নন্দগোপালকে ৫৬ ভোগ দিলেই হল না, জানেন কি এই বিশেষ জিনিসটি ভুলে গেলেই হতে পারে বড় ক্ষতি

এই বছর জন্মাষ্টমীতে অতি উত্তম সংযোগ রয়েছে। অনেকেই জন্মাষ্টমীর দিন ছাপান্ন ভোগের আয়োজন করেছেন। তবে ছাপান্ন ভোগ দিলেই হল না এই কিছু নিয়ম-কানুনও রয়েছে। যা নিষ্ঠা ভরে পালন করতে হবে। তবে জানেন কি জন্মাষ্টমীর দিন গোপালের ছাপান্ন ভোগের মধ্যে এই বিশেষ জিনিসগুলি না রাখলেই প্রচন্ড রুষ্ট হবেন শ্রীকৃষ্ণ। সুতরাং শ্রীকৃষ্ণকে ছা্পান্ন ভোগ নিবেদনের আগে জেনে নিন  কিছু নিয়মবিধি।


হিন্দুধর্মের বারো মাসে তোরো পার্বনের মধ্যে জন্মাষ্টমী হল অন্যতম প্রধান উৎসব।  তবে যে কোনও অষ্টমী তিথিকে খুব একটা শুভ দিন বলে মানা হয় না।  গোকূলে দেবকীর অষ্টম গর্ভে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টম দিনে বা অষ্টম তিথিতে জন্ম হয় কৃষ্ণের। এই জন্মাষ্টমী তিথির আর এক নাম গোকূল অষ্টমী। তারপর থেকেই সারা ভারতবর্ষে  প্রতি বছর এই জন্মাষ্টমীর গুরুত্ব বাড়তে শুরু করে। আগামীকাল সারা দেশ জুড়ে পালিত হবে জন্মাষ্টমী। ইতিমধ্যেই তোড়জোড় শুরু হয়ে গেছে জোরকদমে। এই বছর জন্মাষ্টমীতে অতি উত্তম সংযোগ রয়েছে। অনেকেই জন্মাষ্টমীর দিন ছাপান্ন ভোগের আয়োজন করেছেন। তবে ছাপান্ন ভোগ দিলেই হল না এই কিছু নিয়ম-কানুনও রয়েছে। যা নিষ্ঠা ভরে পালন করতে হবে। তবে জানেন কি জন্মাষ্টমীর দিন গোপালের ছাপান্ন ভোগের মধ্যে এই বিশেষ জিনিসগুলি না রাখলেই প্রচন্ড রুষ্ট হবেন শ্রীকৃষ্ণ। সুতরাং শ্রীকৃষ্ণকে ছা্পান্ন ভোগ নিবেদনের আগে জেনে নিন  কিছু নিয়মবিধি।


জন্মাষ্টমীর বিশেষ ভোগ হল ছাপান্ন ভোগ। এই ছাপান্ন ভোগ দিয়েই শ্রীকৃষ্ণকে ভোগ  নিবেদন করা হয়। এই ভোগ ছাড়া জন্মাষ্টমীর পুজো সম্পন্ন হয়না। তবে এই ভোগ দিলেই হল না। এই কিছু নিয়মও রয়েছে। যা সঠিক নিয়ম মতো না করলে প্রচন্ড রুষ্ট হন ভগবান শ্রীকৃষ্ণ। বিশেষ  করে জন্মাষ্টমীর দিন  ছাপান্ন ভোগের মধ্যে এই বিশেষ জিনিসগুলি না রাখলেই প্রচন্ড রুষ্ট হবেন শ্রীকৃষ্ণ।  এবং সেগুলি কীভাবে পরিবেশন করতে হবে তাও জানতে হবে নিয়ম মতো। জন্মাষ্টমীর দিন দুধের তৈরি খাবারগুলি সবার আগে পরিবেশন করতে হবে। এই ভোগের মধ্যে থাকবে ১৬ ধরনের জলখাবার, ২০ টি মিষ্টি এবং ২০ ধরনের শুকনো ফল। গোপালের প্রধান খাবার হল মাখন ও মিছরি। কারণ এই দুটো খাবারই নন্দগোপালের ভীষণ প্রিয়। ভোগ সাজানোর সময়েও প্রথমে দুধের তৈরি খাবার এবং শেষে মিষ্টি দিয়ে সাজাতে হয়।

Latest Videos

 

 

 ইতিমধ্যেই জন্মাষ্টমীর আয়োজন শুরু হয়ে গিয়েছে। এই বছর জন্মাষ্টমীতে অতি উত্তম সংযোগ রয়েছে।  জন্মাষ্টমীর দিন  এই ছাপান্ন ভোগ প্রথম শ্রী কৃষ্ণকে নিবেদন করা হয় এবং পরে এই ভোগ সকলকে প্রসাদ হিসেবে দেওয়া হয়। তবে এই ভোগের মধ্যে গোপালের পছন্দের জিনিস না থাকলেই তিনি রুষ্ট হন। জন্মাষ্টমীর ব্রত পালনের সময় নিয়ম মেনে পুজো করলে সুফল পাওয়া যায়। যেমন পুজোর প্রয়োজনীয় উপকরণ অর্থাৎ ফুল,  পঞ্চগব্য, পঞ্চগুড়ি, আতপ চাল, ফলের নৈবেদ্য, তুলসীপাতা, দূর্বা, ধূপ, দীপ, পাট, বালি,তুলসীপাতা, দূর্বা, পঞ্চবর্ণের গুড়ো, মধু পর্কের বাটি, আসন-অঙ্গুরী সংগ্রহ করতে হয়। জন্মাষ্টমীর দিন সঠিক  নিয়ম মেনে পুজো করলে তবেই কিন্তু সঠিক ফল পাওয়া যাবে। জন্মদিনের দিন  একেবার নবরূপে সুসজ্জিত করতে হয় শ্রী কৃষ্ণকে। সেখানে রাখা হয় ঝুলন, নতুন জামা, ময়ূরের পালক লাগানো মুকুট, পাঞ্চজন্য শঙ্খ, বাঁশি, সুদর্শন চক্র, ফুলের মালা, হাতে বালা, এই সব দিয়ে সাজিয়ে তুলতে হবে শ্রী কৃষ্ণকে। জন্মাষ্টমীর  দিনে গোপালকে স্নান করানো হয় দুধ দিয়ে।   জন্মাষ্টমীর  দিন মনের ইচ্ছা খুব শীঘ্রই পূরণ হয় বলে মনে করা হয়। নিষ্ঠা ভরে ছাপান্ন ভোগ দিয়েই শ্রীকৃষ্ণকে ভোগ  নিবেদন করলেই স্বপ্নপূরণ হবে আপনার

Read more Articles on
Share this article
click me!

Latest Videos

'কয়লার ৭৫ ভাগ তৃণমূলের (TMC) পকেটে যায়' বিস্ফোরক অভিযোগ শুভেন্দুর (Suvendu Adhikari)
Nadia-এ ডাম্পিং গ্রউন্ড ঘিরে বিতর্ক! থানায় আটক বিজেপি বিধায়ক! দেখুন | Nadia News Today
ট্যাব কেলেঙ্কারির প্রতিবাদে শিক্ষকদের জোরদার বিক্ষোভ! দাবি সঠিক তদন্তের! | Bengal Tab Scam
Guyana-র সরস্বতী বিদ্যা নিকেতন স্কুলে Narendra Modi, কথা বললেন পড়ুয়াদের সঙ্গে
Suvendu Adhikari Live: বিধানসভার বাইরে মুখোমুখি শুভেন্দু অধিকারী, দেখুন সরাসরি