ঘুমের মধ্যে খুব নাক ডাকেন? জানেন এর পিছনে লুকিয়ে থাকতে পারে মারাত্মক রোগ

Published : Dec 21, 2024, 03:55 PM IST

নাক ডাকার ফলে ঘুমের ব্যাঘাত ঘটে, কিন্তু কেন নাক ডাকা হয়, কোন সমস্যা আছে কিনা, তা কেউ ভাবে না। আসলে নাক ডাকা ভালো নয়। এটি আপনার স্বাস্থ্য সমস্যার লক্ষণ হতে পারে। 

PREV
16

আজকাল অনেকেই নাক ডাকেন। নারী-পুরুষ নির্বিশেষে নাক ডাকার সমস্যা দেখা যায়। নাক ডাকার ফলে পাশের মানুষের ঘুম নষ্ট হয়। নাক ডাকাকে ছোটখাটো সমস্যা ভাবলেও এটি মোটেও ছোট সমস্যা নয়। 

26

অনেকেই জানেন না যে তারা নাক ডাকেন। অনেকে গভীর ঘুমে নাক ডাকা শুরু করেন। এটি কেবল গভীর ঘুমের কারণেই হয় না, এটি গুরুতর স্বাস্থ্য সমস্যার লক্ষণ। নিয়মিত নাক ডাকলে অবহেলা করবেন না।

36

যারা নিয়মিত নাক ডাকেন, তাদের পালমোনোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত। 

46

স্লিপ অ্যাপনিয়া পরীক্ষা করানো জরুরি। স্লিপ অ্যাপনিয়ায় ঘুমের মধ্যে শ্বাস বন্ধ হয়, শরীরে অক্সিজেন কমে যায়।

56

থাইরয়েডের সমস্যাও নাক ডাকার কারণ। থাইরয়েডের সমস্যা বেশি হলে নাক ডাকার প্রবণতা বাড়ে।

66

থাইরয়েডের সমস্যা বাড়লে স্লিপ অ্যাপনিয়াও হতে পারে। স্থূলতা, বিশেষ করে পেটের স্থূলতা থাইরয়েডের সমস্যা বাড়ায়।

click me!

Recommended Stories