Weight Loss: হাঁটলেও কমছে না ওজন! কীভাবে ঝরাবেন ভুঁড়ি? জেনে নিন গোপন রহস্য

Published : Nov 16, 2024, 10:45 PM IST

হাঁটলেও কমছে না ওজন! কীভাবে ঝরাবেন ভুঁড়ি? জেনে নিন গোপন রহস্য

PREV
15


প্রতিদিন হাঁটার অনেক উপকারিতা রয়েছে। হাঁটা ওজন কমানো থেকে শুরু করে হৃদপিণ্ড সুস্থ রাখা পর্যন্ত অনেকভাবে উপকারী। হাঁটা মানসিক চাপও কমাতে সাহায্য করে। 

25

অনেকে ওজন কমানোর জন্য প্রতিদিন হাঁটেন। কিন্তু অনেকের ওজন কমে না। বিশেষজ্ঞদের মতে, হাঁটার সময় কিছু ভুলের কারণে ওজন কমে না। 

35

ভুলভাবে হাঁটা 

হাঁটলেও ওজন না কমার একটি কারণ হল ভুলভাবে হাঁটা। অনেকে হাঁটার সময় পা পুরোপুরি নাড়ান না। ফলে ক্যালরি পোড়ে না, ওজনও কমে না। অনেকে হাঁটার সময় ফোনের দিকে তাকিয়ে থাকেন। এতে ঘাড়ে ও কাঁধে ব্যথা হতে পারে। 

ধীর গতিতে হাঁটা

ধীরে হাঁটলেও ওজন কমার সম্ভাবনা কম। ক্যালরি পোড়ে না। তাই দ্রুত হাঁটার চেষ্টা করুন। 
 

45

অনিয়মিত হাঁটা

কেউ কেউ মাঝেমধ্যে হাঁটেন। এতে ওজন কমে না। কারণ নিয়মিত না হাঁটলে শরীরের প্রয়োজনীয় ক্যালরি পোড়ানোর সুযোগ পায় না। তাই প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন। 

ভুল পুষ্টি

ওজন কমাতে হাঁটার পাশাপাশি সুষম খাবার গুরুত্বপূর্ণ। হাঁটার পর ক্যালরিযুক্ত খাবার খেলে ওজন বেড়ে যাবে। তাই ফল, সবজি, শস্য, কম চর্বি ও প্রোটিনযুক্ত খাবার খান। 
 

55

পর্যাপ্ত পানি পান না করা 

পানি শরীরের জন্য অপরিহার্য। পর্যাপ্ত পানি পান না করলে শরীর পানিশূন্য হয়ে পড়ে। ফলে ওজন কমে না। তাই ওজন কমাতে প্রচুর পানি, ডাবের পানি ও জুস পান করুন। 

একই জায়গায় হাঁটা

একই জায়গায় হাঁটলে ওজন কমে না। কারণ শরীর একই ধরনের পেশি ব্যবহার করে। তাই বিভিন্ন জায়গায় ও পথে হাঁটুন। 

click me!

Recommended Stories