Relationship tips: ছোটবেলার বিচ্ছেদের যন্ত্রণা পরবর্তীকালে যৌন জীবনে সমস্যা তৈরি করতে পারে

Published : Sep 27, 2023, 02:30 PM IST
Child Dry Skin

সংক্ষিপ্ত

ছোটবেলা বাড়িতে যখন কোনও শিশু কিশোর বা কিশোরী লালিত পালিত হয় তখন অনেক সময় অভিভাবকদের অজান্তেই অনেক ঘটনা ঘটে যায়। অভিভাবকদের কোনও ব্যবহার বা কথা তাদের জীবনে ক্ষত তৈরি করতে পারে। 

শৈশবের কোনও ক্ষত বা ঘটনা অনেক সময় পূর্ণবয়স্ক মানুষের যৌন জীবনে ব্যাঘাত ঘটাতে পারে। সেই কারণে শৈশব অনেক বেশি যত্নশীল হওয়া প্রয়োজন। ছোটবেলা বাড়িতে যখন কোনও শিশু কিশোর বা কিশোরী লালিত পালিত হয় তখন অনেক সময় অভিভাবকদের অজান্তেই অনেক ঘটনা ঘটে যায়। অভিভাবকদের কোনও ব্যবহার বা কথা তাদের জীবনে ক্ষত তৈরি করতে পারে। আর সেই ক্ষত কিন্তু পরবর্তীকালে তার যৌন জীবন ভারক্রান্ত করতে পারে। ব্যাঘাতও ঘটাতে পারে। শৈশবরে একাধিক ক্ষতের মধ্যে উল্লেখযোগ্য হল পরিত্যাক্ত হওয়ার ক্ষত। ছোটবেলায় প্রিয়জন যদি কোনও শিশুকে ছেড়ে চলে যায় তাহলে শিশুমনে তার ব্যাপক প্রভাব পড়ে , যা দীর্ঘ জীবন বয়ে বেড়াতে হয়। বাবা-মায়ের সম্পর্কের চিড় তার মধ্যে অন্যতম। বাবা-মায়ের বিচ্ছেদের কারণে অনেক শিশু সমাজ বা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। যৌনজীবনেও ক্ষত তৈরি হয়। শৈশবের এই ট্রমা পবর্তীকাল মসৃণ করে না।

আসুন দেখেনি শিশু মনে কোনও কোনও ট্রমার কারণে যৌন জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে-

১. মানুষের চলে যাওয়া নিয়ে উদ্বেগ

বিচ্ছেদের তীব্র ভয় সর্বদাও শিশুকে গ্রাস করে। সে এটা মনে করেই বড় যে তাকে সকলেই ছেড়ে চলে যাবে। সম্পর্কের স্থায়ীত্ব নিয়ে তার মনে প্রশ্ন তৈরি হয়। যা পরবর্তীকালে থেকে যায়। এই বিষয়টি অনেক সময় প্রাপ্ত বয়স্ক অবস্থায় যৌন জীবনে প্রভাব ফেলে। যৌনজীবন ভারাক্রান্ত হয়।

২. হাইপারভিজিল্যান্ট

পিছনে ফেলে যাওয়া চিন্তা ও অন্যদের পছন্দ না হওয়ার ক্ষয় প্রায়ই মেজাজ খারাপ করে। শিশুটিকে যদি পরিবারে সর্বদা ভয় আর তথস্ট অবস্থায় বড় হয়, তার বাবা মা বা পরিবারের সদস্যরা সর্বদা বকাবকি করে তালহে শিশুমনে তার ব্যাপক প্রভাব পড়ে। যা পরবর্তীকালে তার যৌন জীবনে প্রভাব ফলতে পারে।

৩. প্রতিক্রিয়ার প্রতি অতিসংবেদনশীলতা

সমালোচনা বা অন্যদের কাছ থেকে প্রাপ্ত প্রতিক্রিয়ার প্রতি অত্যন্ত সংবেদনশীল। অনেক সময় সেই বিষয়গুলি মনের মধ্যে গেঁথে যায়। শিশু মন সেগুলিকে এমনভাবে সাজায় যাতে সে মনে করে সে সকলের থেকে বিচ্ছিন্ন। যৌন জীবনেও সেই প্রভাব পড়তে থাকে।

৪. সংযুক্তির সমস্যা

পরিত্যাগের ভয় শিশু মনকে সর্বদা বিভ্রান্ত করে। সে প্রতিশ্রুতি দিতে বা নিতে ভয় পায়। সেই প্রভাব প্রাপ্ত বয়স্ক অবস্থায় তার সম্পর্কের ওপর পড়ে।

৫. মানসিক ঘনিষ্টতায় সমস্যা

বিচ্ছেদের ভয় ছোটবেলায় থাকলে পরবর্তীকালে যে কোনও সম্পর্কে জড়াতে পারে না। সম্পর্ক মানেই তার কাছে বিচ্ছেদের যন্ত্রণা। যা অতীতে তাকে কষ্ট দিয়ে এসেছে। সেই সমস্যা বড় হয়েও তাকে পীড়া দেয়। সেই কারণে সে অনেক সময় নিজের যৌন জীবন উপভোগ করতে পারে না।

PREV
click me!

Recommended Stories

ব্রেকআপের পরে কী করবেন, এই কাজগুলো করলে পুরোনো প্রেম ভুলে যাবেন
পুরুষের বিয়ের বয়স ২১ হলেও লিভ-ইন করা যাবে ১৮ থেকে, বড় পর্যবেক্ষণ রাজস্থান হাইকোর্টের