দই ওজন বাড়াতে পারে। অনেকেই এই বিষয়টি জানেন না। অজান্তেই রাতে দই ভাত খেয়ে ফেলেন। কিন্তু এর ফলে ওজন বেড়ে যেতে পারে। দই শরীরে চর্বি বাড়ায় এবং ভাত গ্লুকোজের মাত্রা বাড়ায়। ফলে ওজন বেড়ে যায়। যাদের ওজন নিয়ে চিন্তা আছে, তাদের দই ভাত না খাওয়াই ভালো।
দই হজমের জন্য ভালো হলেও, রাতে দই ভাত খেলে হজমের সমস্যা হতে পারে। কারণ দই ভাতে ফাইবার কম থাকে। ফলে হজম হতে বেশি সময় লাগে। এর ফলে গ্যাস, কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দিতে পারে।