কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের নিউরোসাইকাস্ট্রিস্ট ডাক্তার ভ্যালেরি ভুনের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, পর্ণ ভিডিও মাদকদ্রব্যের থেকেও ক্ষতিকর।
সদ্য প্রকাশ্যে এক চাঞ্চল্যকর তথ্য। বর্তমানে পর্ণ ভিডিও দেখার চল ক্রমে বাড়ছে। গোটা প্রজন্মের যুবদের গ্রাস করে চলেছে এমন খারাপ অভ্যেস। আর এই পর্ণ ভিডিও দেখার অভ্যেসই ক্ষতি করছে বর্তমান প্রজন্মের। এক কারণে দেখা দিচ্ছে মানসিক জটিলতা। প্রভাব পড়ছে মস্তিষ্কের ওপর। সদ্য প্রকাশ্যে এসেছে এমন তথ্য।
কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের নিউরোসাইকাস্ট্রিস্ট ডাক্তার ভ্যালেরি ভুনের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, পর্ণ ভিডিও মাদকদ্রব্যের থেকেও ক্ষতিকর। কোনও ব্যক্তি অতিমাত্রায় পর্ণ ভিডিও দেখলে তার মধ্যে এক প্রকার হ্যালুসিনেশন কাজ করে। যার কারণে মস্তিষ্কের ক্রিয়াকলাপ হ্রাস পেতে শুরু করে। এর প্রভাবে নাম বা বস্তুর নাম মনে রাখতে কঠিন সমস্যার মুখোমুখি হতে হয়। নিয়মিত ভিজিও দেখার অভ্যেস করলে এক প্রকার নির্ভরশীলতা দেখা যায়। সারাদিন শারীরিক কোনও চাহিদা তৈরি না হলেও একটি নির্দিষ্ট সময় দেহ চাইবে উত্তেজিত হতে। অর্থাৎ এটি অভ্যেসে পরিণত হবে। এর কারণে শরীর বা মন কোনও ভাবে নিয়ন্ত্রণ করা যাবে না। এটি খানিকটা ড্রাগের নেশার মতো কাজ করবে।
তাই সুস্থ থাকতে সতর্ক হন। সব সময় মনে রাখবেন নিয়মিত পর্ন ভিডিও দেখার অভ্যেস আপনার স্মৃতিশক্তির ওপর প্রভাব ফেলে। তেমনই দাম্পত্য জীবনে প্রভাব ফেলবে। কারণে এক্ষেত্রে সঙ্গীকে আলাদা রূপে ভাবতে শুরু করে থাকে অনেকে। তেমনই মস্তিষ্কের কার্যকলাপ হ্রাস পায়। অন্যদিকে ড্রাগের নেশার মতো কারণ ছাড়া শরীর উত্তেজিত বোধ করবে। তাই সময় থাকতে সতর্ক হন। এই সমস্যা শুরু আগে তা নিয়ন্ত্রণ করুন। ভুলেও আপনার পর এমন জটিলতাকে আধিপত্য বিস্তার করতে দেবেন না। মনে রাখবেন, নিয়মিত পর্ণ ভিডিও দেখার কারণে নানান ক্ষতি হতে পারে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন
আই ড্রপ থেকে বড় ক্ষতি হতে পারে চোখের, জেনে নিন এগুলি ব্যবহারের সঠিক নিয়ম
এই সাত খাবার থেকে হতে পারে ক্যান্সার, সুস্থ থাকতে বিশেষ নজর দিন খাদ্যতালিকায়