পরিারকে রাখুন সুস্থ, জেনে নিন কীভাবে খুব সহজে ও চটজলদি পরিষ্কার করবেন বাড়ির ডোরম্যাট

ডোরম্যাট পরিষ্কারের টিপস: আপনার বাড়ির ডোরম্যাট খুব সহজেই কীভাবে পরিষ্কার করবেন তা এই পোস্টে দেখুন।

Parna Sengupta | Published : Nov 12, 2024 5:45 PM IST
16

আমরা প্রত্যেকেই রান্নাঘর থেকে শুরু করে বাড়ির সব জিনিসপত্র মাঝেমধ্যেই পরিষ্কার করি। বাড়িও ঘন ঘন মোছা হয়। কিন্তু বাড়িতে থাকা ডোরম্যাট আমাদের অনেকেই পরিষ্কার করি না। দুই-তিন মাস হলেও দেয়ালে ঝেড়ে আবার ব্যবহার করেন অনেকে। আবার কেউ কেউ বছরে একবার করে পুরনো ডোরম্যাট ফেলে দিয়ে নতুন ডোরম্যাট কিনে ব্যবহার করেন।

26

আর আমরা আমাদের বাড়ি যতই পরিষ্কার রাখি না কেন, ডোরম্যাট পরিষ্কার না রাখলে সবই বৃথা।তেমনি অনেকে ডোরম্যাট ব্রাশ করে খুব কষ্ট করে ধোয়েন। কিন্তু এখন আর কোন কষ্ট ছাড়াই ১০ মিনিটে আপনার বাড়িতে থাকা ডোরম্যাট খুব সহজেই ধুয়ে ফেলতে পারবেন জানেন? তাও কোনও ধুলো-ময়লা ছাড়াই। 

36

তাহলে এবার আপনার বাড়িতে থাকা ডোরম্যাট খুব সহজেই কীভাবে পরিষ্কার করবেন তা এই পোস্টে দেখে নিন।

ডোরম্যাট সহজেই পরিষ্কার করার টিপস:

এর জন্য প্রথমে একটি চওড়া বালতিতে গরম জল ঢেলে নিন। তারপর তাতে আপনার বাড়িতে থাকা সমস্ত ডোরম্যাট ঢুবিয়ে রাখুন। প্রায় আধ ঘন্টা ডোরম্যাট গরম জলে ভিজিয়ে রাখুন। তারপর সাধারণ জলে ভালো করে ধুয়ে ফেলুন। এভাবে করলে ডোরম্যাটে থাকা অর্ধেক ময়লা দূর হয়ে যাবে।

46

এরপর আবার সেই বালতিতে হালকা গরম জল ঢেলে নিন। তারপর তাতে ২ চামচ ডিটারজেন্ট পাউডার, ভিনেগার বা বেকিং সোডা মিশিয়ে ভালো করে ঘুলে নিন। জল গরম থাকায় হাত ব্যবহার করবেন না। একটি বড় লাঠি ব্যবহার করুন। তারপর তাতে তিন ঢাকনা ডেটল ঢেলে দিন।

56

ডেটল জীবাণুনাশক হওয়ায় ডোরম্যাটে থাকা জীবাণু খুব সহজেই দূর করে দেবে। এরপর ডোরম্যাট প্রায় এক ঘন্টা ভিজিয়ে রাখুন। এক ঘন্টা পর প্রতিটি ডোরম্যাট সাধারণ জলে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে ব্যবহার করুন।

66

এই পদ্ধতি অনুসরণ করলে আপনার ডোরম্যাট হাত ব্যথা ছাড়াই সহজেই ধুয়ে ফেলতে পারবেন। আপনার যদি এই টিপস ভালো লেগে থাকে তাহলে আপনিও আপনার বাড়িতে থাকা ডোরম্যাট একবার এভাবে ধুয়ে দেখুন!

বিঃদ্রঃ আপনার পরিবারের স্বাস্থ্যের কথা মাথায় রেখে সপ্তাহে অন্তত একবার আপনার বাড়িতে থাকা ডোরম্যাট অবশ্যই ধুয়ে ফেলুন।

Share this Photo Gallery
click me!

Latest Videos