কত মেঘে কত জল? একফালি মেঘের ওজনই বা কত হতে পারে? জানলে চোখ কপালে উঠবে আপনারও

Published : Oct 17, 2023, 12:04 PM IST
rain weather cloud cloudy cyclone

সংক্ষিপ্ত

বৃষ্টির ভয়াবহ রূপ দেখে ভয় সিউরে ওঠে অনেকেই। তবে জানেন কি মেঘে ঠিক কত পরিমাণ জল থাকতে পারে? পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে আপনারও

কয়েকদিন আগে পর্যন্ত বৃষ্টির দাপট দেখেছে দেশবাসী। কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি তো কোথাও আবার হরপা বান। বৃষ্টির ভয়াবহ রূপ দেখে ভয় সিউরে ওঠে অনেকেই। তবে জানেন কি মেঘে ঠিক কত পরিমাণ জল থাকতে পারে? পরিমাণ শুনলে চোখ কপালে উঠবে আপনারও। গবেষণায় জানা যাচ্ছে বৃষ্টির মেঘে এত জল থাকে যে, তা একটা ছোট খাটো শহরে বন্যা ডেকে আনার জন্য যথেষ্ট।

মূলত তিন ধরনের মেঘ দেখা যায়। সিরাস, কিউমুলাস এবং স্ট্র্যাটাস। তবে একটুকরো মেঘে কতটা জল থাকতে পারে? ভূ-পৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতায় যে মেঘ থাকে, তাকে সাধারাণত, সিরাস বলে। এই মেঘে বরফকণা দিয়ে তৈরি হয়। কিউমুলাস মানে হল স্তম্ভ। এই মেঘ মূলত পেঁজা তুলো একের পর এক সাজয়ে রাখলের যেমন দেখতে হয় ঠিক তেমনই দেখতে লাগে। কালো কিউমুলাস মেঘকে কিউমুলোনিম্বাস বলে। এই মেঘ থেকে বৃষ্টি কিংবা শিলাবৃষ্টি হয়। এই ধরনের মেঘ থেকে প্রায় ৫ লক্ষ টন জল থাকতে পারে।

গবেষণায় জানা যাচ্ছে এক বর্গ মাইলের এক ইঞ্চি বৃষ্টিপাত হলে, সেই জলের পরিমাণ প্রায় ১৭.৪ মিলিয়ন গ্যালন। এই ওজন হয় প্রায় ৬৪ মিলিয়ন কেজি। তাই আকাশে ভেসে বেড়ানো মেঘ তুলোর মতো দেখতে মনে হলেও এর ওজন কোনও অংশে কম নয়। একটি কিউমুলাস মেঘের গড় ওজন ১.১ মিলিয়ন পাউন্ড। অর্থাৎ একটি কিউমুলাস মেঘের গড় ওজন এবং ১০০টা হাতির ওজন প্রায় সমান।

PREV
click me!

Recommended Stories

বাড়িতে সহজে চাষযোগ্য ৭টি শীতকালীন সবজি
কেন ঘড়ি মানেই বাঁ হাত? উত্তর লুকিয়ে আছে শরীরের স্বভাব আর শত বছরের ইতিহাসে