ডঃ মারিয়া টেল্কেসকে সম্মান জানাতে বিশেষ ঝলক গুগল ডুডলে, জেনে নিন তাঁর অবদান

আজ গুগল ডুডল সৌর শক্তির প্রথম পথিকৃৎ ডঃ মারিয়া টেল্কেসকে সম্মান জানাচ্ছেন। ১৯৫২ সালের এই দিনে ডঃ মারিয়া টেল্কেস প্রথম দ্য সোসাইটি অফ উইমেন ইঞ্জিনিয়ার্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেলেন।

সকাল থেকে মোবাইল, ল্যাপটপ কিংবা ডেক্সটপ- যেখান দিয়ে গুগল খুলবেন না কেন চোখে পড়বে একটি সুন্দর গ্রাফিক্স। আজ গুগল গুডলে মিলছে এক মহিলার চিত্র। তার পিছনে রয়েছ সূর্য। সেই গ্রাফিক্সে ক্লিক করলেই খুলে যাচ্ছে একটি পেজ। যেখান দেখা যাচ্ছে ডঃ মারিয়া টেল্কেসের কথা। আজ গুগল ডুডল সৌর শক্তির প্রথম পথিকৃৎ ডঃ মারিয়া টেল্কেসকে সম্মান জানাচ্ছেন। ১৯৫২ সালের এই দিনে ডঃ মারিয়া টেল্কেস প্রথম দ্য সোসাইটি অফ উইমেন ইঞ্জিনিয়ার্স অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছেলেন।

১৯০০ সালে হাঙ্গেরির বুদাপেস্টে জন্ম হয় ডঃ মারিয়া টেল্কেসের। তিনি ১৯২০ সালে বিএ ও ১৯২৪ সালে পিএইচডি ডিগ্রি লাভ করেন। এরপর মার্কিম যুক্তরাষ্ট্রে চলে যান। সেখানে বায়োফিজিসিস্ট হিসেবে কাজ শুরু করেন। ১৯৩৭ সালে তিনি মার্কিন নাগরিকত্ব লাভ করেন। ডঃ মারিয়া টেল্কেস সৌরশক্তি কমিটির সদস্য ছিলেন। তিনি এমআইটি অর্থাৎ ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অফ টেকনোলজি-র সঙ্গে যুক্ত ছিলেন। তিনি এমআইটি-র সহযোগী গবেষণা অধ্যাপক হিসেবেও কাজ করেন। তিনিন সৌর-উষ্ণ ধর তৈরির দায়িত্বের ছিলেন। তিনিই প্রথম সৌরশক্তি শব্দটি জনপ্রিয় করে তুলেছিলেন।

Latest Videos

তিনিই ১৯৭১ সালে সূর্য থেকে তাপ ও বিদ্যুৎ উভয় উৎপন্ন করার জন্য প্রথম ঘর তৈরি করেন। ১৯৮১ সালে তিনি মার্কিন ডিপার্টমেন্ট অফ এনার্জিকে ম্যাসাচুসেটসের কার্লিসেলে প্রথম সম্পূর্ণ সৌর চালিত বাড়ি, কার্লিসেল হাউসের বিকাশ ও নির্মাণে সহায়তা করেছিলেন। তিনি ১৯৬৪ সালে নারী প্রকৌশলী ও বিজ্ঞানীদের প্রথম আন্তর্জাতিক সম্মেলনে বক্তৃতা দিয়েছিলেন।

তাঁর কাজ সব সময় সকলকে অনুপ্রেরণা জুগিয়ে চলেছেন তিনি। তিনি এক সময় এনওয়াইইউ, প্রিন্সটন ইউনিভার্সিটি ও ইউনিভার্সিটি অফ ডেলাওয়্যারের মতো প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি সারা জীবন অবাক করা একাধিক কাজ করে গিয়েছে।

তিনি একাধিক পুরস্কারে ভুষিত হন। ১৯৪৫ সালে ডিস্যালিনেশন ইউনিচের জন্য OSRD সার্টিফিকেট অফ মেরিট পান। উদ্বোধনী সোসাইটি অফ উইমেন ইঞ্জিনিয়ার্স অ্যাচিভেন্ট অ্যাওয়ার্ডা পান। ১৯৭৭ সালে চার্লস গ্রিলি অ্যাবট অ্যাওয়ার্ড, আমেরিকান সোলার এনার্জি সোসাইটি পান। ২০১২ সালে ন্যাশনল ইনভেন্টার হল ফল ফ্রেম হিসেবে তাঁর নাম উঠে আসে।

এমনভাবে প্রায়শই কোনও না কোনও বিশেষ ব্যক্তিকে সম্মান জানাতে সেজে ওঠে গুগল। ডুগলে মেলে আকর্ষণীয় গ্রাফিক্স। আজও ডঃ মারিয়া টেল্কেসকে সম্মান জানাতে সেজে উঠেছে গুগল। মিলেছে এমন আকর্ষণীয় চিত্র।

আরও পড়ুন-

শীতের মরশুমে সুস্থ থাকতে খাদ্যতালিকায় যোগ করুন স্যুপ, দূর হবে নানান জটিলতা

শীতে একাধিক সমস্যা সমাধান হবে সরষের তেলের গুণে, জেনে নিন কীভাবে ব্যবহার করবেন

খাদ্যাতালিকায় যোগ করুন এই কয় ধরনের খাবার, দূর হবে হজমের সমস্যা, রইল তালিকা

Share this article
click me!

Latest Videos

'তৃণমূলের দুয়ারে সরকার এখন দুয়ারে জঙ্গি', তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর | Suvendu Adhikari
Suvendu Adhikari: 'কত বড় জিহাদি, রামনবমীর মিছিলে ঢিল মেরে দেখাও', হুঙ্কার শুভেন্দুর
খাদান নিয়ে Dev কে বিশ্রী আক্রমণ রাজের, দেবের পাশে দাঁড়িয়ে পাল্টা দিলেন Aritra Dutta Banik
'যেসব মুসলমানরা হিন্দুদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাঁদেরই পূর্বপুরুষেরা হিন্দু ছিল' বিস্ফোরক অর্জুন
‘প্রণামের সংস্কৃতি ভুলে যাচ্ছে বাঙালি’ বিস্ফোরক মন্তব্য Dilip Ghosh-এর, দেখুন কী বলছেন | Dilip Ghosh