আরসেল জানিয়েছে, যে সমস্ত মোড়কের নীচে সাদা লেবেলে কালো হরফে ওই কোড লেখা আছে, কেবল সেগুলিই প্রত্যাহার করা দরকার। বিবৃতিতে বলা হয়েছে, ওই কাশির রয়েছে ডাইফেনহাইড্রামাইন। শিশুদের নাগাল থেকে সুরক্ষিত রাখতে বিষক্রিয়া প্রতিরোধক মোড়কের আইন মেনে বিশেষ মোড়কের ব্যবহার করতে হয়।