অল্প বয়সেই চোখে চশমা লাগার ভয়? শিশুদের চোখ ভাল রাখতে অবশ্যই মানুন এই নিয়ম

অল্প বয়সেই চোখে চশমা লাগার ভয়? শিশুদের চোখ ভাল রাখতে অবশ্যই মানুন এই নিয়ম

Anulekha Kar | Published : Aug 16, 2024 10:38 AM IST

সব শিশুদেরই এখন প্রায় চোখে চশমা। চোখ খারাপ হওয়ার প্রবণতা রয়েছে অনেকেরই। এক্ষেত্রে কীভাবে শিশুদের চোখের যত্ন নিতে হবে তা জেনে রাখা ভীষণ প্রয়োজন।

শিশুদের খাবারের পাতে রোজ নিয়ম করে গাজর যোগ করতে হবে। গাজর খেলে চোখ ভীষণ ভাল থাকে চোখের বহু সমস্যা দূর হয়ে যায়। এতে রয়েছে ভিটামিন এ এবং অ্যান্টিঅক্সিডেন্ট। এ ছাড়া এটি শিশুদের ব্রেইনের স্বাস্থ্যের জন্যও ভালো।

Latest Videos

এ ছাড়া মিষ্টি আলু খেতে হবে রোজ। দৃষ্টিশক্তি বাড়াতে মিষ্টি আলু বেশ কার্যকরী। এইসবজি শরীরে ভিটামিন এ ও সি-এর ঘাটতি কমায় এই উপাদান এবং এর ফলে চোখে পাওয়ার হওয়ার প্রবণতা কমে।

বাচ্চার দৃষ্টি শক্তি কমে গেলে সবুজ শাকসবজি পালং শাক, মেথি ইত্যাদি খাওয়াতে হবে। এতে চোখের ক্ষমতা প্রবল ভাবে বাড়বে।

শিশুদের অবশ্যই ক্যাপসিকাম যোগ করতে হবে। এটি সবজি বানিয়ে বা স্যালাডে যোগ করেও খাওয়া যেতে পারে। এটি ভিটামিন সি এর একটি ভাল উৎস, যা চোখের দৃষ্টিশক্তি বাড়াতে ভীষণ উপকারী।

Share this article
click me!

Latest Videos

পুলিশ কমিশনারের নাম কী কুণাল ঘোষ না তৃণমূলের নাম পুলিশ? কলতানের জামিন হতেই প্রশ্ন Minakshi-র
'বন্যা প্রতিরোধে কী কী কাজ করেছেন ডকুমেন্টস দেখান' মমতাকে তোপ শুভেন্দু অধিকারীর | West Bengal Flood
অবশেষে ধর্না প্রত্যাহারের সিদ্ধান্ত জুনিয়র ডাক্তারদের, দেখুন কী বললেন তাঁরা | Junior Doctors
পরনে উর্দি, অথচ পা টলোমলো! রায়গঞ্জের রাস্তায় মদ্যপ অবস্থায় পুলিশকর্মীর উৎপাত | Raiganj News Today
স্বাস্থ্য দফতরের পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগে সরব Suvendu Adhikari | R G Kar Case