গিজার অন করে রাখবেন না
অনেকেই গিজার অন করে রেখে দেন এবং ভুলে যান। কিন্তু গিজার দীর্ঘক্ষণ অন করে রাখা উচিত নয়। কারণ এতে গিজার বিস্ফোরিত হতে পারে। বিদ্যুৎ বিলও বেশি আসে। তাই প্রয়োজনে অন করে পরে অফ করে দেওয়া উচিত।
অফ করার পরই ব্যবহার করুন
গিজার কেনার সময় ভালো স্টোরেজ ক্যাপাসিটি আছে কিনা তা দেখে নেওয়া উচিত। অনেকেই গিজারে গরম জল থাকা সত্ত্বেও আবার অন করে স্নান করেন। কিন্তু এতে বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঝুঁকি থাকে। তাই গিজার অফ করার পরই গরম জল ব্যবহার করা উচিত।