলেন একজন

 

05:29 PM (IST) Dec 24

ক্রিসমাসের অপরূপ সাজে পার্ক স্ট্রিট

ক্রিসমাস উপলক্ষে সেলিব্রেশন শুরু হয়ে গিয়েছে কলকাতার পার্ক স্ট্রিটে, তারই কয়েক ঝলক রইল আপনাদের জন্য 

 

05:27 PM (IST) Dec 24

ক্রিসমাসের উৎসবে সেজে উঠেছে পদুচেরি

রঙের বাহারি আলো, উৎসবের উন্মাদনা, পদুচেরি জুড়ে এখন শুধুই ক্রিসমাস সেলিব্রেশনের আবহ, তারই কয়েক ঝলক আপনাদের জন্য

 

05:25 PM (IST) Dec 24

ক্রিসমাসের কেনাকাটায় খুশি সুরাটের ব্যবসায়ীরা

অতিমারির আতঙ্ক কাটিয়ে ক্রিসমাসের কেনাকাটায় দোকানে দোকানে ভিড় করছে মানুষ. কেনাকাটার বহরে খুশি সুরাটের ব্যবসায়ীরা। 

 

05:13 PM (IST) Dec 24

সেজে উঠেছে সুরাঠ

ক্রিসমাস উপলক্ষে সেজে উঠেছে সুরাত, সেখানে এভাবেই গীর্জাগুলোকে সাজানো হয়েছে, ক্রিসমাসের কেনাকাটায় খুশি সুরাঠের ব্যবসায়ীরা। 

 

05:07 PM (IST) Dec 24

ক্রিসমাস ও নিউ ইয়ার সেলিব্রেশনে নিষেধাজ্ঞা

কোভিড ১৯ পরিস্থিতির কথা মাথায় রেখে ক্রিসমাস সেলিব্রেশন ও নিউ ইয়ার সেলিব্রেশনে নিষেধাজ্ঞা জারি করল ওড়িশা সরকার। এক নির্দেশিকায় পরিস্কার করে বলা হয়েছে যে ২৫ তারিখ এবং ২ তারিখ প্রকাশ্যে কোনও জমায়েত. ব়্যালি এবং উৎসব সেলিব্রেশন বন্ধ।