Health Tips: কয়েক হাজার ওষুধের শিশি বাজার থেকে প্রত্যাহারের নোটিশ প্রস্তুতকারী সংস্থার

সর্দি-কাশির ওষুধ বেনেড্রিলের ২৩০০ বোতল বাজার থেকে তুলে নেওয়ার নির্দেশ দিয়েছে প্রস্তুতকারক সংস্থা। শিশুদের জন্য বিষক্রিয়া প্রতিরোধী মোড়ক না থাকার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
Deblina Dey | Published : Mar 24, 2025 1:37 PM
111

সর্দি-কাশির সমস্যার জন্য বেনেড্রিল অতি পরিচিত একটি নাম। কিন্তু সেই ওষুধেরই ২৩০০টি বোতল বাজার থেকে চেয়ে পাঠাল প্রস্তুতকারী সংস্থা।

211

২০শে মার্চ এই মর্মে একটি বিবৃতি দিয়ে আমেরিকার কনজ়িউমার প্রডাক্ট সেফটি কমিশন জানিয়েছে ওই ওষুধের প্রস্তুতকারক সংস্থা আরসেল ইনকর্পোরেশন স্বতপ্রণোদিত হয়ে ওই প্রায় আড়াই হাজার ওষুধের শিশি বাজার থেকে প্রত্যাহার করতে বলেছে। 

311

একটি সর্বভারতীয় সংবাদসংস্থা ওই খবর প্রকাশ করে। ঠাণ্ডা গরমের এই ঋতু পরিবর্তনের সময়ে যখন ঘরে ঘরে সর্দিকাশির প্রকোপ, ঠিক সেই সময়েই ওষুধের সাথেই ঘরে আসছে বিষক্রিয়ার ছোবল। 

411

এক কাশির ওষুধ প্রস্তুতকারক সংস্থা এবার স্বতপ্রণোদিত হয়ে প্রায় আড়াই হাজার ওষুধের শিশি বাজার থেকে প্রত্যাহার করার অনুরোধ জানিয়েছে। 

511

কারণ? ওই শিশির মোড়ক থেকেই নাকি শিশুদের বিষক্রিয়া হওয়ার ঝুঁকি রয়েছে। আরসেল ইনকর্পোরেশন ‘বেনেড্রিল লিক্যুইড এলিক্সির’-এর ১০০ মিলিলিটারের বোতলগুলি চেয়ে পাঠিয়েছে। 

611

গাঢ় বাদামি রঙের বোতলের উপরে গোলাপি এবং সাদা রঙের লেবেল সাঁটা। তার উপরে নীল রঙের হরফে লেখা ওষুধের নাম। ওই বিশেষ বোতলগুলির প্যাকেটের নীচের সাদা অংশে লেখা রয়েছে একটি কোড— ‘এক্স০০৩ভিআরআইজিইউএল’।

711

আরসেল জানিয়েছে, যে সমস্ত মোড়কের নীচে সাদা লেবেলে কালো হরফে ওই কোড লেখা আছে, কেবল সেগুলিই প্রত্যাহার করা দরকার। বিবৃতিতে বলা হয়েছে, ওই কাশির রয়েছে ডাইফেনহাইড্রামাইন। শিশুদের নাগাল থেকে সুরক্ষিত রাখতে বিষক্রিয়া প্রতিরোধক মোড়কের আইন মেনে বিশেষ মোড়কের ব্যবহার করতে হয়। 

811

কিন্তু ওই ২৩০০টি বোতলে সেই সুরক্ষাবিধি না মানার ফলেই যত গণ্ডগোল। শিশুদেররা না বুঝে ওই ওষুধ খেয়ে ফেলতে পারে। যদিও এখনও পর্যন্ত ওই সংক্রান্ত কোনও দুর্ঘটনার খবর পায়নি সংস্থাটি, তবুও ওষুধ প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে তারা।

911

ওই বিশেষ ২৩০০টি বোতল উৎপাদিত হয়েছে কানাডায় এবং অনলাইনে বিক্রি করা হয়ছে। গত ২০২৩ সালের জুলাই মাস থেকে ২০২৪ সালের অক্টোবর পর্যন্ত অ্যামাজ়ন অনলাইন বিপণনে বিক্রি হয়েছে ওই বোতলগুলি, যার দাম ছিল ১২০০ - ১৩০০ টাকা। 

1011

আপনার কাছে এই ওষুধ থাকলে প্রথমেই শিশির প্যাকেটের গায়ে ওই কোড লেখা আছে কিনা তা দেখে নিন। যদি বিপদ বোঝেন তবে তা শিশুদের ধরাছোঁয়ার বাইরে রাখবেন। ওই ওষুধের বোতলের কথা আরসেলকে জানালে গ্রাহক সম্পূর্ণ অর্থ ফেরতও পাবেন। 

1111

তবে আরসেলকে রিপোর্ট করার সময় অ্যামাজনে ওই ওষুধ ক্রয়ের ছবি এবং অর্ডার নম্বর অবশ্যই পাঠাতে হবে।শিশুর সুরক্ষার্থে আপনিও একবার দেখে নিন ওই লটের কোনো ওষুধ আপনার ঘরে নেই তো!

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos