অনেকেই তাজা ময়দা দিয়ে রুটি বানিয়ে গরম গরম খেতে পছন্দ করেন। কারণ আগে থেকে বানানো ময়দা থেকে দুর্গন্ধ বের হতে পারে এবং নষ্ট হয়ে যেতে পারে।
এই ধরনের ময়দা দিয়ে বানানো রুটির স্বাদও ভালো হয় না। তবে কিছু কৌশল অবলম্বন করলে অবশিষ্ট রুটির ময়দা তাজা রাখা সম্ভব। রুটি থেকেও কোনও দুর্গন্ধ বের হবে না। এর জন্য কী করতে হবে?
রুটির ময়দা বেশিক্ষণ তাজা রাখতে ঠান্ডা পানি দিয়ে ময়দা মাখতে হবে। এতে ময়দা বেশিক্ষণ তাজা থাকবে।
রুটি বানানোর পর অবশিষ্ট ময়দা ফ্রিজে রাখা যেতে পারে। সাধারণ তাপমাত্রায় ময়দা মাখলে ফ্রিজে রাখলেও ময়দা শক্ত হয়ে যেতে পারে এবং আর্দ্রতা হারিয়ে ফেলতে পারে।
জানেন কি? সঠিকভাবে সংরক্ষণ করলে রুটির ময়দা দুই-তিন দিন পর্যন্ত তাজা থাকতে পারে। তাই ময়দা কিভাবে সঠিকভাবে সংরক্ষণ করবেন জেনে নিন।