অধিক মাত্রায় পেইন কিলার খাচ্ছেন? ধীরে ধারে কমতে থাকবে এই উপাদান, ঘনিয়ে আসবে মৃত্যু! জেনে নিন

অধিক মাত্রায় পেইন কিলার খাচ্ছেন? ধীরে ধারে কমতে থাকবে এই উপাদান, ঘনিয়ে আসবে মৃত্যু! জেনে নিন

রক্তে সোডিয়ামের অভাবকে হাইপোনাট্রেমিয়া বলা হয়। এটি ঘটে যখন শরীরে জল এবং সোডিয়ামের ভারসাম্য বিঘ্নিত হয়। অর্থাৎ রক্তে হয় খুব বেশি জল রয়েছে বা পর্যাপ্ত সোডিয়াম নেই তখন একে হাইপোনাট্রেমিয়া বলে।

সাধারণত, দেহে সোডিয়াম স্তর প্রতি লিটারে ১৩৫ থেকে ১৪৫ মিলিওকুইভ্যালেন্টের মধ্যে হওয়া উচিত।

Latest Videos

হাইপোনাট্রেমিয়া ঘটে যখন আপনার সোডিয়াম স্তর ১৩৫ মিলিওকুইভ্যালেন্টের এর নীচে নেমে যায়। যদি রক্তে সোডিয়াম স্তরটি ধীরে ধীরে হ্রাস পায় তবে প্রাথমিকভাবে কোনও লক্ষণ অনুভব করতে না পারলেও পরে বেশ কিছু লক্ষণ দেখা দিতে পারে। যেমন -

অলসতা

ক্লান্তি

মাথাব্যথা

বমি

পেশী ক্র্যাম্প

বিভ্রম

বিরক্তি

হাইপোনাট্রেমিয়া বিভিন্ন কারণে হতে পারে। যদি শরীরে খুব বেশি জল এবং ইলেক্ট্রোলাইট থাকে তবে দেহে সোডিয়ামের মাত্রা খুব কম হতে পারে। এক্ষেত্রে গুরুতর বমি বা ডায়রিয়া দেখা দেয়

এন্টিডিপ্রেসেন্টস বা পেইনকিলার অধিক মাত্রায় ব্যবহার করলে এই সমস্যা দেখা দেয়।

এ ছাড়া মূত্রবর্ধক খেলে, বা ডিহাইড্রেশন, কিডনির রোগ বা

লিভার রোগর মত সমস্যা দেখা দিলে হাইপোনাট্রেমিয়া হতে পারে।

হাইপোনাট্রেমিয়া থেকে হার্ট অ্যাটাক হতে পারে বা

অস্টিওপোরোসিস,মস্তিষ্ক ফুলে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়।

Share this article
click me!

Latest Videos

আর ৮ মাস! জুলাই-অগাস্টে রাজ্যে অকাল ভোট হতে চলেছে! জানালেন BJP সাংসদ | BJP News | Samik Bhattacharya
অসাধ্য সাধন! যথেষ্ট পরিকাঠামো না থাকার সত্ত্বেও ৮০০ গ্রামের শিশুকে বড় করে তুলল বারাসাত মেডিক্যাল
TMC-কে ভোট দিলেই মিলছে ঠোঙা ভর্তি মুড়ি ও চানাচুর! শোরগোল মেদিনীপুরে | Midnapore | WB By election
'ভাইপোর চাকর পুলিশ কেন বিজেপি পোলিং এজেন্টদের গ্রেফতার করল?' গর্জে উঠে প্রশ্ন তুললেন শুভেন্দু
বাজার থেকে ফেরার পথেই ঘটলো অঘটন! আতঙ্কের ছায়া শান্তিপুরে, দেখুন | Nadia News Today