আমাদের ভারতীয়দের চা বলতে প্রাণ। সকাল, দুপুর, সন্ধ্যা চা চাই-ই চাই। কিন্তু সবাই কি একইভাবে চা বানায়? কেউ জল, চা পাতা দিয়ে ফোটায়, আবার কেউ দুধ দিয়ে ফোটায়। চা খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে, ওজন কমে, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে বলে শোনা যায়। কিন্তু ক্যাফেইনযুক্ত এই চা বারবার ফোটালে স্বাস্থ্যের জন্য ভালো না। এর ফলে নানা পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।